Rakhi Sawant Birthday: শৈশব জুড়ে দুঃসহ সংগ্রাম, অম্বানীর বিয়েতে ওয়েটারেরও কাজ করেছেন রাখী

শৈশব জুড়ে দুঃসহ সংগ্রামের সঙ্গে যুদ্ধ করা রাখির জীবনও খানিক সিনেমার চিত্রনাট্যর মতো...কীরকম জেনে নাওয়া যাক...

1/6
রাখী সাওয়ান্ত। কখনও তিনি আইটেম গার্ল, আবার কখনও পেয়েছেন ড্রামা কুইন তকমা। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন অনেকগুলো দিন। বৃহস্পতিবার ৪৩ বছর পূর্ণ করলেন রাখি। শৈশব জুড়ে দুঃসহ সংগ্রামের সঙ্গে যুদ্ধ করা রাখির জীবনও খানিক সিনেমার চিত্রনাট্যর মতো...কীরকম জেনে নাওয়া যাক...
রাখী সাওয়ান্ত। কখনও তিনি আইটেম গার্ল, আবার কখনও পেয়েছেন ড্রামা কুইন তকমা। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন অনেকগুলো দিন। বৃহস্পতিবার ৪৩ বছর পূর্ণ করলেন রাখি। শৈশব জুড়ে দুঃসহ সংগ্রামের সঙ্গে যুদ্ধ করা রাখির জীবনও খানিক সিনেমার চিত্রনাট্যর মতো...কীরকম জেনে নাওয়া যাক...
2/6
রাখীর আসল নাম নীরু সাওয়ান্ত। বাবা ছিলেন ওরলি পুলিশ স্টেশনের কনস্টেবল। মা কাজ করতেন হাসপাতালে নিরাপত্তারক্ষা কর্মী হিসেবে। মুম্বইয়ের চাল অঞ্চলে জন্ম নেওয়া রাখী ছোট থেকেই নাচতে খুব ভালবাসতেন।
রাখীর আসল নাম নীরু সাওয়ান্ত। বাবা ছিলেন ওরলি পুলিশ স্টেশনের কনস্টেবল। মা কাজ করতেন হাসপাতালে নিরাপত্তারক্ষা কর্মী হিসেবে। মুম্বইয়ের চাল অঞ্চলে জন্ম নেওয়া রাখী ছোট থেকেই নাচতে খুব ভালবাসতেন।
3/6
বাড়ির মেয়ে বাইরে নাচ করবে, একেবারেই মেনে নিতে পারেননি রাখীর বাবা। মারও খেতে হয়েছে তাঁকে। যদিও মা ছিলেন রাখীর সবকাজের প্রধান উৎসাহ দাতা।
বাড়ির মেয়ে বাইরে নাচ করবে, একেবারেই মেনে নিতে পারেননি রাখীর বাবা। মারও খেতে হয়েছে তাঁকে। যদিও মা ছিলেন রাখীর সবকাজের প্রধান উৎসাহ দাতা।
4/6
পরিবারের অভাব এতটাই ছিল যে রাখী নিজেই একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন টিনা মুমীন ও অনীল অম্বানীর বিয়েতে মাত্র ৫০টাকার বিনিনয়ে ওয়েটারের কাজও করেছেন তিনি।
পরিবারের অভাব এতটাই ছিল যে রাখী নিজেই একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন টিনা মুমীন ও অনীল অম্বানীর বিয়েতে মাত্র ৫০টাকার বিনিনয়ে ওয়েটারের কাজও করেছেন তিনি।
5/6
বলিউডেও তাঁর ব্রেক পাওয়া খুব একটা সহজ ছিল না। একের পর এক অফার হাতছাড়া হয়েছে। তবুও রাখী দমে যাননি। ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি বানিয়েছেন একটু একটু করে। বিতর্কিত কমেন্ট করে শিরোনামও দখল করেছেন মাঝে মধ্যেই।
বলিউডেও তাঁর ব্রেক পাওয়া খুব একটা সহজ ছিল না। একের পর এক অফার হাতছাড়া হয়েছে। তবুও রাখী দমে যাননি। ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি বানিয়েছেন একটু একটু করে। বিতর্কিত কমেন্ট করে শিরোনামও দখল করেছেন মাঝে মধ্যেই।
রাখি সাওয়ান্ত
6/6
তিনি নিজেই বলেন তাঁর অপর নাম এন্টারটেনমেন্ট। মানুষকে বিনোদন দেওয়ার জন্যই জন্ম তাঁর। এ কথা মানের তাঁর ভক্তরাও। সোজা-সরল স্বভাবের জন্য তাঁর ফ্যানবেসও বেশ ভাল। মুম্বইয়ের অখ্যাত গলি থেকে উঠে আসা নীরু সাওয়ান্ত আজ সবার প্রিয় এন্টারটেনমেন্ট কুইন রাখী সাওয়ান্ত।
তিনি নিজেই বলেন তাঁর অপর নাম এন্টারটেনমেন্ট। মানুষকে বিনোদন দেওয়ার জন্যই জন্ম তাঁর। এ কথা মানের তাঁর ভক্তরাও। সোজা-সরল স্বভাবের জন্য তাঁর ফ্যানবেসও বেশ ভাল। মুম্বইয়ের অখ্যাত গলি থেকে উঠে আসা নীরু সাওয়ান্ত আজ সবার প্রিয় এন্টারটেনমেন্ট কুইন রাখী সাওয়ান্ত।

Click on your DTH Provider to Add TV9 Bangla