৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বৃহস্পতিবার মেয়ের নাম কী রেখেছেন, ইনস্টাগ্রাম পোস্টে তা জানিয়েছেন আলিয়া। মেয়ের নাম রেখেছেন 'রাহা'। এই নামের সঙ্গে রয়েছে বাংলার যোগ। বাংলা ভাষায় ‘রাহা’ শব্দের অর্থ বিশ্রাম, আরাম, স্বস্তি। সংস্কৃততে এই নামের অর্থ গোষ্ঠী কিংবা বংশ। আরবি ভাষায় নামের মানে আনন্দ, স্বাধীনতা এবং সুখ। ইনস্টাগ্রাম পোস্ট করে বিশ্ববাসীকে মেয়ের নাম জানিয়েছেন আলিয়া। জানিয়েছেন যে, তাঁদের মেয়ের নাম রেখেছেন দাদি, অর্থাৎ নিতু কাপুর। রাহাকে প্রথমবার দেখার পর যে-যে অনুভূতি হয়েছে তাঁদের, সে সবই রাহার নামের মধ্যে লুকিয়ে রয়েছে। পোস্টে রাহাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি আলিয়া। লিখেছেন, “আমাদের পরিবারে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ রাহা”।