Garuda Purana: শীতে প্রতিদিন স্নান করতে অনীহা! গরুড় পুরাণ মতে পাপীদের এই শাস্তি থেকে কেউ আটকাতে পারবে না

Do Not Bathe Daily: নিয়মিত স্নান করা প্রত্যেকের রুটিনের অন্তর্ভুক্ত। কিন্তু কিছু মানুষ রোজ গোসল করেন না। এমন পরিস্থিতিতে গুরুপুরাণ অনুসারে যারা প্রতিদিন স্নান করেন না তাদের কী শাস্তি দেওয়া হয় জানেন?

| Edited By: | Updated on: Dec 22, 2022 | 1:51 PM
সুন্দর, পরিপাটি ও পরিচ্ছন্ন থাকলে দেখতে যেমন সুন্দর দেখায় তেমনি জীবনে নানাক্ষেত্রেই সফলতা পাওয়া যায়। স্নান সেরে প্রতিদিন পুজোপাঠ করলে মন থাকে পরিষ্কার ও শান্ত। শুধু আধ্যাত্মিকের জন্য স্নানের প্রয়োজন রয়েছে তাই নয়, শরীরকে সুস্থ ও পরিষ্কার রাখতেও স্নান করা আবশ্যিক।

সুন্দর, পরিপাটি ও পরিচ্ছন্ন থাকলে দেখতে যেমন সুন্দর দেখায় তেমনি জীবনে নানাক্ষেত্রেই সফলতা পাওয়া যায়। স্নান সেরে প্রতিদিন পুজোপাঠ করলে মন থাকে পরিষ্কার ও শান্ত। শুধু আধ্যাত্মিকের জন্য স্নানের প্রয়োজন রয়েছে তাই নয়, শরীরকে সুস্থ ও পরিষ্কার রাখতেও স্নান করা আবশ্যিক।

1 / 9
শারীরিক ও মানসিক পবিত্রতার জন্য প্রতিদিন স্নান ও উপাসনা করা জরুরি বলে মনে করা হয়। তবে শীতের ভয়ে অনেকেই স্নান করতে চান না। বাথরুমে ঢুকে গায়ে জল লাগার ভয়ে অনেকেই হাত-পা ধুতেও অনীহা প্রকাশ করেন।

শারীরিক ও মানসিক পবিত্রতার জন্য প্রতিদিন স্নান ও উপাসনা করা জরুরি বলে মনে করা হয়। তবে শীতের ভয়ে অনেকেই স্নান করতে চান না। বাথরুমে ঢুকে গায়ে জল লাগার ভয়ে অনেকেই হাত-পা ধুতেও অনীহা প্রকাশ করেন।

2 / 9
যদিও অধিকাংশ মানুষই প্রতিদিন স্নান করেন, কিন্তু বহু মানুষ রয়েছেন যারা বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় স্নান একেবারেই করতে চান না। গরুড় পুরাণ মতে, এমন মানুষদের সম্পর্কে কিছু গোপন কথা বলা হয়েছে। গরুড় পুরাণ অনুসারে যারা প্রতিদিন স্নান করেন না তাঁদের শাস্তি দেওয়া হয়। প্রতিদিন যাঁরা স্নান করেন না তাঁদেরকে পাপী বলা হয়। এর প্রকৃত অর্থ কী, তা জেনে নিন...

যদিও অধিকাংশ মানুষই প্রতিদিন স্নান করেন, কিন্তু বহু মানুষ রয়েছেন যারা বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় স্নান একেবারেই করতে চান না। গরুড় পুরাণ মতে, এমন মানুষদের সম্পর্কে কিছু গোপন কথা বলা হয়েছে। গরুড় পুরাণ অনুসারে যারা প্রতিদিন স্নান করেন না তাঁদের শাস্তি দেওয়া হয়। প্রতিদিন যাঁরা স্নান করেন না তাঁদেরকে পাপী বলা হয়। এর প্রকৃত অর্থ কী, তা জেনে নিন...

3 / 9
গরুড় পুরাণে, ভগবান পাখিদের রাজা গরুড়কে স্নানের উপকারিতা ব্যাখ্যা করেছেন। সেখানে বলা হয়েছে, যাঁরা প্রতিদিন স্নান করেন তাঁরা দিব্যজ্ঞান লাভ করেন। এ ছাড়া যে ব্যক্তি ব্রহ্ম মুহুর্তে জেগে ধর্ম ও অর্থ নিয়ে চিন্তা করেন, তিনিও পার্থিব ফল লাভ করেন। পুরাণে বলা হয়েছে যে স্নানের জন্য সর্বদা পরিষ্কার জল ব্যবহার করুন। আর সেই জলই স্নানের জন্য ব্যবহার করুন। প্রতিদিন পরিষ্কার জলে স্নান করলে পাপ ধুয়ে যায়।

গরুড় পুরাণে, ভগবান পাখিদের রাজা গরুড়কে স্নানের উপকারিতা ব্যাখ্যা করেছেন। সেখানে বলা হয়েছে, যাঁরা প্রতিদিন স্নান করেন তাঁরা দিব্যজ্ঞান লাভ করেন। এ ছাড়া যে ব্যক্তি ব্রহ্ম মুহুর্তে জেগে ধর্ম ও অর্থ নিয়ে চিন্তা করেন, তিনিও পার্থিব ফল লাভ করেন। পুরাণে বলা হয়েছে যে স্নানের জন্য সর্বদা পরিষ্কার জল ব্যবহার করুন। আর সেই জলই স্নানের জন্য ব্যবহার করুন। প্রতিদিন পরিষ্কার জলে স্নান করলে পাপ ধুয়ে যায়।

4 / 9
গরুড় পুরাণ মতে, রাতে ঘুমানোর সময় অনেকেরই মুখ থেকে লালা পড়ে যায়। যার কারণে সেই ব্যক্তি অপবিত্র হয়ে যায়। তাই খুব ভোরে ঘুম থেকে উঠে নিয়মিত আচার-অনুষ্ঠান থেকে অবসর নিয়ে স্নান করে নিন। এরপর ধর্মীয় কাজ শুরু করুন।

গরুড় পুরাণ মতে, রাতে ঘুমানোর সময় অনেকেরই মুখ থেকে লালা পড়ে যায়। যার কারণে সেই ব্যক্তি অপবিত্র হয়ে যায়। তাই খুব ভোরে ঘুম থেকে উঠে নিয়মিত আচার-অনুষ্ঠান থেকে অবসর নিয়ে স্নান করে নিন। এরপর ধর্মীয় কাজ শুরু করুন।

5 / 9
স্নান না করে পুজোর মত পবিত্র ধর্মকর্ম করলে তার ফল পাওয়া যায় না। উল্টে পাপের সব কাজে শিকার হতে হয়। গরুড় পুরাণ অনুসারে এমন ব্যক্তিকে পাপী বলে গণ্য করা হয়। এই ধরনের মানুষ সারা জীবন কষ্টে ভুগতে থাকেন।

স্নান না করে পুজোর মত পবিত্র ধর্মকর্ম করলে তার ফল পাওয়া যায় না। উল্টে পাপের সব কাজে শিকার হতে হয়। গরুড় পুরাণ অনুসারে এমন ব্যক্তিকে পাপী বলে গণ্য করা হয়। এই ধরনের মানুষ সারা জীবন কষ্টে ভুগতে থাকেন।

6 / 9
গরুড় পুরাণে এটাও বলা হয়েছে যে যারা প্রতিদিন সকালে স্নান করেন না, তাদের প্রতি নেতিবাচক শক্তি আকৃষ্ট হয়। গরুড় পুরাণে অলক্ষ্মীকে অশুভ শক্তি বলে বর্ণনা করা হয়েছে।

গরুড় পুরাণে এটাও বলা হয়েছে যে যারা প্রতিদিন সকালে স্নান করেন না, তাদের প্রতি নেতিবাচক শক্তি আকৃষ্ট হয়। গরুড় পুরাণে অলক্ষ্মীকে অশুভ শক্তি বলে বর্ণনা করা হয়েছে।

7 / 9
ধর্ম পুরাণে অলক্ষ্মীকে দেবী লক্ষ্মীর বোন বলে অভিহিত করা হয়েছে। কিন্তু অলক্ষ্মী লক্ষ্মীর সম্পূর্ণ বিপরীত। দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী এবং অলক্ষ্মীকে দারিদ্র্যের দেবী মনে করা হয়।

ধর্ম পুরাণে অলক্ষ্মীকে দেবী লক্ষ্মীর বোন বলে অভিহিত করা হয়েছে। কিন্তু অলক্ষ্মী লক্ষ্মীর সম্পূর্ণ বিপরীত। দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী এবং অলক্ষ্মীকে দারিদ্র্যের দেবী মনে করা হয়।

8 / 9
গরুড় পুরাণ অনুসারে, যাঁরা রোজ স্নান করেন না, তাঁদের বাড়িতে অলক্ষ্মীর বাস হয়। এমন বাড়িতে সর্বদা অর্থের অভাব থাকে। অন্যদিকে, কালকার্নি বাধা সৃষ্টির শক্তি হিসেবে পরিচিত। রোজ স্নান না করা ও অপবিত্র লোকদের কাজে বাধা সৃষ্টি করে।

গরুড় পুরাণ অনুসারে, যাঁরা রোজ স্নান করেন না, তাঁদের বাড়িতে অলক্ষ্মীর বাস হয়। এমন বাড়িতে সর্বদা অর্থের অভাব থাকে। অন্যদিকে, কালকার্নি বাধা সৃষ্টির শক্তি হিসেবে পরিচিত। রোজ স্নান না করা ও অপবিত্র লোকদের কাজে বাধা সৃষ্টি করে।

9 / 9
Follow Us: