Himalayan Travel: পাহাড়ে পর্যটনে ভাঁটা! শীতের জেরে ভক্তদের জন্য বন্ধ হল কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী, ২০ নভেম্বর বন্ধ হবে বদ্রীনাথ…

এই বছর গঙ্গোত্রী কোভিডের বিধিনিষেধের মধ্যেও ৩২৯৪৮জনেরও বেশি তীর্থযাত্রী রেকর্ড করেছে...

Himalayan Travel: পাহাড়ে পর্যটনে ভাঁটা! শীতের জেরে ভক্তদের জন্য বন্ধ হল কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী, ২০ নভেম্বর বন্ধ হবে বদ্রীনাথ...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2021 | 6:00 PM

শীতকালে শীতের শহর উত্তরাখণ্ডের চারধাম ভক্তদের জন্য বন্ধ থাকে প্রতিবছরই। বরফ পরে পাহাড়ি রাস্তা বন্ধ হয়ে যায় একেবারেই। বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী একত্রে চারধাম নামে পরিচিত। উত্তরাখণ্ড চারধাম দেবস্থানম ম্যানেজমেন্ট বোর্ড এই খবর ঘোষণা করেছে যে এখন যেহেতু শীত এসেছে, গঙ্গোত্রীধাম, কেদারনাথ ও যমুনোত্রীর দরজা ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

গঙ্গোত্রী মন্দির সমিতির সহ-সচিব রাজেশ সেমওয়াল বলেন, সকাল ১১.৪৫ টে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। দেবী গঙ্গার মূর্তি মুখবা গ্রামে নিয়ে যাওয়া হয়, যেটি তার শীতকালীন বাড়ি। এই বছর গঙ্গোত্রী কোভিডের বিধিনিষেধের মধ্যেও ৩২৯৪৮ জনেরও বেশি তীর্থযাত্রী রেকর্ড করেছে।

বোর্ডের সদস্য ডঃ হরিশ গৌর জানিয়েছেন, “শীতের জন্য তৃতীয়া তথা তৃতীয় দরজা কেদার শ্রী তুঙ্গনাথ মন্দিরের দরজা ৩০ অক্টোবর এবং দ্বিতীয়টি মানে তৃতীয় দরজা কেদার শ্রী মদমহেশ্বর মন্দিরের দরজা ২২ নভেম্বর শীতের জন্য বন্ধ হবে৷ শ্রী মদমহেশ্বর মেলা ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে”।

এর আগে বোর্ডের সদস্যরা জানিয়েছিলেন যে ৫ নভেম্বর শ্রী গঙ্গোত্রী ধাম বন্ধ হবে এবং ৬নভেম্বর কেদারনাথ এবং যমুনোত্রী বন্ধ হবে। ২০ নভেম্বরের পর থেকে বদ্রীনাথের দরজা বন্ধ থাকবে।

সম্প্রতি রুদ্রপ্রয়াগের কেদারনাথ মন্দিরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, “এই দশক উত্তরাখণ্ডের। আগামী বছরগুলিতে এই অঞ্চলে যোগাযোগের অভূতপূর্ব উন্নতি ঘটবে এবং পাহাড় থেকে মানুষের অভিবাসন বন্ধ হবে। আগামী ১০ বছরে, রাজ্যটি গত ১০০ বছরের তুলনায় অনেক বেশি পর্যটক পাবে।” তিনি আরও জানান যে ‘চারধাম সড়ক প্রকল্প’ যা চারধাম মহাসড়কের সাথে যুক্ত হবে তা দ্রুত গতিতে চলছে।

এই বছর কঠোর কোভিড বিধিনিষেধের মধ্যে ১৮ সেপ্টেম্বর চারধাম যাত্রা শুরু হয়েছিল। শুধুমাত্র সম্পূর্ণ কোভিড টিকাপ্রাপ্ত ভক্তদের কোভিড রিপোর্ট নেগেটিভ দেখানোর পরেই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। ফের বন্ধ হচ্ছে চারধাম শীতের প্রকোপে। ফলে উত্তর হিমালয়ের পর্যটন শিল্প বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এইবছর।

আরও পড়ুন: দিল্লির দীপাবলি জমজমাট! ঐতিহ্যবাহী তাজমহল ঢেকে গেল ঘন কুয়াশায়…