Hair Care Tips: পুজোয় বলি তারকার মতো চুল চাই? ৪ টিপস জেনে নিলেই হবে
Hair Care Tips: বলি তারকার মতো চুল পাওয়া কিন্তু এমন কিছু শক্ত ব্যপার নয়। শুধু মেনে চলতে হবে সাধারণ কিছু টিপস। সেগুলি কী জানেন?
পুজোর তাক লাগানোর জন্য কিন্তু কেবল পোশাকে চমক থাকলেই হল না। ঘন, কালো, মসৃণ চুলের অধিকারী হতে চায় কম-বেশি সকলেই। সেই চুল যদি বলি তারকাদের মতো হতো তাহলে তো কথাই নেই। তবে বলি তারকার মতো চুল পাওয়া কিন্তু এমন কিছু শক্ত ব্যপার নয়। শুধু মেনে চলতে হবে সাধারণ কিছু টিপস। সেগুলি কী জানেন?
গরম জলে চুল ধোবেন না – অনেকেই গরম জলে স্নান করতে পছন্দ করেন। এতে শরীরে আরাম হলেও, আপনার চুলের জন্য ক্ষতিকর। রোজ স্নানের সময় গরম জলে চুল ধোবেন না। শ্যাম্পু করার সময় উষ্ণ জলে চুল ধুয়ে নিতেও পারেন, তবে শেষে কন্ডিশনার দিয়ে ঠান্ডা জলেই সব সময় চুল ধুয়ে নিন। এতে চুলের কিউটিক্যাল সিল হয়ে যাবে, আর চুল ফাটা কমবে।
দু’বার শ্যাম্পু করুন – অনেকেই মনে করেন ঘন ঘন শ্যাম্পু করলে চুল অনেক বেশি চকচকে ও ভাল থাকবে। আদপে তা হয় না, বরং শ্যাম্পুর আধিক্যে চুল খড়খড়ে ও রুক্ষ হয়ে যায়। তাই রোজ রোজ শ্যাম্পু না করে বলি তারকাদের কেশসজ্জা শিল্পীদের কথা শুনুন। চুল ভাল রাখতে সপ্তাহে দু’দিন শ্যাম্পু করুন।
ভেজা চুলে ব্লো-ড্রায়ার দেবেন না – অফিস বা কলেজে বেরনোর তাড়াহুড়োয় অনেকেই স্নান করে বেরিয়েই ব্লো-ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নেন। এটি চুলের জন্য খুবই ক্ষতিকর। ভেজা চুলে গরম হাওয়া দিলে তা চুলকে পুড়িয়ে দিতে পারে তাই রোজ এই পদ্ধতি এড়িয়ে যান।
সি-সল্ট স্প্রে ব্যবহার করুন – সি-সল্ট স্প্রে ব্যবহার করেই পেতে পারেন চকচকে সুন্দর চুল। চুল ভাল করে শুকিয়ে নিয়ে, কার্লার দিয়ে কার্ল করে নিন জায়গায় জায়গায়, তারপর সি-সল্ট স্প্রে ভাল করে স্প্রে করে দিন। চুলে, ব্যাস, এতেই কিন্তু হবে কেল্লাফতে!