Road Trip: পুজোয় রোড ট্রিপে যাবেন ভাবছেন? ভারতের এই ৩ রাস্তায় একবার গাড়ি নিয়ে ঘুরে আসা দরকার

Best Road Trip: বাস, ট্রেন, বিমানে চেপে তো কমবেশি সকলেই ঘুরতে যান। কিন্তু রোড ট্রিপ এক অন্য অভিজ্ঞতা প্রদান করে। ব্যস্ত জীবনযাত্রা ছেড়ে রাস্তার প্রতিটা বাঁকে অপেক্ষাকৃত অ্যাডভেঞ্চারের টানেই রোড ট্রিপের জনপ্রিয়তা বেশি। এমনই কিছু রোড ট্রিপের সন্ধান রইল আপনার জন্য। ভরা বর্ষা বা কনকনে ঠান্ডাতেও সেখানে যেতে পারবেন।

Road Trip: পুজোয় রোড ট্রিপে যাবেন ভাবছেন? ভারতের এই ৩ রাস্তায় একবার গাড়ি নিয়ে ঘুরে আসা দরকার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 12:04 PM

কেউ মানুষের জীবনের রোড ট্রিপের গুরুত্ব বেশি। তাঁরা সময় পেলেই দুই বা চার চাকা নিয়ে বেড়িয়ে পড়েন। অনেক সময় গন্তব্যই অজানা থাকে। পথ চলাতেই তাঁদের আনন্দ। রোজ গাড়ি চালালেও রোডের ট্রিপের মধ্যে একটা আলাদা প্রশান্তি রয়েছে। হাইওয়ে ধরে শুধু এগিয়ে চলাই নয়, প্রকৃতির একটু কাছাকাছি যাওয়ার সুযোগ রয়েছে রোড ট্রিপ। বাস, ট্রেন, বিমানে চেপে তো কমবেশি সকলেই ঘুরতে যান। কিন্তু রোড ট্রিপ এক অন্য অভিজ্ঞতা প্রদান করে। তাই তো অ্যাডভেঞ্চারের খোঁজে বাইক আর হেলমেট নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন অনেকেই। রোড ট্রিপে অনিশ্চয়তার মধ্যেও শান্তি রয়েছে। ব্যস্ত জীবনযাত্রা ছেড়ে গাড়ির আওয়াজ আর রাস্তার প্রতিটা বাঁকে অপেক্ষাকৃত অ্যাডভেঞ্চারের টানেই রোড ট্রিপের জনপ্রিয়তা বেশি। এমনই কিছু রোড ট্রিপের সন্ধান রইল আপনার জন্য। ভরা বর্ষা বা কনকনে ঠান্ডাতেও সেখানে যেতে পারবেন। বছরের যে কোনও সময় ভারতের এই ৩ রাস্তাগুলোয় আপনি রোড ট্রিপে যেতে পারেন।

ওল্ড সিল্ক রুট: প্রতিবেশি রাজ্য সিকিমে রয়েছে এই ওল্ড সিল্ক রুট। একসময় সিকিম থেকে তিব্বতের লাসার মধ্যে ব্যবসায়িক যোগাযোগের মাধ্যম ছিল এই সিল্ক রুট। সে রাস্তা এখন পাহাড়ের গায়ে ঘাসের মধ্যে মিলিয়ে গিয়েছে। কিন্তু তারই পাশ দিয়ে তৈরি হয়েছে নতুন রাস্তা। সেই রাস্তা দেখার জন্যই অনেকেই ভিড় করেন পূর্ব সিকিমের জ়ুলুক, নাথাং ভ্যালিতে। পাহাড়ের গা বেয়ে এঁকেবেঁকে উপরে উঠেছে রাস্তা। আপনিও চাইলে এই রাস্তায় একটা রোড ট্রিপে পরিকল্পনা করতে পারেন।

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে: ভারতের ব্যস্ততম রাস্তাগুলোর মধ্যে একটি হল এই মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে। তাছাড়া এটি ভারতের প্রথম ৬ লেন বিশিষ্ট হাইওয়ে, যেটি কংক্রিটের তৈরি। সেখান থেকে অনবরত গাড়ি ছুটে যায় ঝড়ের গতিতে। কিন্তু এই এক্সপ্রেসওয়ের সৌন্দর্য লুকিয়ে রয়েছে রাস্তার দু’পাশে। এই এক্সপ্রেসওয়ে সহ্যাদ্রি পর্বতমালা বুক চিরে চলে গিয়েছে। তাই দু’ধারে সবুজে মোড়া পাহাড় দেখতে পাবেন এই রাস্তায়। তার সঙ্গে রাস্তায় অজস্র টানেল ও বাঁক রয়েছে। মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভলা ছুঁয়ে যায় এই রাস্তা।

লে-মানালি হাইওয়ে: বাইক নিয়ে লাদাখ যাওয়ার স্বপ্ন অনেকে তরুণ-তরুণীদের। তবে, এই ট্রিপ শুরু করা উচিত মানালি থেকে। লে-লাদাখ যেতে গেলে আপনাকে পার করতে হবে খারদুং লা পাস। এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম সড়কপথ। প্রায় ১৯ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থিত এই রাস্তা। এই রাস্তাটির উল্লেখ রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। মানালি দিয়ে লাদাখ ভ্রমণ শুরু করলে শেষ করুন শ্রীনগর দিয়ে। জীবনের সেরা রোড ট্রিপের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এখানে।