Alia Bhatt Numerology: ডাক্তার নয়, আলিয়া নিজেই স্থির করেছিলেন প্রসবের দিন, কেন?

Alia Bhatt: সেলেবদের এই নিয়ে একাধিকবার বড় বড় সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। লাকি নম্বরেই জন্ম হল রালিয়া সন্তানের।

| Edited By: | Updated on: Nov 06, 2022 | 4:26 PM
রণবীর কাপুর- রণবীর ভক্তরা এতক্ষণে ভাবছিলেন, তালিকায় রণবীরের নাম কোথায়! তবে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি। পাঁচ নম্বর নামটি রয়েছে তাঁরই। সদ্য ব্রহ্মাস্ত্র ছবিতে অভিনয় করেন রণবীর।

রণবীর কাপুর- রণবীর ভক্তরা এতক্ষণে ভাবছিলেন, তালিকায় রণবীরের নাম কোথায়! তবে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি। পাঁচ নম্বর নামটি রয়েছে তাঁরই। সদ্য ব্রহ্মাস্ত্র ছবিতে অভিনয় করেন রণবীর।

1 / 5
রণবীর-আলিয়া- রণবীর কাপুর ও আলিয়া ভাটের বেডরুম সিক্রেট নিজেই ফাঁস করেছিলেন কাপুরসন। তাঁর কথায় আলিয়া এমনভাবে ঘুমোন যে একটা সময়ের পর বিছানার কোণে স্থান হয় রণবীর কাপুরের।

রণবীর-আলিয়া- রণবীর কাপুর ও আলিয়া ভাটের বেডরুম সিক্রেট নিজেই ফাঁস করেছিলেন কাপুরসন। তাঁর কথায় আলিয়া এমনভাবে ঘুমোন যে একটা সময়ের পর বিছানার কোণে স্থান হয় রণবীর কাপুরের।

2 / 5
একটি ফ্লোর রাখা হচ্ছে রিল্যাক্সেশনের জন্য। যেখানে তাঁরা একসঙ্গে সময় কাটাবেন, বানানো হবে সুইমিংপুল, সাজিয়ে তোলা হচ্ছে অন্য লুকে। এই প্ল্যানেই বাংলো এখন তৈরি।

একটি ফ্লোর রাখা হচ্ছে রিল্যাক্সেশনের জন্য। যেখানে তাঁরা একসঙ্গে সময় কাটাবেন, বানানো হবে সুইমিংপুল, সাজিয়ে তোলা হচ্ছে অন্য লুকে। এই প্ল্যানেই বাংলো এখন তৈরি।

3 / 5
অন্যদিকে রণবীর লিব্রান, ফলে তাঁর ক্ষেত্রেও সংখ্যা ৬ বেশ গুরুত্বপূর্ণ। সব দিক থেকে এটি এক দারুণ বিষয় ঘটল বলেই সঞ্জয় জুমানির মত। সন্তানের ভাগ্য সংখ্যা ৫, যা বুদ্ধির পরিচায় দেয়।

অন্যদিকে রণবীর লিব্রান, ফলে তাঁর ক্ষেত্রেও সংখ্যা ৬ বেশ গুরুত্বপূর্ণ। সব দিক থেকে এটি এক দারুণ বিষয় ঘটল বলেই সঞ্জয় জুমানির মত। সন্তানের ভাগ্য সংখ্যা ৫, যা বুদ্ধির পরিচায় দেয়।

4 / 5
বাড়ির অন্দরমহল নিয়ে প্রথম থেকেই দর্শকমনে কৌতুহলের পারদ ছিল তুঙ্গে। কোন ফ্লোরে কে থাকবে, কীভাবে সেজে উঠছে এই আটতলা বাংলো সেই খবর এবার সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল। সামনে এল সেই তথ্য।

বাড়ির অন্দরমহল নিয়ে প্রথম থেকেই দর্শকমনে কৌতুহলের পারদ ছিল তুঙ্গে। কোন ফ্লোরে কে থাকবে, কীভাবে সেজে উঠছে এই আটতলা বাংলো সেই খবর এবার সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল। সামনে এল সেই তথ্য।

5 / 5
Follow Us: