Bizarre Maggi: রুহআফজা এবার মিশল ম্যাগিতে! নিত্যনতুন এমন অদ্ভূত রেসিপিতে অতিষ্ঠ নেটপাড়া

মশলা ম্যাগি কিংবা ফ্রাই ম্যাগির চাহিদাই কিন্তু সবচেয়ে বেশি। ম্যাগি বানাতে যেমন মাত্র দু মিনিট সময় লাগে তেমনই শুধু গরম জল হলেই কাজ চলে যায়। কিন্তু কী ভাবে বানাবেন এমন উদ্ভট ম্যাগি?

Bizarre Maggi: রুহআফজা এবার মিশল ম্যাগিতে! নিত্যনতুন এমন অদ্ভূত রেসিপিতে অতিষ্ঠ নেটপাড়া
এমন স্বাদের ম্যাগি আগে খেয়েছেন কখনও? ( ছবি সৌজন্য- এন ডি টিভি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2021 | 4:02 PM

২ মিনিটের এই ন্যুডলসকে নিয়ে যেন আদিখ্যেতার শেষ নেই। পরীক্ষা নিরীক্ষার ঠেলায় এবার ম্যাগির আসল স্বাদই ভুলতে বসবেন মানুষ। কখনও চকোলেট, কখনও মিরিন্ডা…ম্যাগিকে নিয়ে দড়ি টানাটানির কী খেলাটাই না চলছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন রুহআফজা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। ম্যাগির উপর গোলাপী রুহআফজার এমন ব্যবহারে বেজায় চটেছেন নেটনাগরিকরা।

ম্যাগির সঙ্গে সকলেরই জড়িয়ে থাকে অনেক রকম ইমোশন। গভীর রাত জেগে পড়াশোনা কিংবা মধ্যরাতে বাড়ি ফিরে চূড়ান্ত খিদেকে সামাল দেওয়ার মত ক্ষমতা কিন্তু একমাত্র ম্যাগির মধ্যেই রয়েছে। ম্যাগি বানাতেও যেমন কোনও সমস্যা নেই তেমনই এর স্বাদও দুর্দান্ত। কেউ যেমন ঝোল ম্যাগি পছন্দ করেন আবার কেউ ডিম-মশলা- পেঁয়াজ দেওয়া ফ্রাই ম্যাগি পছন্দ করেন। ম্যাগির রেসিপি নিয়ে নিত্যনতুন পরীক্ষা করেন ম্যাগি প্রেমীরা। কেউ যেমন চিকেন-চিজ দিয়ে ম্যাগি বানান আবার তেমনই ম্যাগির মধ্যে হোয়াইট সস পাস্তার স্বাদ খোঁজেন অনেকে।

তবে ইদানিং কালে ভাইরাল হতেই ম্যাগিকে নিয়ে নানা আদিখ্যেতা শুরু করেছেন মানুষ। কখনও তাতে মিরিন্ডা মেশাচ্ছেন তো কখনও তাতে মিশিয়ে দিচ্ছেন চকোলেট সস। এবার এই বিক্রেতা যা করলেন তাতে আর মাথা ঠিকই রাখতে পারলেন না নেটিজেনরা। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে ম্যাগি পুরোপুরি তৈরি হওয়ার পর তাতে কয়েক চামচ রুহআফজা ছড়িয়ে দিচ্ছেন বিক্রেতা। এই রুহআফজা মেশানো ম্যাগি আবার তিনি পরিবেশনও করেন এক ক্রেতাকে। এর এই ম্যাগি এক চামচ মুখে দিতেই ক্রেতার মুখের যা অবস্থা হল তা ভাষায় বর্ণনা করার মত নয়।

সম্প্রতি এন ডি টিভিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ভিডিয়োটি আপলোড হওয়ার পর এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। অজস্র কমেন্টও এসেছে। তবে বেশিরভাগই ভীষম রকম বিরক্ত হয়েছেন। এক একজন তো এমনো লিখেছেন যে, দয়া করে এবার ম্যাগিকে ছাড়ুন। ওর আর কী দোষ!আবার একজন লিখেছেন, আমি ভেবেছিলাম চকোলেট ম্যাগির মত খারাপ কিছুই হয় না। এবার রুহআফজা! এই বছর দেখছি ম্যাগি নিয়ে অশান্তিতেই শেষ করতে হবে। এমন উদ্ভট সংমিশ্রণ নিয়ে কেনই বা পরীক্ষা চালাচ্ছেন স্ট্রিট ফুড বিক্রেতারা-তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে সকলের একটাই দাবি- অনেক হয়েছে, প্লিজ ম্যাগিকে এবার ছাড়ুন। ম্যাগির এই ফিউশন রেসিপি কোনও ভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা।

ম্যাগি নিয়ে এমন পরীক্ষা-নীরিক্ষার শখ কি আপনারও রয়েছে? বাড়িতে চেখে দেখতে চান এমন রুহআফজা মেশানো ম্যাগি? তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।

আরও পড়ুন: Recipe: পনিরের এই সহজ রেসিপি জিভে জল এনে দিতে পারে, লাগবে সামান্য দই আর অল্প কিছু সামগ্রী…