Gangasagar: এবার গঙ্গাসাগর পরিদর্শন হবে ক্রুজে চেপে, নতুন প্যাকেজ আনছে আইআরসিটিসি

Cruise Service: শীত আসতে আর বেশি দেরি নেই। তারপরেই শুরু হতে গঙ্গাসাগরে ভক্তদের ভিড়। তাই এই গোটা মরশুমে জুড়ে হুগলি নদীতে ক্রুজ পরিষেবা পাওয়া যাবে।

Gangasagar: এবার গঙ্গাসাগর পরিদর্শন হবে ক্রুজে চেপে, নতুন প্যাকেজ আনছে আইআরসিটিসি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2022 | 4:05 PM

ক্রুজে ভ্রমণের স্বপ্ন আপনার অনেক দিনের? এবার ক্রুজে ভ্রমণের স্বপ্ন পূরণ হবে এই শহরেই। বিলাসবহুল ক্রুজে এবার সান্ধ্যভ্রমণে যেতে পারবেন হুগলি নদীতে। আইআরসিটিসি হুগলি নদী ক্রুজ পরিষেবা চালু করতে চলেছে। পর্যটন ব্যবস্থাকে উন্নত করতে এই উদ্যোগ নিয়েছে আইআরসিটিসি। মূলত বিদেশি পর্যটক টানতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শীত আসতে আর বেশি দেরি নেই। তারপরেই শুরু হতে গঙ্গাসাগরে ভক্তদের ভিড়। তাই এই গোটা মরশুমে জুড়ে হুগলি নদীতে ক্রুজ পরিষেবা পাওয়া যাবে। এই ক্রুজ পরিষেবার জন্য ভিভাডা গ্রুপের সঙ্গে আইআরসিটিসি চুক্তি স্বাক্ষর করেছে। এতদিন এই সংস্থার সঙ্গেই গঙ্গাসাগর পরিদর্শনের প্যাকেজ ছিল আইআরসিটিসির। এবার গঙ্গাসাগর পরিদর্শনের প্যাকেজে যুক্ত হল ক্রুজ পরিষেবা।

কথায় রয়েছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর মেলার সময় বেশ ভিড় হয়। বিশেষত শীতের সময় দেশ, বিদেশ থেকে বহু পর্যটক ভিড় করেন গঙ্গাসাগরে। রাজ্য সরকারের উদ্যোগে এখন গঙ্গাসাগর ভ্রমণ অনেক সহজ হয়ে গিয়েছে। পরিবহণ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। কিন্তু এবার দর্শনার্থীদের আরও সুবিধার জন্য ক্রুজ পরিষেবা চালু করছে আইআরসিটিসি।

ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শীতের সময় মানুষ ভিড় আসেন গঙ্গাসাগর মেলায়। বিদেশি পর্যটকদের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু ভিড়ের কারণে মন্দির পরিদর্শনে নানা সমস্যার সম্মুখীন হন পর্যটকেরা। তাই দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয় এবং সকলেই যাতে ভাল করে গঙ্গাসাগর পরিদর্শন করতে পারে তাই ক্রুজ পরিষেবা শুরু করছে আইআরসিটিসি। মূলত বিদেশি পর্যটকদের নজর কাড়তে এই ব্যবস্থা গ্রহণ করেছে আইআরসিটিসি।

এই ক্রুজ পরিষেবা গঙ্গাসাগর মেলা চলাকালীন প্রতিদিন সকালে কলকাতা মিলেনিয়াম পার্ক জেটি থেকে ছাড়বে। ওই দিন রাতে ক্রুজটি গঙ্গাসাগর পৌঁছাবে। আইআরসিটিসির এই ক্রুজ পরিষেবায় মিলবে থাকা, খাওয়ার সম্পূর্ণ সুবিধা। পাশাপাশি এই প্যাকেজের মধ্যে ক্রুজ ভ্রমণের পাশাপাশি মন্দির দর্শন, স্নান ও মেলা ঘুরে দেখার সুযোগ রয়েছে।