‘সোনা’য় সোহাগা! নিউ ইয়র্কের নিজের রেস্তোরাঁয় উজ্জ্বল ‘দেশি গার্ল’

বলিউডে কেরিয়ারের দুর্দান্ত সাফল্যের পর বর্তমানে হলিউডেও দেদার কাজ করছেন তিনি। হলি-বলি- দুই মিলিয়ে সফল কেরিয়ার দেশি গার্লের।

'সোনা'য় সোহাগা! নিউ ইয়র্কের নিজের রেস্তোরাঁয় উজ্জ্বল 'দেশি গার্ল'
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 4:42 PM

নামটাই যখন সোনা (Sona), তখন একটু ছ্যাঁকা খাওয়ার মতো দামি তো হবেই। লন্ডন থেকে আমেরিকার বুকে নিজের দেশি রেস্তোরাঁ. এসে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। বেশ কয়েকজন হলিউডের সেলেব্রিটিদের নিয়ে নিজের বিলাসবহুল ভারতীয় রেস্তোরাঁয় দারণ সময় কাটানোর ছবি পোস্ট করেছেন। তবে এই আনন্দের মুহূর্তে উপস্থিত ছিলেন না স্বামী নিক জোনাস। মহিলা গ্যাংকে নিয়ে রেস্তোরাঁয় কী খেলেন তিনি? চেখে দেখলেন পছন্দের পানিপুরি!

নিজের রেস্তোরাঁয় নিজের পছন্দের পানিপুরি খাওয়ার আনন্দের মধ্যেও নিজের ফ্যাশানের ঝলক এক অংশও কমেনি। এদিন প্রিয়াঙ্কার আউটফিটেও ছিল ফ্যাশানের নয়া ঝলক! হালকা নীলও গোলাপি রঙের শার্ট ও উজ্জ্বল হলুদ রঙা হাই-ওয়েস্টেড প্যান্টসে প্রিয়াঙ্কার গ্য়াং পার্টির আউটফিট ছিল পারফেক্ট। গলা. সোনার নেকলেশ, ব্রেসলেট ও ফিঙ্গার রিং তে ছিল আধুনিকতার ছোঁয়া। সিম্পল পোশাকের সঙ্গে ছিল হালকা মেকআপ! বাদামি লিপস্টিক, ন্যুড আইলিডস ও ন্যাচারাল কার্লস হেয়ার স্টাইল।

আরও পড়ুন: National Sunglasses Day 2021: মুখের গঠন অনুযায়ী বেছে নিন পছন্দের সানগ্লাস!

বলিউডে কেরিয়ারের দুর্দান্ত সাফল্যের পর বর্তমানে হলিউডেও দেদার কাজ করছেন তিনি। হলি-বলি- দুই মিলিয়ে সফল কেরিয়ার দেশি গার্লের। একাধারে প্রোযোজক, লেখিকা, গায়িকা, রেস্তোরাঁর মালকিন, হেয়ারকেয়ার ব্র্যান্ডের মূল অ্যাম্বাসাডর- সবেতেই সমান সফল এই প্রাক্তন সুন্দরী।