ফ্যাশন দুনিয়ায় বিপ্লব! ত্রিপুরার এই অসাধারণ প্রতিভাধর যুবকের কীর্তিতে শোরগোল নেটদুনিয়ায়
পোশাকের ধরণ অনুযায়ী কাপড়, সরঞ্জাম সমগ্রহ করেন স্থানীয় বাজার থেকেই। পোশাক বানানোই নয়, সেই পোশাক নিজে পরে সেলেবদের লুক অনুসরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
ভারতের বিভিন্ন প্রান্তে এমন সব প্রতিভা লুকিয়ে রয়েছে, যা বিশ্বের কাছে অবিশ্বাস্য ও তাজ্জবের।শুধু এই প্রতিভাগুলিকে খুঁজে বের করাই হল আমাদের প্রধান লক্ষ্য। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য হাতের মুঠোয় সোশ্যাল মিডিয়া এই কাজকে অনেক সহজ করে দিচ্ছে।
আজ যে তরুণ তুর্কিকে নিয়ে কথা বলব, তিনি হলেন সরবজিত সরকার। ত্রিপুরায় একটি পাহাড়ি ছোট্ট গ্রাম তেলিমুড়ায় তাঁর বাড়ি। নিজের প্রতিভা গুণে আজ সে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। কী করেছে সে? তাঁর ফ্যাশানের প্রতি অগাধ ভালবাসা ও অসাধারণ ফ্যাশান স্কিলের জন্য সারা বিশ্ব তাঁকে এতদিনে চিনে ফেলেছে। বলিউড, হলিউডের তারকাদের অসাধারণ ডিজাইনের পোশাকের অনুকরণে সরবজিত নিজের স্টাইলে সেই পোশাক পরিবেশন করেন। কাপড় দিয়ে নয়, পোশাকের নকসা তৈরি করেন সবজি, ফল, ফুল, পাতা প্রভৃতি দিয়ে।
View this post on Instagram
সেলেবদের ড্রেসের অনুকরণে হুবহু পাতা-ফল দিয়ে বানিয়ে ফেলেন তিনি। পোশাকের ধরণ অনুযায়ী কাপড়, সরঞ্জাম সমগ্রহ করেন স্থানীয় বাজার থেকেই। পোশাক বানানোই নয়, সেই পোশাক নিজে পরে সেলেবদের লুক অনুসরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেলেবদের পোশাক, সাজ, অ্যাকসেসারিজ, জুতো,পোশাকের রঙ, ফটোশুট্যের জন্য তারকাচিত অঙ্গভঙ্গি সবকিছুকেই অনুকরণ করে ফ্যাশানের স্টেটমেন্টটাই বদলে দিয়েছেন। কখনও মশারির নেট, নারকেল পাতা, বাঁধাকপি-ফুলকপির পাতা, বাটি, মাছ, বন্য পাতাচ কোনও কিছুই তাঁর স্টাইল ও ফ্যাশানের থেকে বাদ পড়ে না। দীপিকা পাড়ুকোণ, কৃতী শ্যানন, প্রিয়াংকা চোপড়া, কঙ্গনা রানাওয়াত, কেউই তাঁর তালিকা থেকে বাদ পড়েননি।
আরও পড়ুন: গ্রীষ্মে উজ্জ্বল সেই হলুদ রঙ-ই! বলি তারকাদের প্রথম পছন্দও বটে
View this post on Instagram
সম্প্রতি তাঁর এই অভিনব ফ্যাশান দৃষ্টিভঙ্গিতে আপ্লুত হয়েছেন ভারতের অন্যতম ও জনপ্রিয় ডিজাইনার আবু জনি সন্দীপ খোসলা। অভিনব প্রতিভাই তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বর দরবারে। শোনা গিয়েছে, দিল্লিতে আসন্ন দ্য ব্লেন্ডার প্রাইড ফ্যাশন ট্যুরে আবু জনি ও সন্দীপ খোসলার ফ্যাশান শোতে র্যাম্প ওয়াক করবেন ত্রিপুরার এক ছোট্ট গ্রামে তরুণ প্রতিভা।
View this post on Instagram
২০১৮ সাল থেকে টিককে ভিডিয়ো ও ছবি পোস্ট করতে থাকেন। প্রথমে বিজ্ঞাপনের অনুকরণে ভিডিয়ো ও ছবি শেয়ার করতেন, পরে ইন্সটাগ্রামে নিজের অ্যাকাউন্টে ছবি ও ভিডিয়ো পোস্ট করতে থাকেন। তাঁর প্রিয় রঙ নীল, আবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অভিনয়ে বড় ভক্ত। দুটি মিলিয়ে ইন্সটাগ্রামের প্রোফাইলে নাম দিয়েছেন ranautneel। ২৫ বছর বয়সি এই যুবক নিজেকে ভিলেজ ফ্যাশন ইনফ্লুয়েন্সর বলতেই বেশি গর্ববোধ করেন। বলিউডের নায়িকা ও তারকাদের পাশে তাঁর অসাধারণ ফ্যাশন স্টাইলের ছবি রেখে ক্যাপশলেন লেখেন, কার পোশাক ভাল? আর সেই লেখাই যে পরে ট্রেন্ড হয়ে দাড়াবে, তা নিজেও জানতেন না।
View this post on Instagram