কোন ব্যাঙ্কে টাকা জমা রাখলে পাবেন বেশি সুদ?
কিন্তু বেশির ভাগ সেভিংস অ্যাকাউন্টেই সুদের (Interest) পরিমান কম। তাই টাকা জমা রাখলেও তেমন লাভ আসে না। তাহলে টাকা রাখবেন কোথায়?
TV9 বাংলা ডিজিটাল: বেশির ভাগ বেতনভুক কর্মচারীরই এরকের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। একটি অ্যাকাউন্টে বেতন জমা হয়। বাকিগুলি ব্য়বহৃত হয় ক্রেডিট কার্ড, ঋণ এই সব বিষয়ে। কিন্তু সেই অ্যাকাউন্টগুলি থেকেও জমা হয় সুদ। কিন্তু বেশির ভাগ সেভিংস অ্যাকাউন্টেই সুদের (Interest) পরিমান কম। তাই টাকা জমা রাখলেও তেমন লাভ আসে না। তাহলে টাকা রাখবেন কোথায়?
পাবলিক সেক্টর ব্যাঙ্ক থেকে কম টাকা এলেও বেশ কয়েকটি ব্যাঙ্ক আছে যারা ভাল সুদ (Interest) দেয়। সেই অ্যাকাউন্টে টাকা রাখলে টাকা বাড়ার সম্ভাবনাও বেশি। ব্যাঙ্কবাজারের তথ্য অনুযায়ী স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও ব্যাঙ্ক অব বরোদা ২.৭ শতাংশ থেকে ২.৭৫ শতাংশ সুদ দেয়। কিন্তু সেখানেই ভাল টাকা ফেরত দিচ্ছে বেশ কয়েকটি পাবলিক সেক্টর ব্যাঙ্ক। আইডিবাই ব্যাঙ্ক প্রতি বছরে প্রায় ৩ থেকে ৩.৫ শতাংশ সুদ দেয়। কানাড়া ব্যাঙ্ক দেয় ২.৯ থেকে ৩.২ শতাংশ সুদ। পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক দেয় ৩.১ শতাংশ ঋণ। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক দেয় ৩.০৫ শতাংশ সুদ। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া দেয় ২.৭৫ থেকে ৩ শতাংশ ঋণ।
অর্থাৎ এই পাবলিক সেক্টর ব্যাঙ্কের সুদের পরিমাণ প্রায় প্রাইভেট ব্যাঙ্কগুলির সমান। কারণ এইচডিএফসি ও আইসিআইসিআই ব্যাঙ্কও দেয় ৩ থেকে ৩.৫ শতাংশ সুদ। তবে পাবলিক সেক্টর ব্যাঙ্কের থেকে আরও বেশি সুদ দেয় স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি। কয়েকটি স্মল ফিন্যান্স ব্যাঙ্কে সুদের পরিমাণ প্রায় ৭ শতাংশ।
আরও পড়ুন: ফর্ম ১৬ ছাড়া কীভাবে জমা দেবেন আয়কর?
এক নজরে দেখে নেওয়া যাক, এই ব্যাঙ্কগুলির কোথায় ন্যূনতম কত টাকা রাখা বাধ্যতামূলক?
২৫ নভেম্বর ব্যাঙ্কের ওয়েবসাইটগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে ন্যূনতম টাকা হতে পারে ০ থেকে ২৫০। আইডিবিআইর ক্ষেত্রে ৫০০ থেকে ৫ হাজার। কানাড়া ব্যাঙ্কের ক্ষেত্রে ৫০০ থেকে ১ হাজার। পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের ক্ষেত্রে ৫০০ থেকে ১ হাজার। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের ক্ষেত্রে ৫০০ থেকে ১ হাজার। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ক্ষেত্রে ৫০০ থেকে ২ হাজার টাকা ন্যূনতম জমা রাখতে হয় ব্যাঙ্কে।