National Sunglasses Day 2021: মুখের গঠন অনুযায়ী বেছে নিন পছন্দের সানগ্লাস!

অনেকের ধারণা, শুধু স্টাইল স্টেটমেন্টের জন্যই সানগ্লাস পরার রীতি, তা কিন্তু মটোই নয়। আর এই ধারণাকে হঠাতেই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এই বিশেষ দিনটি পালন করা হয়।

National Sunglasses Day 2021: মুখের গঠন অনুযায়ী বেছে নিন পছন্দের সানগ্লাস!
ছবিটি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 6:35 AM

মুখ দিয়ে যায় চেনা! গ্রীষ্ম, শীত, বর্ষায় সব ঋতুতেই সানগ্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। স্টাইলের একটি অংশ হলেও, সানগ্লাস সূর্যেচ অতিবেগুনি রস্মি থেকে রক্ষা করে, দুলো-ময়লা দূষণ থেকেও চোখকে আড়াল করতে সাহায্য করে। তবে এটা কি জানেন, আজ জাতীয় সানগ্লাস দিবস! তবে এদশে বিশেষ প্রচলিত না হলেও, প্রতিবছর ২৭ জুন এই দিনটিকে সানগ্লাস দিবস হিসেবে পালিত হয়। অনেকের ধারণা, শুধু স্টাইল স্টেটমেন্টের জন্যই সানগ্লাস পরার রীতি, তা কিন্তু মোটেই নয়। আর এই ধারণাকে হঠাতেই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এই বিশেষ দিনটি পালন করা হয়।

সমীক্ষা বলছে বর্তমান পরিস্থিতিতে , মেঘে ঢাকা আকাশ থাকলেও সূর্যের ক্ষতিকর রশ্মি আমাদের শরীর ও চোখের উপর প্রভাব ফেলে। মাইগ্রেন, ফ্যাটিগ থাকলে বাড়ির বাইরে বের হলে, অবশ্যেই সানগ্লাস সঙ্গে রাখা জরুরি। কিন্তু হাতের কাছে যা পেলেন তাই কিনে নিলেন, বা খুব পছন্দ হয়েছে, তাই কিনে নিলেন, তা একেবারেই করা উচিত নয়। প্রত্যেক মানুষের মুখে গড়ন আলাদা, তাই মুখের গড়ন অনুযায়ী সানগ্লাস ব্যবহার করা উচিত।

গোলাকার মুখের জন্য– যাদের মুখ গোলাকার তারা আয়তাকার বা চারকোনা আকৃতির ভ্রু ঢাকা সানগ্লাস পড়তে পারেন। বেশ ভালো মানাবে। ডার্ক ফ্রেম ব্যবহার করলেও ভালো লাগবে। পয়েন্টেড, স্কোয়ার, ক্যাট আই, বাটারফ্লাই, অ্যাভেয়টরও বেশ মানানসই।

আরও পড়ুন: ফ্যাশন দুনিয়ায় বিপ্লব! ত্রিপুরার এই অসাধারণ প্রতিভাধর যুবকের কীর্তিতে শোরগোল নেটদুনিয়ায়

ডিম্বাকৃতি মুখের জন্য- ডিম্বাকৃতি মুখে সব ধরনের সানগ্লাস দারুণ মানানসই হবে। তবে হেয়ার স্টাইল এই ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। বাটারফ্লাই, অ্যাভিয়েটর, ক্যাট আই গ্লাসেসের জন্য ভাল মানাবে।

হার্ট শেপ চেহারার জন্য- এই ধরনের চেহারার মানুষদের ক্যাট আই সেপের সানগ্লাস বেশ ভালো লাগে। ফ্রেমলেশ গ্লাসেসও ব্যবহার করে দেখতে পারেন, মন্দ হবে না।

গ্লামার চেহারার জন্য- গ্লামার চেহারার মানুষরা বিভিন্ন রং এর সানগ্লাস পরতে পারেন। হলুদ নীল ধূসর বাদামি সোনালী প্রভৃতি যেকোনো রঙের।

চতুর্ভুজাকার মুখের জন্য– এই ধরনের মুখের জন্য গোলাকার ও ডিম্বাকার ফ্রেমের সানগ্লাস বেশ লাগবে। পাতলা ফ্রেমের সানগ্লাস অবশ্যই পড়বেন। বড় ফ্রেমেগ্লাসেস ব্য়বহার করলে গ্ল্যামারাস লাগবে।

ত্রিকোণাকার মুখের জন্য- এই ধরনের মুখের জন্য ক্যাটস-আই ডিজাইনের সানগ্লাস মানানসই।