Indian Railway: এক টিকিটে ঘুরে নিন গোটা ভারত, খরচ কত?
Circular Journey Ticket: দেশের একটা বড় অংশের মানুষের নিত্যদিনের যাতায়াতের মাধ্যম ট্রেন। দেশের পরিবহণের মেরুদণ্ড ভারতীয় রেল। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ—দেশের প্রায় সমস্ত প্রান্ত এক সূত্রে বাঁধা ভারতীয় রেল দিয়ে। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার যাত্রার জন্যও রয়েছে এক্সপ্রেস ট্রেন।
কোন ট্রিপে গেলে, যেখান থেকে যাত্রা শুরু হয়, আবার সেখানেই ভ্রমণ শেষে ফিরতে হয়। ধরুন, আপনি হাওড়া থেকে দেরাদুন যাচ্ছেন। দেরাদুন স্টেশনের সরাসরি ট্রেনের টিকিট পাননি। সেক্ষেত্রে হাওড়া থেকে কেউ প্রথমে দিল্লি, তারপর দেরাদুন যাচ্ছেন। আবার ফিরবেনও সেই রুটে। এতে বারবার টিকিট কাটতে হয়। বাড়ে বাজেটও। এমন ঝামেলা থেকে মুক্তি পাওয়া উপায় জানেন?
দেশের একটা বড় অংশের মানুষের নিত্যদিনের যাতায়াতের মাধ্যম ট্রেন। দেশের পরিবহণের মেরুদণ্ড ভারতীয় রেল। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ—দেশের প্রায় সমস্ত প্রান্ত এক সূত্রে বাঁধা ভারতীয় রেল দিয়ে। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার যাত্রার জন্যও রয়েছে এক্সপ্রেস ট্রেন। এমনকি ভ্রমণ থেকে শুরু তীর্থযাত্রার জন্যও ভরসা ভারতীয় রেল। আপনি যদি একই রুট দিয়ে ভ্রমণ করেন, তাহলে বারবার টিকিট কাটার ঝামেলা থেকেও মুক্তি দিতে পারে ভারতীয় রেল।
ভারতীয় রেলের তরফে আনা হয়েছে সার্কুলার জার্নি টিকিট। সার্কুলার জার্নি টিকিটে আপনি সর্বোচ্চ আটটি স্টেশনে নামতে পারবেন। আটটি স্টপেজ মিলিয়ে একটি টিকিট কাটতে পারবেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এবং মাঝে যদি দুটি স্টেশন পড়ে তাহলে একটা টিকিট কাটলেই আপনার কাজ হয়ে যাবে।
কিন্তু এখানে রয়েছে একটা ছোট্ট টুইস্ট। সার্কুলার জার্নি টিকিট কাটলে আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করেছেন, সেই স্টপেজেই শেষ করতে হবে। মূলত পর্যটক ও পুণ্যার্থীদের জন্য এই সার্কুলার জার্নি টিকিটের সুবিধা এনেছে ভারতীয় রেল। তাই একটা টিকিট কেটেই আপনি গোটা ট্রিপ করে ফেলতে পারেন। সার্কুলার জার্নি টিকিটে যেমন বারবার টিকিট কাটার ঝামেলা থেকে মুক্তি, তেমনই খরচও কমবে।
সার্কুলার জার্নি টিকিট আপনি আইআরসিটিসির ওয়েবসাইট থেকে সরাসরি কাটতে পারেন। ফার্স্ট ক্লাস থেকে স্লিপার ক্লাস—যে কোনও শ্রেণিতেই আপনি এই টিকিট কাটতে পারেন। শুধু যাত্রা শুরু ও শেষের স্টেশন এক হওয়া চাই। পাশাপাশি সার্কুলার জার্নি টিকিট কাটলে আপনাকে ন্যূনতম দূরত্ব ১ হাজার কিলোমিটার যাত্রা করতেই হবে।
সার্কুলার জার্নি টিকিট ভ্রমণপিপাসু ও তীর্থযাত্রীদের জন্য অনেক বেশি সাশ্রয়ী। সাধারণ টিকিটের চেয়ে সার্কুলার জার্নি টিকিটের ভাড়াও তুলনামূলকভাবে কম। এছাড়া প্রবীণ নাগরিক (পুরুষ)-দের জন্য ৪০ শতাংশ ও প্রবীণ নাগরিক (মহিলা)-দের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড়ের সুবিধা রয়েছে। তাই এবার তীর্থ যাওয়ার পরিকল্পনা করলে কাটতে পারেন সার্কুলার জার্নি টিকিট।