Star Kids Uncommon Names: কেবল আলিয়া-রণবীর নন, অন্য অনেক তারকাই ছেলেমেয়ের নাম রেখেছেন বিরল

Baby Names: আলিয়া-রণবীর সন্তানের নাম রেখেছেন 'রাহা'। অন্যান্য তারকা সন্তানদের কী নাম এবং সেই নামের অর্থ কী দেখুন ছবিতে...

| Edited By: | Updated on: Nov 25, 2022 | 1:11 PM
৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বৃহস্পতিবার মেয়ের নাম কী রেখেছেন, ইনস্টাগ্রাম পোস্টে তা জানিয়েছেন আলিয়া। মেয়ের নাম রেখেছেন 'রাহা'। এই নামের সঙ্গে রয়েছে বাংলার যোগ। বাংলা ভাষায় ‘রাহা’ শব্দের অর্থ বিশ্রাম, আরাম, স্বস্তি। সংস্কৃততে এই নামের অর্থ গোষ্ঠী কিংবা বংশ। আরবি ভাষায় নামের মানে আনন্দ, স্বাধীনতা এবং সুখ। ইনস্টাগ্রাম পোস্ট করে বিশ্ববাসীকে মেয়ের নাম জানিয়েছেন আলিয়া। জানিয়েছেন যে, তাঁদের মেয়ের নাম রেখেছেন দাদি, অর্থাৎ নিতু কাপুর। রাহাকে প্রথমবার দেখার পর যে-যে অনুভূতি হয়েছে তাঁদের, সে সবই রাহার নামের মধ্যে লুকিয়ে রয়েছে। পোস্টে রাহাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি আলিয়া। লিখেছেন, “আমাদের পরিবারে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ রাহা”।

৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বৃহস্পতিবার মেয়ের নাম কী রেখেছেন, ইনস্টাগ্রাম পোস্টে তা জানিয়েছেন আলিয়া। মেয়ের নাম রেখেছেন 'রাহা'। এই নামের সঙ্গে রয়েছে বাংলার যোগ। বাংলা ভাষায় ‘রাহা’ শব্দের অর্থ বিশ্রাম, আরাম, স্বস্তি। সংস্কৃততে এই নামের অর্থ গোষ্ঠী কিংবা বংশ। আরবি ভাষায় নামের মানে আনন্দ, স্বাধীনতা এবং সুখ। ইনস্টাগ্রাম পোস্ট করে বিশ্ববাসীকে মেয়ের নাম জানিয়েছেন আলিয়া। জানিয়েছেন যে, তাঁদের মেয়ের নাম রেখেছেন দাদি, অর্থাৎ নিতু কাপুর। রাহাকে প্রথমবার দেখার পর যে-যে অনুভূতি হয়েছে তাঁদের, সে সবই রাহার নামের মধ্যে লুকিয়ে রয়েছে। পোস্টে রাহাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি আলিয়া। লিখেছেন, “আমাদের পরিবারে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ রাহা”।

1 / 7
কেবল আলিয়া নন, সন্তানের অন্যরকম নাম রেখেছেন অন্যান্য তারকারাও। যেমন ধরুন অজয় দেবগণ। দুই সন্তান তাঁর এবং কাজলের। মেয়ে নিসা এবং ছেলে যুগ। নিসা একটি গ্রিক শব্দ, যার অর্থ নতুন কিছুর সূচনা। হিন্দি শব্দ যুগের অর্থ অব্দ কিংবা সাল।

কেবল আলিয়া নন, সন্তানের অন্যরকম নাম রেখেছেন অন্যান্য তারকারাও। যেমন ধরুন অজয় দেবগণ। দুই সন্তান তাঁর এবং কাজলের। মেয়ে নিসা এবং ছেলে যুগ। নিসা একটি গ্রিক শব্দ, যার অর্থ নতুন কিছুর সূচনা। হিন্দি শব্দ যুগের অর্থ অব্দ কিংবা সাল।

2 / 7
ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের কন্যার নাম আরাধ্যা। সংস্কৃতে এর অর্থ যাঁকে পুজো করা যায়।

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের কন্যার নাম আরাধ্যা। সংস্কৃতে এর অর্থ যাঁকে পুজো করা যায়।

3 / 7
ফারহা খানের তিন সন্তান আন্যা, দিভা এবং সিজ়ার। লাতিন শব্দ দিভার অর্থ স্বর্গীয়। আন্যার অর্থ চারুতা। সিজ়ারের অর্থ সম্রাট।

ফারহা খানের তিন সন্তান আন্যা, দিভা এবং সিজ়ার। লাতিন শব্দ দিভার অর্থ স্বর্গীয়। আন্যার অর্থ চারুতা। সিজ়ারের অর্থ সম্রাট।

4 / 7
ঋত্বিক রোশন এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজ়ান খানের দুই সন্তান রেহান ও হৃদান। আরবি শব্দ রেহানের অর্থ ঈশ্বরের কাছের। অন্যদিকে হৃদান ভারতীয় নাম। এর মানে যার বিরাট বড় হৃদয়।

ঋত্বিক রোশন এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজ়ান খানের দুই সন্তান রেহান ও হৃদান। আরবি শব্দ রেহানের অর্থ ঈশ্বরের কাছের। অন্যদিকে হৃদান ভারতীয় নাম। এর মানে যার বিরাট বড় হৃদয়।

5 / 7
মাধুরী দীক্ষিত এবং তাঁর স্বামী নেনের দুই পুত্র আরিন এবং রিয়ান। আইরিশ নাম রিয়ানের অর্থ রাজা। আরিনের অর্থ পর্বতের মতো শক্তিশালী।

মাধুরী দীক্ষিত এবং তাঁর স্বামী নেনের দুই পুত্র আরিন এবং রিয়ান। আইরিশ নাম রিয়ানের অর্থ রাজা। আরিনের অর্থ পর্বতের মতো শক্তিশালী।

6 / 7
সঞ্জয় দত্ত এবং তাঁর দ্বিতীয় স্ত্রী মান্যতার দুই সন্তান। কন্যার নাম ইকরা, পুত্রের নাম শাহরান। হিব্রু নাম ইকরার অর্থ শিক্ষা। অন্যদিকে পারশি নাম শাহরানের অর্থ রাজকীয়।

সঞ্জয় দত্ত এবং তাঁর দ্বিতীয় স্ত্রী মান্যতার দুই সন্তান। কন্যার নাম ইকরা, পুত্রের নাম শাহরান। হিব্রু নাম ইকরার অর্থ শিক্ষা। অন্যদিকে পারশি নাম শাহরানের অর্থ রাজকীয়।

7 / 7
Follow Us: