Char Dham Yatra 2023: এবার আরও সস্তায় চারধাম যাত্রা! দারুণ অফারে তীর্থে নিয়ে যাবে আইআরসিটিসি
Exclusive Offers of IRCTC: আগামী ২৭ এপ্রিল খুলে দেওয়া হবে বদ্রীনাথ ধাম, অন্যদিকে ২৫ এপ্রিলে খুলবে কেদারনাথ মন্দিরের দরজা। প্রতিবছর হাজার হাজার ভক্ত চারধাম যাত্রায় সামিল হোন।
বছর ঘুরতে না ঘুরতেই ফের শুরু হতে চলেছে চারধাম যাত্রা। আগের বছরে রেকর্ড হারে যাত্রায় সামিল হয়েছিলেন ভক্তরা। এবছর সেই রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশা করছেন হোটেল ব্যবসায়ী থেকে ট্যুরিজমের সঙ্গে জড়িতরা। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যাত্রায় সামিল হতে শুরু হয়ে গিয়েছে অনলাইন রেজিস্ট্রেশন। তার পাশাপাশি হিন্দুদের এই পবিত্র যাত্রার পথ আরও সহজ করতে দারুণ অফারে প্যাকেজ এনেছে আইআরসিটিসি। ২০২৩ সালের চারধাম যাত্রার জন্য ভক্তদের পবিত্র মন্দিরগুলিতে নিয়ে যাবে বলে ঘোষণা করেছে। যাত্রাপথ মসৃণ হলেও কিছুটা হয়তো পায়ে হেঁটে গন্তব্যে যেতে হতে পারে, তবে সেই রাস্তা খুবই অল্প।
আইআরসিটিসির একটি নোটিশে জানানো হয়েছে এবারে তীর্থযাত্রায় ১১ রাত ও ১২ দিনের প্যাকেজ মাত্র ৬৭ হাজার টাকা থেকে শুরু। ইতোমধ্যে কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের দরজা সাধারণের জন্য কবে খুলে দেওয়া হবে, তাও ঘোষণা করেছে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের প্রশাসনিক বোর্ড অনুসারে, আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকেই খুলে দেওয়া হবে চারধামের গুরুত্বপূর্ণ দুটি মন্দিরের দরজা। আগামী ২৭ এপ্রিল খুলে দেওয়া হবে বদ্রীনাথ ধাম, অন্যদিকে ২৫ এপ্রিলে খুলবে কেদারনাথ মন্দিরের দরজা। প্রতিবছর হাজার হাজার ভক্ত চারধাম যাত্রায় সামিল হোন। সাধারণের জন্য মন্দিরের দরজা কবে খোলা হবে সেই তারিখের উপর ভিত্তি করে রেল ও সড়কপথের পরিষেবা চালু করা হয়। সাধারণত প্রতি বছর চারধাম যাত্রা এপ্রিল বা মে মাস থেকে শুরু হয়। অক্টোবর থেকে নভেম্বরের শীতকাল পর্যন্ত এই যাত্রা চলে। আর মাত্র হাতে গোনা দিন। ইতোমধ্যেই চারধাম যাত্রা নিয়ে প্রস্ততি শুরু হয়েছে উত্তরাখণ্ডে। চারধাম যাত্রার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা এখন বাধ্য়তামূলক। আর সেই গাইডেই চারধামের বিস্তারিত তারিখ উল্লেখ রয়েছে।
– ২১ মে থেকে ১ জুন
– ২৮ মে থেকে ৮ জুন
– ৪ জুন থেকে ১৫ জুন
– ১১ জুন থেকে ২২ জুন
– ১৮ জুন থেকে ২৯ জুন পর্যন্ত
চারধাম যাত্রার গন্তব্যস্থল
– যমুনোত্রী,
– গঙ্গোত্রী,
– বদ্রীনাথ,
– হরিদ্বার,
– কেদারনাথ
– ঋষিকেশ,
চারধাম যাত্রায় ট্যুর সিকোয়েন্স
– মুম্বই, দিল্লি, হরিদ্বার, বারকোট, জানকিচট্টি, যমুনোত্রী, উত্তরকাশী, গঙ্গোত্রী, গুপ্তকাশী, সোনপ্রয়াগ, কেদারনাথ, বদ্রীনাথ, হরিদ্বার, দিল্লি, মুম্বই
চারধাম যাত্রায় কী কী অন্তর্ভুক্ত রয়েছে
থাকার ব্যবস্থা, দিল্লি বিমানবন্দর থেকে লোকাল ট্রান্সপোর্ট, রাউন্ড-ট্রিপ বিমান ভাড়া (মুম্বই- দিল্লি-মুম্বই) ও নন-এসি টেম্পো ট্রাভেলারদের জন্য় আকর্ষণীয় স্থান। সফর অনুযায়ী, সকালের ব্রেকফাস্ট ও রাতের ডিনারের ব্যবস্থা। এছাড়া ট্রাভেল ইনসিওরেন্সের ব্যবস্থা। রয়েছে পার্কিং ফি, ড্রাইভারের বাট্টা ও টোলস।
খরচ কেমন পড়বে?
একা গেলে – মাথা পিছু খরচ পড়বে ৯,১৪০০ টাকা।
দুজনে গেলে- খরচ পড়বে মাত্র ৬৯, ৯০০টাকা।
তিনজনে গেলে খরচ হবে মাত্র ৬৭,০০০ টাকা।