Bollywood Gossip: ‘গুরু’র সেট থেকে হিরোইন চুরি? অভিষেকের নামে ‘অভিযোগ’, কী উত্তর দিলেন জুনিয়র বচ্চন

Relationship: একবার গুজব ছড়িয়েছিল অন্দরমহলে, অভিষেক বচ্চন নাকি প্রপ চুরি করে গুরুর সেট থেকে।

Aug 08, 2022 | 7:11 PM
TV9 Bangla Digital

| Edited By: Jayita Chandra

Aug 08, 2022 | 7:11 PM

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল কেস তো বনতা হ্যায়-র প্রোমো। যেখানে রীতেশের অতিথি হয়ে আসতে দেখা যায় অভিষেক বচ্চনকে।  সেখানেই অতীত টেনে ভাইরাল জুনিয়র বচ্চন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল কেস তো বনতা হ্যায়-র প্রোমো। যেখানে রীতেশের অতিথি হয়ে আসতে দেখা যায় অভিষেক বচ্চনকে। সেখানেই অতীত টেনে ভাইরাল জুনিয়র বচ্চন।

1 / 5
গুরু ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চন। এই জুটির তখনও বিয়ে হয়নি। গুরুর সেটে প্রেমপর্ব তুঙ্গে। মাঝে মধ্যেই সেটে তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।

গুরু ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চন। এই জুটির তখনও বিয়ে হয়নি। গুরুর সেটে প্রেমপর্ব তুঙ্গে। মাঝে মধ্যেই সেটে তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।

2 / 5
একবার গুজব ছড়িয়েছিল অন্দরমহলে, অভিষেক বচ্চন নাকি প্রপ চুরি করে গুরুর সেট থেকে। যার উত্তরে অভিষেক বচ্চন জানিয়ে দেন, তিনি সেট থেকে হিরোইন চুরি করতেন।

একবার গুজব ছড়িয়েছিল অন্দরমহলে, অভিষেক বচ্চন নাকি প্রপ চুরি করে গুরুর সেট থেকে। যার উত্তরে অভিষেক বচ্চন জানিয়ে দেন, তিনি সেট থেকে হিরোইন চুরি করতেন।

3 / 5
তারপর থেকেই তাঁদের সম্পর্কের জল্পনা প্রকাশ্যে আসে। বিদেশে গিয়ে ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন অভিষেক বচ্চন। যাতে সম্মতি জানিয়েছিলেন ঐশ্বর্য। তারপরই বাজে বিয়ের সানাই।

তারপর থেকেই তাঁদের সম্পর্কের জল্পনা প্রকাশ্যে আসে। বিদেশে গিয়ে ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন অভিষেক বচ্চন। যাতে সম্মতি জানিয়েছিলেন ঐশ্বর্য। তারপরই বাজে বিয়ের সানাই।

4 / 5
বলিউডের অন্যতম এই জুটির সম্পর্ক ঘিরে একাধিক জল্পনা বর্তমান। কখনও উঠে আসে সম্পর্কের ভাঙনের খবর। কখনও আবার সামনে উঠে আসতে দেখা যায় রোম্যান্সের রসায়ন।

বলিউডের অন্যতম এই জুটির সম্পর্ক ঘিরে একাধিক জল্পনা বর্তমান। কখনও উঠে আসে সম্পর্কের ভাঙনের খবর। কখনও আবার সামনে উঠে আসতে দেখা যায় রোম্যান্সের রসায়ন।

5 / 5

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla