Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mimi Chakraborty: সোনাঝুরির জঙ্গলে রোদ-ছায়া আর হলুদে সামার স্পেশ্যাল ফটোশ্যুট মিমির, ছবি দেখেছেন?

Summer Fashion: এই ফ্লোয়িং ড্র্যাপড গাউন গরমের দিনে খুবই আরামদায়ক। যে কোনও অনুষ্ঠানে দেখতেও লাগে সুন্দর। এমন পোসাকের সঙ্গে বিশেষ কোনও গয়নাও লাগে না

Mimi Chakraborty: সোনাঝুরির জঙ্গলে রোদ-ছায়া আর হলুদে সামার স্পেশ্যাল ফটোশ্যুট মিমির, ছবি দেখেছেন?
কেমন লাগছে মিমিকে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 5:54 PM

ফ্যাশনে টলিউডের অন্য যে কোনও নায়িকাকে দশ গোল দেবেন মিমি চক্রবর্তী- একথা হলফ করে বলা যায় মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম দেখলেই। বেশ কয়েক বছর ধরেই ফ্যাশন নিয়ে দারুণ সব এক্সপেরিমেন্ট করেছেন তিনি। ইন্ডিয়ান, ওয়েস্টার্ন যে কোনও পোশাকেই ভাল লাগে তাঁকে। সপ্তাভর একাধিক ফ্যাশন শ্যুটের ছবি শেয়ার করেন তিনি। আর প্রতিটি ছবিতেই একেবারে অন্যরকম লাগে নায়িকাকে। দেশ-বিদেশের ফ্যাশন ট্রেন্ড নিয়ে তিনি ওয়াকিবহাল। মিমির ফ্যাশন খুবই সাধারণ কিন্তু সেই সব পোশাকের মধ্যে থাকে আভিজাত্যের ছোঁয়া। সাধারণ পোশাক, মেকআপ আর লুকেই বাজিমাৎ করে দেন তিনি। মিমির নির্বাচিত যে কোনও পোশাকই খুব রুচিশীল। তাঁর ফটোশ্যুট দেখলেই বোঝা যায় তিনি ফ্যাশন নিয়ে কতটা ভাবনা চিন্তা করেন।

বৈশাখের তপ্ত দিনে গরমে, ঘামে বিরক্ত হয়ে নয় বরং ফুরফুরে মেজাজে ফটোশ্যুট করলেন মিমি চক্রবর্তী।  ব্যাকড্রপে সোনাঝুরির জঙ্গল আর সেখানে দাঁড়িয়ে একের পর এক পোজ দিলেন তিনি। গরমের স্পেশ্যাল রং হল হলুদ। হলুদ রঙের যে কোনও পোশাক এই গরমে দেখতে দারুণ লাগে। হলুদ রঙের ন্যুডলস স্ট্রিপ টিউনিকে দারুণ কুল লাগছিল মিমিকে। গরমের হাত থেকে বাঁচতে চুল তুলে হাত খোঁপা করেছেন, সামনের দিকে দুটো চুল ছেড়ে রাখা। সামার কুল এই ড্রেসের সঙ্গে মানানসই মেকআপও। একদম ন্যুড মেকআপ করেছেন তিনি। লেমন ইয়লোর উপর জামার প্রিন্টটিও খুব সুন্দর।

আর একটি ছবিতে হলুদ রঙের ফ্লোরাল গাউনে দেখা গেল মিমিকে। ভি নেক এই গাউনের সঙ্গে ফুলস্লিভ পাফ হাতায় বেশ মানিয়েছে মিমিকে। হলুদ-সাদা ব্লেন্ড হয়ে দারুণ একটা কালার এফেক্ট রয়েছে মিমির ড্রেসে। এই ফ্লোয়িং ড্র্যাপড গাউন গরমের দিনে খুবই আরামদায়ক। যে কোনও অনুষ্ঠানে দেখতেও লাগে সুন্দর। এমন পোসাকের সঙ্গে বিশেষ কোনও গয়নাও লাগে না। মিমি এখানে শুধুমাত্র কানে বড় মাপের রিং পরেছেন। বাকি চুল ছাড়া, চুলে রয়েছে ওয়েভি টাচ। এই গাউনেই জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়িয়েছেন তিনি। ডিজাইনার অভিষেক রয়-এর কালেকশন থেকে এই সুন্দর দুটি পোশাক বেছে নিয়েছেন মিমি। তাঁর মেকআপ করেছেন সানু সিংহ রায়।