Rabindranath Tagore Jayanti 2023: এই রবি-নায়িকা ‘জেন Z’-এর প্রিয়, সাদা শাড়ি আর জুঁইয়ের মালার বদলে যা দিয়ে সাজান নিজেকে
Mimi Chakraborty Fashion: পুপের লুক থেকে ভেঙে বেরিয়ে আসতে বেশ কিছু সময় লেগেছিল মিমির। সময় লেগেছিল দর্শকেরও। কারণ তাঁকে সকলে শান্ত স্নিগ্ধ সাদা শাড়ি, খোলা চুল আর ফুলে দেখতেই অভ্যস্ত ছিল
টেলিভিশনের দুনিয়ায় এক রকম আলোড়ন ফেলে দিয়েছিল গানের ওপারে। একসময় যাঁরা মনে করতেন সিরিয়াল দেখলেই জাত যাবে তাঁরাই কিন্তু ঠিক রাত আটটায় বসে পড়তেন টিভির সামনে। বাংলা টেলিভিশনে সেই সময় আলোড়ন ফেলে দ্য়েছিল এই ধারাবাহিকটি। আজও মানুষের মনে গেঁথে রয়েছে এই ধারাবাহিকের চরিত্রদের নাম, তাঁদের পোশাক, তাঁদের কথাবার্তা। রবীন্দ্র সংগীতকে একেবারে নতুন আঙ্গিকে ব্যবহার করৈ হয়েছিল এই সিরিয়ালে। আর তাই এই সিরিয়ালের গান এখনও মানুষের মনে ঘোরেফেরে। রবি ঠাকুরের বিভিন্ন চরিত্রদের নিয়েই এই ধারাবাহিকের চিত্রনাট্য বুনেছিলেন ঋতুপর্ণ ঘোষ। প্রতি চরিত্র অসাধারণ ভাবে ফুটে উঠেছিল তাঁর লেখনী দক্ষতায়। এই সিরিয়ালের মাধ্যমেই আত্মপ্রকাশ করেন মিমি চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তী। পুপের চরিত্রে মিমির অভিনয় আজও গেঁথে রয়েছে এই প্রজন্মের মনে। পুপের সাজ, শাড়ি, কাঠের চুড়ি খুবই জনপ্রিয় হয়েছিল ফ্যাশান আঙিনায়।
পুপের লুক থেকে ভেঙে বেরিয়ে আসতে বেশ কিছু সময় লেগেছিল মিমির। সময় লেগেছিল দর্শকেরও। কারণ তাঁকে সকলে শান্ত স্নিগ্ধ সাদা শাড়ি, খোলা চুল আর ফুলে দেখতেই অভ্যস্ত ছিল। সেখান থেকে বেরিয়ে এসে মিমি হট প্যান্ট পরছেন তা অনেকেরই চোখে লেগেছিল। মিমি নিজেও রবি ঠাকুরের গান করেন। তাঁর নিজের ইউটিউব চ্যানেল থেকে বেশ কিছু রবীন্দ্রসংগীত প্রকাশিতও হয়েছে। মিমি তাঁর গাওয়া রবীন্দ্র সংগীতের সঙ্গে নিজেই অভিনয় করে সুন্দর মিউজিক ভিডিয়ো বানিয়েছেন। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে অধিকাংশই আজ সেজেছেন সাদা বা অফ হোয়াইট হ্যান্ডলুম শাড়িতে। খোঁপায় জুঁইয়ের মালা, পরনে জাঙ্ক জুয়েলারি। এমন সাজের কথা কোথাও রবীন্দ্রনাথ লিখে যাননি। ফ্যাশন এবং স্টাইল আইকন হিসেবে এই জেনরেশনের খুবই কাছের মিমি চক্রবর্তী।
বিশ্বের ফ্যাশন ট্রেন্ড সম্বন্ধে মিমি সচেতন। ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন যে কোনও পোশাকেই তাঁকে চমৎকার লাগে। তাঁর সাজ-পোশাকের মধ্যে একটা আভিজাত্য রয়েছে। ‘তোমার খোলা হাওয়া’ আর ‘আমারও পরানো যাহা চায়’- এই দুটি গান তিনি নিজে গেয়েছেন এবং সঙ্গে খুব সুন্দর ভিডিয়োও করেছেন। আর এই দুটি গানের শ্যুটিংয়ে কোথাও তিনি সাদা শাড়ি পরেননি। কখনও কালো শাড়ির সঙ্গে অক্সিডাইজের গয়না আবার কখনও লাল রঙের রাফেল শাড়ি, আকাশি শিফন এসবই বেছে নিয়েছেন। কালো শাড়ি কালো ব্লাউজের মনোক্রোম্যাটিক লুকে তাঁকে যেমন সুন্দর লেগেছে তেমনই লেগেছে লাল রঙের শিফন রাফেল শাড়িতেও। এখানেও তিনি মনোক্রোমাটিক লুক তুলে ধরেছেন। মানানসই আইমেক আপ। ছক ভেঙেই নিজের মত করে সেজেছেন রবীন্দ্রনাথের নায়িকা । এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা কিন্তু তাঁদের পছন্দের জিন্স-শার্টেই মঞ্চে রবীন্দ্রসংগীত গাইছেন। তা দর্শদের কাছে খুবই সমাদৃত হয়েছে। মিমির থেকে ফ্যাশনে অনুপ্রেরণা পান এই প্রজন্মের অনেক মেয়েই।