নেলপলিশ লাগালেই উঠে যায়, কী করলে মিলবে সমাধান?
বিভিন্ন কাজে নেলপালিশ উঠে যাওয়াটা অস্বাভাবিক নয়। কী করলে আপনার নেলপলিশ অনেকক্ষণ নখে থাকবে, সে বিষয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করলাম আমরা। হয়তো আপনাদের কাজে লাগবে।
শেপ করা নখ (nail polish)। আর তাতে পছন্দসই নেলপলিশ। আপনি যদি সাজতে পছন্দ করেন, তাহলে এ হেন নখ পরিচর্চা আপনার রূপ রুটিনে থাকবেই। কিন্তু নখের উপর অর্ধেক নেলপলিশ অথবা কিছুটা উঠে যাওয়া নেলপলিশ কখনও দেখতে ভাল লাগে না। বিভিন্ন কাজে নেলপালিশ উঠে যাওয়াটা অস্বাভাবিক নয়। কী করলে আপনার নেলপলিশ অনেকক্ষণ নখে থাকবে, সে বিষয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করলাম আমরা। হয়তো আপনাদের কাজে লাগবে।
টপকোট
নেলপলিশ একবার লাগিয়ে শুকিয়ে নেওয়ার পর আরও একবার লাগান। অর্থাৎ টপকোট দিন। যে কোনও ধরনের নেলপলিশনেই টপকোট দিতে পারবেন। এতে যেমন গ্লসি হবে, তেমনই নেলপলিশ বেশ কিছুদিন স্থায়ী হবে।
আরও পড়ুন, ত্বক টানটান রাখতে স্ট্রবেরি কীভাবে ব্যবহার করবেন?
বেস কোট
টপ কোটের মতোই বেস কোট লাগিয়ে নিন। অর্থাৎ নখের উপর খুব হালকা ভাবে নেলপলিশের একটা কোট দিন। দ্বিতীয় কোটে নেলপলিশের আসল রং বোঝা যাবে। এরপর হবে টপ কোট।
হ্যান্ড ক্রিম
ত্বকের ক্ষেত্রে সানস্ক্রিন যেমন সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে, তেমনই নেলপলিশ লাগানোর আগে হ্যান্ড ক্রিম লাগিয়ে নিন। দিনে অন্তত দু’বার হ্যান্ড ক্রিম লাগানোর অভ্যেস থাকলে নখ আর্দ্র থাকে। নখ শুষ্ক থাকলে নেলপলিশ লাগালে দ্রুত উঠে যাওয়ার সম্ভবনা থাকে।
আরও পড়ুন, সামনেই বিয়ে? ত্বক এবং চুলের কোন কোন ভুল সম্পর্কে সাবধান হবেন কনেরা?
নখের কোণায় নজর
নেলপলিশ লাগানোর সময় যত্ন নিতে হবে। অর্থাৎ নখের প্রতিটি কোণায় যাতে নেলপলিশ লাগানো হয়, সেদিকে লক্ষ্য রাখুন। অনেক সময় নেলপলিশ পরার গলদ থেকে যায়। ফলে তাড়াতাড়ি উঠে যেতে পারে।
গ্লাভস
যদি প্রতিদিন ঘরের কাজে আপনাকে ব্যস্ত থাকতে হয়, তাহলে নখের যত্নের জন্য গ্লাভস পরে কাজ করুন। এতে সরাসরি জল বা সাবান লাগবে না। নেলপলিশ দীর্ঘস্থায়ী হবে।
আরও পড়ুন, পুরুষের রূপচর্চা: মেনে চলুন এই চার সহজ নিয়ম