Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভক্তদের জন্য সুখবর, খুলছে চারধামের দরজা

হিমালয়ের উচ্চতায় অবস্থিত এই চার হিন্দু তীর্থস্থান প্রতি বছর এপ্রিল থেকে মে মাস দর্শকদের জন্য খোলে । এই বছর কবে থেকে খুলছে মন্দির?

ভক্তদের জন্য সুখবর, খুলছে চারধামের দরজা
কেদারনাথ মন্দির
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 4:47 PM

শিব ভক্তদের জন্য দারুণ খবর। অনেকদিন থেকেই উত্তরখন্ড ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলেন। কিন্তু কিছুতেই তারিখ ঠিক করে উঠতে পারছিলেন না। চার ধাম ঘুরতে যাবেন কী করে, মন্দিরই তো বন্ধ। অবশেষে এসে গেল সেই শুভক্ষণ। উত্তরখন্ডের চার ধাম মন্দিরের কতৃপক্ষ ঘোষণা করলেন খুব শিঘ্রই খুলছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রীর দরজা।

১৭ মে ভোর ৫টা থেকে ভক্তদের জন্য খুলে যাচ্ছে কেদারনাথের দরজা। ১৪ মে শিব মূর্তিকে শীতযঘর থেকে প্রধান মন্দিরে আনা হবে। গত বছর নভেম্বরের ১৬ তে বন্ধ হয়েছিল মন্দির। তার ঠিক একদিন পর অর্থাৎ ১৮ মে খুলছে বদ্রীনাথ মন্দিরও। ২০২০র ১৯ নভেম্বর বন্ধ করে দেওয়া হয় বদ্রীনাথ মন্দির। ভক্তরা আবার ১৮ মে থেকে দর্শন করতে পারবেন।

আরও পড়ুন:মাউন্ট এভারেস্টে ছবি তুললে বা ভিডিয়ো করলেই দিতে হবে জরিমানা

শুধু কেদারনাথ , বদ্রীনাথ নয় খুলে যাচ্ছে গঙ্গোত্রী, যমুনেত্রীর দরজাও। ১৪মে থেকে মন্দিরে যেতে পারবেন ভক্তরা। এই চার মন্দিরের দরজা খুলে গেলেই চারধাম দর্শনের পরিকল্পনা করে নিতেই পারবে ভক্তরা।হিমালয়ের উচ্চতায় অবস্থিত এই চার হিন্দু তীর্থস্থান প্রতি বছর এপ্রিল থেকে মে মাস দর্শকদের জন্য খোলা থাকে। বছরের ছয় মাস বন্ধ থাকে মন্দির ভারী তুষারপাতের জন্য।

আরও পড়ুন:ইয়ট কোয়ারেন্টাইনের হাত ধরে থাইল্যান্ড পর্যটনে নতুন জোয়ার