Shehnaaz Gill: খোলা চুল আর স্টাইলিশ ব্লাউজ! সাদা শাড়ির স্নিগ্ধ সাজে উজ্জ্বল শেহনাজ
Bollywood Fashion: রেড কার্পেটকে ছয় গজের চিরসবুজ সৌন্দর্যকে আলিঙ্গন করতে বেছে নিয়েছিলেন জনপ্রিয় ও বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার একটি আইভরি শাড়ি ও স্টাইলিশ ব্লাউজ।
ধীর স্থির কোনও দিনই ছিলেন না। সকলকে খুশি রেখে, নিজেকে ভালবাসতে জানেন পঞ্জাবের ক্যাটরিনা। স্বভাব ও আচরণে মন কেড়েছেন ভক্তদের। বিগ বসে অংশ গ্রহণ করার পর থেকেই দেশে বেশ পরিচিত মুখ হয়ে গিয়েছেন শেহনাজ গিল। দুষ্টু-মিষ্টি হাসিতে যে কিনা সবসময় মাতিয়ে রাখে। সিদ্ধার্থ শুক্লার অকাল মৃত্যুর পর কাজ থেকে বিরতি নিয়েছিলেন অল্প সময়ের জন্য। তারপরই একের এক কাজ নিয়েছেন হাতে। কখনও সোশ্যাল মিডিয়ায়, কখনও ফটোশ্যুটে কখনও বা টিভি শোয়ের ইন্টারভিউতে দেখা গিয়েছে। বলিউডে সলমনের হাত ধরে ডেবিউ সিনেমাও করছেন তিনি। নানা কাজে নিজেকে ব্যস্ত রেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চলেছেন নিজেকে। সম্প্রতি বলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ ফিল্মফেয়ার অ্য়াওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে দেখা গিয়েছিল। সেই অনুষ্ঠানে বলিউডের কে ছিলেন না! রণবীর সিং, কৃতি শ্যানন, কিয়ারা আডবানি, ক্য়াটরিনা কাইফ, ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন, করণ জোহর. মালাইকা অরোরা ও আরও অনেক সেলেব্রিটিরা। সেই ইভেন্টে উপস্থিত ছিলেন পঞ্জাবের অভিনেতা তথা সংগীতশিল্পীকেও।
রেড কার্পেটকে ছয় গজের চিরসবুজ সৌন্দর্যকে আলিঙ্গন করতে বেছে নিয়েছিলেন জনপ্রিয় ও বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার একটি আইভরি শাড়ি ও স্টাইলিশ ব্লাউজ। মঙ্গলবার রাতে, স্টার-স্টেড ইভেন্টের জন্য তিনি জমকালো ও ট্র্যাডিশনাল লুকের জন্য শাড়িকেই বেছে নিয়েছিলেন। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলেন ভক্তদের জন্য। সেই ছবিতে দেখা গিয়েছে, একটি ভারী ও সূক্ষ্ম কাজ করা আইভরি রঙের শাড়ি পরেছিলেন শেহনাজ। তার সঙ্গে মানানসই স্টাইলিশ ব্লাউজও বেছে নিয়েছিলেন। ভারী চিকনকারির কাজ, পুঁতির সাজ ও সিকুইন ও জাল দিয়ে তৈরি শাড়িটি অত্যন্ত সুন্দর দেখতে। আঁচলের উপর রয়েছে পালকের অলঙ্করণে সাজ। ট্র্যাডিশনাল লুকে শাড়িটি বেশ স্টাইলিশভাবে পরেছেন। তাতে আঁচলে মাটি পর্যন্ত লুটিয়ে থাকলেও স্টাইলটা ছিল নজরকাড়া।
View this post on Instagram
শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটি সুন্দর ও স্টাইলিশ ব্যাকলেস আইভরি ব্লাউজ বেছে নিয়েছিলেন। যেটির ডিপ নেকলাইন, কাঁধের কাছে জুড়ে থাকলেও গোটা ব্লাউজটি নেটের উপর ভারী এমব্রয়ডারির কাজ রয়েছে। শাড়ির সঙ্গে সবসময় একটি পোটলি নিলে তার লুকটাই বদলে যায়। হাই হিল আর স্টেটমেন্ট কানের দুলে শেহনাজকে অনেকটা রাজহংসীর মত লাগছিল।
শাড়ি ও ব্লাউজে যেহেতু ভারী সূচির কাজ ছিল, তাই মেকআপ ও হেয়ারস্টাইল খুব মিনিম্যাল রাখার চেষ্টা করেছেন। মসৃণ ও স্ট্রেট খোলা চুলেই আরও মোহময়ী লেগেছে তাঁকে। এছাড়া মেকআপ ছিল বেশ ছিমছাম। কাজল রেখা চোখ, গোলাপি আইশ্যাডো, মউভ লিপশেড, বিমিং হাইলাইটার, ব্লাশিং গালে সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল।
View this post on Instagram
প্রসঙ্গত, জন আব্রাহাম, রিতেশ দেশমুখ ও নোরা ফতেহির সঙ্গে একটি হিন্দি সিনেমা শেহনাজকেও দেখা যাবে বলে জানা গিয়েছে। এছাড়া সলমান খান অভিনীত কিসিকা ভাই কিসিকা জান দিয়ে বলিউডে ডেবিউ হতে চলেছে এই তারকার। পরহাদ সামজি পরিচালিত এই সিনেমায় অভিনয় করবেন ভেঙ্কটেশ দাগ্গুবাতি, পূজা হেগড়ে, জগপতি বাবু, জ্যাসি গিল, রাঘব জুয়াল এবং সিদ্ধার্থ নিগম। চলতি বছরের ৩০ ডিসেম্বর এই আসন্ন সিনেমাটি মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।