Celebration in Argentina: খুশিতে মন পাগলপারা, বুয়েনস আইরেসের আকাশে-বাতাসে শুধুই আনন্দ

ক্লান্তি ছাড়াই রাতভর চলেছে সেলিব্রেশন। বিশ্বকাপজয়ীদের শুধু দেশে ফেরার অপেক্ষা। মেসিদের বরণ করে নিতে প্রস্তুত গোটা আর্জেন্টিনা।

| Edited By: | Updated on: Dec 19, 2022 | 4:45 PM
বুকের ভেতর জমা ৩৬ বছরের অপেক্ষার অবসান। দিয়োগো মারাদোনার পর পারলেন লিওনেল মেসিও। আর্জেন্টাইনদের সাড়ে তিন দশকের বিশ্বকাপ জয়ের অপেক্ষা শেষ হয়েছে রবিবার। খুশির জোয়ারে ভেসেছে বুয়েনস আইরেস, রোসারিও। (ছবি:টুইটার)

বুকের ভেতর জমা ৩৬ বছরের অপেক্ষার অবসান। দিয়োগো মারাদোনার পর পারলেন লিওনেল মেসিও। আর্জেন্টাইনদের সাড়ে তিন দশকের বিশ্বকাপ জয়ের অপেক্ষা শেষ হয়েছে রবিবার। খুশির জোয়ারে ভেসেছে বুয়েনস আইরেস, রোসারিও। (ছবি:টুইটার)

1 / 10
বুয়েনস আইরেসের পথ-ঘাট, আকাশে-বাতাসে আজ শুধুই আনন্দ। মনের আনন্দ প্রকাশ করতে পথে নেমে এসেছে সাধারণ মানুষ। নিজেদের মতো করে আনন্দ উদযাপন তাদের।(ছবি:টুইটার)

বুয়েনস আইরেসের পথ-ঘাট, আকাশে-বাতাসে আজ শুধুই আনন্দ। মনের আনন্দ প্রকাশ করতে পথে নেমে এসেছে সাধারণ মানুষ। নিজেদের মতো করে আনন্দ উদযাপন তাদের।(ছবি:টুইটার)

2 / 10
আর্জেন্টিনার জয়ের পর বুয়েনস আইরেসের রাজপথের দৃশ্য। কলকাতায় রাজনৈতিক সমাবেশের কথা মনে পড়ে গেল নাকি? (ছবি:টুইটার)

আর্জেন্টিনার জয়ের পর বুয়েনস আইরেসের রাজপথের দৃশ্য। কলকাতায় রাজনৈতিক সমাবেশের কথা মনে পড়ে গেল নাকি? (ছবি:টুইটার)

3 / 10
আকাশ ও মনের রঙ মিলেমিশে আজ একাকার। (ছবি:টুইটার)

আকাশ ও মনের রঙ মিলেমিশে আজ একাকার। (ছবি:টুইটার)

4 / 10
আদুল গায়ে ল্যাম্পপোস্টের উপর চেপে পড়েছেন কয়েকজন সমর্থক।(ছবি:টুইটার)

আদুল গায়ে ল্যাম্পপোস্টের উপর চেপে পড়েছেন কয়েকজন সমর্থক।(ছবি:টুইটার)

5 / 10
মুহূর্তটা চুটিয়ে উপভোগ আর্জেন্টিনার মহিলা সমর্থকদের। নাচে-গানে মেতে উঠলেন তারা।(ছবি:টুইটার)

মুহূর্তটা চুটিয়ে উপভোগ আর্জেন্টিনার মহিলা সমর্থকদের। নাচে-গানে মেতে উঠলেন তারা।(ছবি:টুইটার)

6 / 10
এত্ত বড় জার্সি? আকাশি-সাদা জার্সিতে এখন তিনটি তারা।(ছবি:টুইটার)

এত্ত বড় জার্সি? আকাশি-সাদা জার্সিতে এখন তিনটি তারা।(ছবি:টুইটার)

7 / 10
মেসি চেয়েছিলেন 'মারাদোনা' হতে। দিয়েগোর বিশ্বজয়ের গল্প শুনে বড় হয়েছেন। আর্জেন্টিনার পরবর্তী প্রজন্ম বড় হবে এক ফুটবল জাদুকরের বিশ্বজয়ের কাহিনী শুনে। তারা চাইবে'মেসি' হতে। (ছবি:টুইটার)

মেসি চেয়েছিলেন 'মারাদোনা' হতে। দিয়েগোর বিশ্বজয়ের গল্প শুনে বড় হয়েছেন। আর্জেন্টিনার পরবর্তী প্রজন্ম বড় হবে এক ফুটবল জাদুকরের বিশ্বজয়ের কাহিনী শুনে। তারা চাইবে'মেসি' হতে। (ছবি:টুইটার)

8 / 10
মেসি অ্যান্ড ব্রিগেড এখনও দেশে পৌঁছায়নি। তার আগেই এমন উচ্ছ্বাস। বিশ্বজয়ীরা বুয়েনস আইরেসে পৌঁছলে কী হবে? (ছবি:টুইটার)

মেসি অ্যান্ড ব্রিগেড এখনও দেশে পৌঁছায়নি। তার আগেই এমন উচ্ছ্বাস। বিশ্বজয়ীরা বুয়েনস আইরেসে পৌঁছলে কী হবে? (ছবি:টুইটার)

9 / 10
ক্লান্তি ছাড়াই রাতভর চলেছে সেলিব্রেশন। বিশ্বকাপজয়ীদের শুধু দেশে ফেরার অপেক্ষা। মেসিদের বরণ করে নিতে প্রস্তুত গোটা আর্জেন্টিনা। (ছবি:টুইটার)

ক্লান্তি ছাড়াই রাতভর চলেছে সেলিব্রেশন। বিশ্বকাপজয়ীদের শুধু দেশে ফেরার অপেক্ষা। মেসিদের বরণ করে নিতে প্রস্তুত গোটা আর্জেন্টিনা। (ছবি:টুইটার)

10 / 10
Follow Us: