সারা-সানা… ভারতের তারকা ক্রিকেটারদের স্টারকিডরা…

ভারতের প্রাক্তন ক্রিকেটাররা তো তারকা বটেনই তাঁদের ছেলেমেয়েরাও কোনও অংশে কম যান না। ভারতীয় ক্রিকেটারদের জীবন সবসময় আকর্ষণীয়। আমরা কেবল তাঁদের কেরিয়ার জুড়ে থাকা সাফল্য, সর্বাধিক স্কোর এবং জীবনধারা সম্পর্কেই আগ্রহী নই বরং তাদের ব্যক্তিগত জীবন, পরিবার এবং সন্তানদের সম্পর্কেও আগ্রহী।

| Edited By: | Updated on: Jul 12, 2022 | 10:00 AM
ভারতের প্রাক্তন ক্রিকেটাররা তো তারকা বটেনই তাঁদের ছেলেমেয়েরাও কোনও অংশে কম যান না। ভারতীয় ক্রিকেটারদের জীবন সবসময় আকর্ষণীয়। আমরা কেবল তাঁদের কেরিয়ার জুড়ে থাকা সাফল্য, সর্বাধিক স্কোর এবং জীবনধারা সম্পর্কেই আগ্রহী নই বরং তাদের ব্যক্তিগত জীবন, পরিবার এবং সন্তানদের সম্পর্কেও আগ্রহী।

ভারতের প্রাক্তন ক্রিকেটাররা তো তারকা বটেনই তাঁদের ছেলেমেয়েরাও কোনও অংশে কম যান না। ভারতীয় ক্রিকেটারদের জীবন সবসময় আকর্ষণীয়। আমরা কেবল তাঁদের কেরিয়ার জুড়ে থাকা সাফল্য, সর্বাধিক স্কোর এবং জীবনধারা সম্পর্কেই আগ্রহী নই বরং তাদের ব্যক্তিগত জীবন, পরিবার এবং সন্তানদের সম্পর্কেও আগ্রহী।

1 / 6
সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর - ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মেয়ের নাম সারা তেন্ডুলকর। মুম্বইয়ের ধীরুভাই ইন্টারন্যশনাল স্কুলে পড়াশুনা করার পর লন্ডনে গিয়ে পড়াশুনা করেছেন সারা। গ্ল্যামারের দিক থেকে সারা হার মানাবে বলিউডের তাবড় অভিনেত্রীদের। মডেলিং দুনিয়ায় পা রেখেছেন সারা। বলিউড সিনেমায় শীঘ্রই তাঁর ডেবিউ হওয়ার খবর শোনা যাচ্ছে।

সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর - ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মেয়ের নাম সারা তেন্ডুলকর। মুম্বইয়ের ধীরুভাই ইন্টারন্যশনাল স্কুলে পড়াশুনা করার পর লন্ডনে গিয়ে পড়াশুনা করেছেন সারা। গ্ল্যামারের দিক থেকে সারা হার মানাবে বলিউডের তাবড় অভিনেত্রীদের। মডেলিং দুনিয়ায় পা রেখেছেন সারা। বলিউড সিনেমায় শীঘ্রই তাঁর ডেবিউ হওয়ার খবর শোনা যাচ্ছে।

2 / 6
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায় - ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক মাত্র মেয়ের নাম সানা গঙ্গোপাধ্যায়। ১৮ বছরের সানা বর্তমানে ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশুনা করছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায় - ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক মাত্র মেয়ের নাম সানা গঙ্গোপাধ্যায়। ১৮ বছরের সানা বর্তমানে ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশুনা করছেন।

3 / 6
সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর - ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছেলের নাম অর্জুন তেন্ডুলকর। বাবার পথে হেঁটে ২২ বছরের অর্জুনও বেছে নিয়েছে ক্রিকেটকে। ২০১৮ সালে তাঁর অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয়েছিল। তিনি আইপিএলের পাঁচ বারের চ্যাম্পিয়ন হওয়া দল মুম্বই ইন্ডিয়ান্সের সদস্যও।

সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর - ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছেলের নাম অর্জুন তেন্ডুলকর। বাবার পথে হেঁটে ২২ বছরের অর্জুনও বেছে নিয়েছে ক্রিকেটকে। ২০১৮ সালে তাঁর অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয়েছিল। তিনি আইপিএলের পাঁচ বারের চ্যাম্পিয়ন হওয়া দল মুম্বই ইন্ডিয়ান্সের সদস্যও।

4 / 6
কপিল দেবের মেয়ে আমিয়া দেব - ভারতের ৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেবের মেয়ে হলেন আমিয়া দেব। ২৬ বছরের আমিয়ার সিনেমার প্রতি টান রয়েছে। সেই সূত্র থেকেই তাঁর বাবার বায়োপিক '৮৩'-তে আমিয়া সহকারী পরিচালকের ভূমিকায় কাজ করেছেন।

কপিল দেবের মেয়ে আমিয়া দেব - ভারতের ৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেবের মেয়ে হলেন আমিয়া দেব। ২৬ বছরের আমিয়ার সিনেমার প্রতি টান রয়েছে। সেই সূত্র থেকেই তাঁর বাবার বায়োপিক '৮৩'-তে আমিয়া সহকারী পরিচালকের ভূমিকায় কাজ করেছেন।

5 / 6
বিষেণ সিং বেদীর ছেলে অঙ্গদ সিং বেদী - ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদীর ছেলে হলেন অঙ্গদ বেদী। তিনি মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। এরপর বলিউডে তাঁর সফর শুরু হয়। এরপর বলিউড অভিনেত্রা নেহা ধুপিয়ার সঙ্গে ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন অঙ্গদ।

বিষেণ সিং বেদীর ছেলে অঙ্গদ সিং বেদী - ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদীর ছেলে হলেন অঙ্গদ বেদী। তিনি মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। এরপর বলিউডে তাঁর সফর শুরু হয়। এরপর বলিউড অভিনেত্রা নেহা ধুপিয়ার সঙ্গে ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন অঙ্গদ।

6 / 6
Follow Us: