অ্যানফিল্ডে আক্রান্ত রিয়াল মাদ্রিদ, ভাঙল বাসের কাচ
ফুটবল মাঠে কদর্য ঘটনা। আবার ইংল্যান্ডের ফুটবল গুন্ডারা খবরের শিরোনামে। চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচ খেলতে অ্যানফিল্ডে আসছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid) দল। মাঠে ঢোকার মুখে জিদানদের টিম বাসে ইট-পাথর নিয়ে আক্রমণ লিভারপুল (Liverpool) সমর্থকদের একাংশের। কাচ ভাঙল বাসের। অক্ষত ছিলেন ফুটবলাররা। এই ঘটনার পর মাঠে নামে জিদানের দল। ম্যাচ ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ।
Most Read Stories