AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kerala Tourism: কেরল বেড়াতে যাওয়ার আগে ভাল করে জেনে নিন নতুন ‘ট্র্যাভেল গাইডলাইন’

যেহেতু করোনার তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে, তাই কেরলের সর্বত্রই বেশ কড়া ভাবে মেনে চলা হচ্ছে সরকারের 'কোভিড গাইডলাইন'। অতএব ভাল করে জেনে-বুঝে নিন।

Kerala Tourism: কেরল বেড়াতে যাওয়ার আগে ভাল করে জেনে নিন নতুন 'ট্র্যাভেল গাইডলাইন'
এখন কেরল বেড়াতে গেলে কী কী নিয়ম মানতে হবে?
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 4:41 PM
Share

কেরলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? তাহলে চটজলদি দেখে নিন দক্ষিণ ভারতের এই রাজ্যের সাম্প্রতিক ‘কোভিড গাইডলাইন’। পর্যটকদের জন্য বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে পিনারাই বিজয়ন সরকার। তাই করোনা আবহে ‘ঈশ্বরের নিজের দেশ’- এ বেড়াতে গেলে কয়েকটি নিয়ম মাথায় রাখতেই হবে পর্যটকদের। ট্র্যাভেল গাইডলাইনের পাশাপাশি রয়েছে কোয়ারেন্টাইন রুল এবং আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট সংক্রান্ত নিয়মবিধিও। একনজরে দেখে নিন কেরলে ‘লেটেস্ট ট্র্যাভেল গাইডলাইন’।

কেরলের পর্যটন শিল্পও অন্যান্য রাজ্যের মতোই করোনার দাপটে মুখ থুবড়ে পড়েছিল। তবে এবার পর্যটন শিল্পের স্থিতিশীলতা ফের নতুন করে নিয়ম মেনে পর্যটন শুরু করতে চলেছে কেরল সরকার। হোটেল এবং রেস্তোরাঁগুলিতে অনেকটাই ছাড় দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। অনুমান, এর ফলে ওইসব হোটেল এবং রেস্তোরাঁর উপর যাঁদের রুজিরুটি নির্ভর করে, তাঁদের জীবন তুলনায় কিছুটা উন্নত হবে। ফের চাঙ্গা হবে কেরলের পর্যটক শিল্প। তবে যেহেতু করোনার তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে, তাই সর্বত্রই বেশ কড়া ভাবে মেনে চলা হচ্ছে সরকারের ‘কোভিড গাইডলাইন’।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সেখানকার স্থানীয় এলাকাগুলিকে চারটি বোর্ড ক্যাটেগরিতে ভাগ করে দিয়েছেন। মূলত, কোন এলাকার কোভিড টেস্ট পজিটিভ হওয়ার হার কেমন তার উপর ভিত্তি করেই এই ভাগাভাগি হয়েছে। আর তার উপর ভিত্তি করেই নতুন গাইডলাইনও তৈরি করেছে কেরল সরকার। উল্লেখ্য, যেসব এলাকায় কোভিড টেস্টের গড় পজিটিভিটি রেট ৫ শতাংশের কম সেটি ক্যাটেফরি এ এবং যেখানে এই হার ১০ শতাংশের কম সেটি ক্যাটেগরি বি- এর আওতাধীন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বর্তমানে করোনার সংক্রমণ রোখার জন্য যে যে নিয়ম মেনে চলতে বলেছে, সেই একই পরামর্শ দেওয়া হয়েছে কেরলের পর্যটন মন্ত্রকের তরফে। একে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল।

কী কী করতে হবে?

  • হোটেল, রেস্তোরাঁ এবং অন্যত্র যেসব কর্মীরা কাজ করছেন, তাঁদের অন্তত ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া আবশ্যিক।
  • পর্যটকদের অন্তত একটি ডোজের ভ্যাকসিনেশনের সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।
  • সফরের ৭২ ঘণ্টা আগে করা আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট রাখতে হবে পর্যটকদের।
  • ক্যাটেগরি এ এবং বি এলাকায় হোটেল, রেস্তোরাঁ খোলা থাকবে রাত ৯টা ৩০মিনিট পর্যন্ত। কেবলমাত্র হোম ডেলিভারি বা টেক অ্যাওয়ে পরিষেবার জন্য এই দুই এলাকায় খোলা থাকবে হোটেল, রেস্তোরাঁ।
  • যাঁরা এক সপ্তাহের বেশি কেরলে থাকতে চান, তাঁদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সে রাজ্যের সরকার।

অতএব কেরল বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে ভাল করে বিধিনিষেধ জেনে নিন এবং অতি অবশ্যই সেগুলো মেনে চলুন। কিছু ক্ষেত্রে আগে থেকেই নিজেকে প্রস্তুত রাখুন।

আরও পড়ুন- করোনার তৃতীয় তরঙ্গ আসন্ন, তার মধ্যেই মানালির এই ছবি দেখলে চমকে উঠবেন !