World Tourism Day 2023: বিশ্বজুড়ে পালিত হচ্ছে পর্যটন দিবস, এবার ভ্রমণ হোক পরিবেশ-বান্ধব

Eco-friendly Travel: যে কোনও দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে পর্যটন। যে স্থানে যত বেশি মানুষ বেড়াতে যাবেন, পর্যটকদের সুবিধার জন্য উন্নত মানের পরিকাঠামোও তৈরি হবে। আর এভাবেই সেই জায়গার পর্যটন শিল্পও ধীরে-ধীরে উন্নত হয়।

World Tourism Day 2023: বিশ্বজুড়ে পালিত হচ্ছে পর্যটন দিবস, এবার ভ্রমণ হোক পরিবেশ-বান্ধব
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 11:51 AM

যে কোনও দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে পর্যটন। তার সঙ্গে সাংস্কৃতিক আদান-প্রদান ও স্থায়ী উন্নয়নও পর্যটনের তাৎপর্য তুলে ধরে। আর আজ, ২৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এই দিনটি বিশ্বব্যাপী মানুষের মধ্যে ভ্রমণের উৎসাহ বাড়াতে, পর্যটকদের আকর্ষণ করতে এবং পর্যটনকে উন্নত করার জন্য সচেতনতা বাড়াতে পালিত হয়। ভ্রমণ শুধু যে মানুষ নতুন জায়গা, সেখানকার সংস্কৃতি, খাবার ইত্যাদি অন্বেষণ করার সুযোগ দেয়, তা নয়। পাশাপাশি শান্তির প্রচার করে এবং সেই জায়গার অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। কারণ কোনও বেড়াতে গেলে আপনাকে হোটেল, খাওয়া-দাওয়া, পর্যটন স্থানের টিকিট ইত্যাদির উপর টাকা খরচ করতে হয়। এতে রাজস্ব‌ বৃদ্ধি পায়। যে স্থানে যত বেশি মানুষ বেড়াতে যাবেন, পর্যটকদের সুবিধার জন্য উন্নত মানের পরিকাঠামোও তৈরি হবে। আর এভাবেই সেই জায়গার পর্যটন শিল্পও ধীরে-ধীরে উন্নত হয়।

বিশ্ব পর্যটন দিবস ২০২৩-এর থিম

বিশ্ব পর্যটন দিবস ২০২৩-এর থিম হল ‘পর্যটন ও সবুজ বিনিয়োগ’। এই থিমটি পর্যটনকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করার উপর জোর দিচ্ছে। পর্যটন ও সবুজ বিনিয়োগের উপর জোর দিলে, ভ্রমণ আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তুলবে এবং পরিবেশও সুন্দর থাকবে। এমনকী আগামী প্রজন্মের জন্যও এই পৃথিবী সুন্দর হয়ে উঠবে। গত বছর বিশ্ব পর্যটন দিবস ২০২২-এর থিম ছিল ‘রিথিংকিং’। করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে পর্যটক শিল্পে যে ব্যাপক ক্ষতি হয়েছে, গত বছর বিশ্ব পর্যটন দিবসে তার উপর মনোযোগ দেওয়া হয়েছিল। এ বছর ভ্রমণকে কী করে আরও পরিবেশবান্ধব ও টেকসই করে তোলা যায়, তার উপর জোর দেওয়া হচ্ছে। এবছর বিশ্ব পর্যটন দিবসের আয়োজন করেছে সৌদি আরব।

বিশ্ব পর্যটন দিবসের ইতিহাস:

১৯৮০ সাল থেকে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা (UNWTO) ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের সূচনা করে। ১৯৭০ সালে এই দিনেই জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থার স্বীকৃতি পায়। তাই ১৯৮০ সাল থেকে এই দিন থেকেই পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবসের মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী পর্যটনকে আরও উন্নত করে তোলে এবং বিভিন্ন সংস্কৃতির মানুষদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতাকে তুলে ধরা। তাছাড়া পর্যটনের মাধ্যমে অনেক দেশের আর্থিক উন্নতিও হয়েছে। ভারতে জাতীয় পর্যটন দিবস পালিত হয় ২৫ জানুয়ারি।