সাইকেল চড়ে পাহাড়ে সফর! যেতে পারেন রহস্য-রোমাঞ্চে ভরপুর এই পাঁচ ডেস্টিনেশনে
Biking Destinations: বাইক নয়, সাইকেলে করে ঘুরে আসুন এই পাঁচ জায়গায়। এমন অ্যাডভেঞ্চার হাতছাড়া করবেন না।
বাইক চালানোর নেশা যাঁদের রয়েছে, একসঙ্গে পাহাড়ও যদি তাঁদের পছন্দের তালিকায় থাকে— তাহলে নিশ্চিত এতদিনে বাইক নিয়ে পাহাড়ি রাস্তায় একটা ট্রিপ সেরেই ফেলেছেন। তবে আজকাল ট্রেন্ড সামান্য বদলেছে। এখন বাইকের বদলে বাইসাইকেল নিয়েই পাহাড়ে যেতে বেশি উৎসাহী তরুণ প্রজন্ম। আর ভারতেরই আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এমনই সব ডেস্টিনেশন। অনায়াসেই বাইসাইকেলকে সঙ্গী করে পাড়ি দেওয়া সম্ভব ওই সব গন্তব্যে? যাবেন নাকি রহস্য-রোমাঞ্চে ভরপুর এমন সাইকেল সফরে? তাহলে আপনাদের জন্য রইল কয়েকটি ডেস্টিনেশনের হদিশ।
স্পিতি- হিমাচলপ্রদেশের স্পিতি ভ্যালি সবসময়েই পর্যটক বিশেষ করে বাইকিং কিংবা হাইকিং বা ট্রেকিং যাঁরা করেন, তাঁদের কাছে অন্যতম আকর্ষণ। তাই স্পিতি উপত্যকায় সাইকেল নিয়ে একটা সফর করতেই পারেন। পাহাড়ি ঢাল বেয়ে পৌঁছে যেতে পারেন নাম না জানা অপূর্ব সুন্দর সব এলাকায়। তাহলে পরবর্তী ট্রিপের পরিকল্পনা হোক স্পিতি ভ্যালিতেই। করোনা পরিস্থিতি ঠিক হলে এবার শুধু দলবল নিয়ে বেরিয়ে পড়ার পালা।
নন্দী হিলস- কর্নাটকের এই নন্দী হিলস সাইক্লিং ট্রেলের জন্য জগৎবিখ্যাত। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন পর্যটকরা। সাইকেল নিয়ে চলে সফর। বেঙ্গালুরুর কাছে অবস্থিত এই হিল স্টেশন তরুণ প্রজন্মের কাছেও যথেষ্ট জনপ্রিয়। সারা সপ্তাহ কাজের চাপের পর একটু হাল্কা হওয়ার জন্য বেঙ্গালুরুরবাসীরা বন্ধুবান্ধবের সঙ্গে সাইকেল নিয়ে ঘুরে আসতেই পারেন নন্দী হিলস থেকে।
মানালি-লেহ রুট- পাহাড় ভালবাসেন আর মানালি থেকে লেহ- এর রাস্তা আপনাকে আকর্ষিত করে না, এমনটা বাস্তবে বোধহয় অসম্ভব। আর পাঁচজনের কাছে যে এলাকা রুক্ষ, শুষ্ক আপনার কাছে সেটাই প্রকৃতির অপার সৌন্দর্য্য। তাই সাতপাঁচ না ভেবে সাইকেল সফরে বেরিয়ে পড়ুন। হিমালয়ের কোল ঘেঁষে বিভিন্ন জায়গা দিয়ে যেতে পারবে এই মানালি-লেহ রুটে। আর পৌঁছে যাবেন খারদুংলা পাসে।
লেহ-জাস্কার রুট- সাইকেল নিয়ে পাহাড়ে সফর করবেন যাঁরা ভাবেন, এই রুট তাঁদের কাছে ‘ড্রিম ডেস্টিনেশন’। তবে এই স্বপ্নকে ছুঁয়ে দেখা কিন্তু খুব কঠিন। ১৪ দিনের সফরে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তবে যে অভিজ্ঞতা সঞ্চয় করবেন তা জন্ম জন্মান্তরেও ভুলবেন না। ভারতের অন্যতম কঠিন ‘মাউন্টেন বাইকিং’ রুট ৪৫০০ মিটার উচ্চতার এই লেহ-জাস্কার। পদে পদে বিপদের হাতছানির সঙ্গেই রয়েছে রহস্য, রোমাঞ্চ আর দারুণ সব অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ।
কাংড়া- স্পিতির মতো কাংড়া ভ্যালি হিমাচলপ্রদেশের আরও একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সাধারণ পর্যটকদের পাশাপাশি বাইকারদেরও নজর রয়েছে এই এলাকায়। ২৬০ কিলোমিটারের circuit run- এর মাধ্যমে তাই অপরূপ কাংড়া ভ্যালি দেখার সুযোগ হাতছাড়া করবেন না।