Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shoe Smell: শীতে পায়ের গন্ধের চোটে অস্থির? কী করলে মিলবে মুক্তি?

Shoe Odour: পা যতই পরিষ্কার করা হোক না, ঢাকা জুতো দীর্ঘ ক্ষণ পরে থাকলে অনেকরই পায়ে ব্যাক্টেরিয়া বেড়ে ওঠে। মোজা পরলে সমস্যা আরও বাড়ে।

Shoe Smell: শীতে পায়ের গন্ধের চোটে অস্থির? কী করলে মিলবে মুক্তি?
Follow Us:
| Updated on: Jan 31, 2025 | 11:38 PM

পায়ের যত্নে ত্রুটি নেই। নিয়মিত ঈষদুষ্ণ জলে সাবান দিয়ে পা ধুচ্ছেন। ময়েশ্চারাইজ়ার, এসেনশিয়াল অয়েল ব্যবহার করছেন। মাসে এক দিন পেডিকিওর করছেন। তবু জুতো পরে থাকলেই দুর্গন্ধ। দামি জুতো কিনেও সুরাহা হয়নি। শীতের মুখে সমস্যা আরও বেড়েছে। তা হলে ভুলটা কোথায় হচ্ছে? সমাধানই বা হবে কী ভাবে?

পা যতই পরিষ্কার করা হোক না, ঢাকা জুতো দীর্ঘ ক্ষণ পরে থাকলে অনেকরই পায়ে ব্যাক্টেরিয়া বেড়ে ওঠে। মোজা পরলে সমস্যা আরও বাড়ে।

সমস্যা সমাধানের উপায়?

এক কাপের চার ভাগের এক ভাগ বেকিং সোডা, সমপরিমাণ বেকিং পাউডার এবং আধ কাপ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। মোজা অবশ্যই সুতির এবং ভাল মানের ব্যবহার করা দরকার। মোজায় মিশ্রণটি ছড়িয়ে দিন। জুতোর ভিতরেও দিতে হবে একটু। এতে কমবে জুতো হওয়া দুর্গন্ধ।

জগিং বা দৌড়নোর পর গন্ধ বেশি হয়? সমপরিমাণ সাদা ভিনিগার এবং জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। দৌড়দৌড়ি বা হাঁটার পর জুতো খুলে ভিতরে স্প্রে করে দিন। মিনিট পাঁচেক শুকোতে দিন।

এসেনশিয়াল অয়েল শুধু সুগন্ধ ছড়ায় না, ছোটখাটো সংক্রমণ দূর করতেও তা কার্যকর। জুতোর মধ্যে টি ট্রি অয়েল, ল্যাভেন্ডার অয়েল বা লবঙ্গ তেল কয়েক ফোঁটা দিয়ে দিতে পারেন।