তাজমহলের সামনে নিজের নাম লেখা শাড়িতে ভাইরাল অভিনেত্রী মৌনি।

অভিনেত্রী মৌনি রায় আইভরি রঙের এক অরগ্যাঞ্জা শাড়ি পরেন, যাতে তার নাম লেখা।

তাজমহলের সামনে নিজের নাম লেখা শাড়িতে ভাইরাল অভিনেত্রী মৌনি।
Follow Us:
| Updated on: Mar 26, 2021 | 7:54 PM

তাজমহল ঘুরতে গিয়ে তাজমহলের সামনে দাঁড়িয়ে ছবি তোলার প্রবণতা ভারতীয়দের মধ্যে অল্পবিস্তর রয়েছেই। তাজমহলের সামনে দাঁড়িয়ে ছবি তোলেননি এইরকম বলিউড সেলেব্রিটি খুব কম রয়েছে।

সম্প্রতি আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়িতে দেখা গিয়েছে হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ মৌনি রায়কে। মৌনির এই ফ্যাশন স্টেটমেন্টে অপূর্ব লাগছে দেখতে। তাজমহলের অপরূপ সৌন্দর্য্য এবং অপূর্ব স্থাপত্য ছাড়া এই শাড়ি এত সুন্দর দেখাতো না কখনই।

আরও পড়্ন: প্রাকৃতিক সুন্দর্যে ভরা ভারতের এই পাহাড়ি ঝরনাগুলো পর্যটকদের আকর্ষণ করে

অভিনেত্রী আইভরি রঙের এক অরগ্যাঞ্জা শাড়ি পরেন, যাতে তার নাম লেখা। কী অদ্ভূত ব্যাপার, ফ্যাশনেও নাম খোদাই করে শিলমোহর বসানো। সঙ্গে ফ্যাশনেবল সিফন ব্লাউজে অপূর্ব দেখাচ্ছে নায়িকাকে। ২৪,৫০০টাকার এই শাড়ি হতেই পারে আপনার গরমকালের ফ্যাশন। সেই ছবি মৌনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।