Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কলকাতায় ইয়ামি গৌতম, বিয়ের পর প্রথম সিনেমা, শুটিংয়ের একগুচ্ছ ছবি রইল গ্যালারিতে

টিভিনাইন বাংলার ক্যামেরায় বন্দি হলেন ইয়ামি। ছবির নেপথ্যের গল্প ধরা পড়ল আমাদের আতসকাচে।

| Edited By: | Updated on: Jul 26, 2021 | 7:02 PM
দিন তিনেক পার । শহরে এসেছেন ইয়ামি গৌতম। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী ছবি 'লস্ট'-এর শুটে। বিয়ের পর প্রথম ছবি। টিভিনাইন বাংলার ক্যামেরায় বন্দি হলেন ইয়ামি। ছবির নেপথ্যের গল্প ধরা পড়ল আমাদের আতসকাচে।

দিন তিনেক পার । শহরে এসেছেন ইয়ামি গৌতম। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী ছবি 'লস্ট'-এর শুটে। বিয়ের পর প্রথম ছবি। টিভিনাইন বাংলার ক্যামেরায় বন্দি হলেন ইয়ামি। ছবির নেপথ্যের গল্প ধরা পড়ল আমাদের আতসকাচে।

1 / 7
ছবিতে ইয়ামির চরিত্র একজন সাংবাদিকের। তাই পোশাক ছিল ছিমছিম। মাস্কে মুখ ঢাকাই ছিল। শট দেওয়ার জন্য যদিও খুলতে হয়েছে এক-দুবার।

ছবিতে ইয়ামির চরিত্র একজন সাংবাদিকের। তাই পোশাক ছিল ছিমছিম। মাস্কে মুখ ঢাকাই ছিল। শট দেওয়ার জন্য যদিও খুলতে হয়েছে এক-দুবার।

2 / 7
পাপারাৎজি দেখে এড়িয়ে যাওয়া নয়, বরং হেসে হাত নাড়লেন ইয়ামি। এর আগে বিমানবন্দর থেকেই বের হয়েই কলকাতার উদ্দেশ্যে ভালবাসার বার্তা দিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন, "“কলকাতা সব সময় আমাকে ভালবাসা দিয়েছে। কাছে টেনে নিয়েছে। খুব ভাল লাগছে। এ বার লম্বা শিডিউল। আশা করছি, সুরক্ষিত থেকে দারুণ শুটিং করতে পারব।”

পাপারাৎজি দেখে এড়িয়ে যাওয়া নয়, বরং হেসে হাত নাড়লেন ইয়ামি। এর আগে বিমানবন্দর থেকেই বের হয়েই কলকাতার উদ্দেশ্যে ভালবাসার বার্তা দিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন, "“কলকাতা সব সময় আমাকে ভালবাসা দিয়েছে। কাছে টেনে নিয়েছে। খুব ভাল লাগছে। এ বার লম্বা শিডিউল। আশা করছি, সুরক্ষিত থেকে দারুণ শুটিং করতে পারব।”

3 / 7
কখনও মেকআপে আলতো টাচ আবার কখনও বা নিজের হেয়ার ড্রেসার বা মেকআপ পার্সনের সঙ্গে জরুরি বাক্যালাপ সেরে নেওয়া- ক্যামেরার লেন্সে আটকা পড়ল সবটাই।

কখনও মেকআপে আলতো টাচ আবার কখনও বা নিজের হেয়ার ড্রেসার বা মেকআপ পার্সনের সঙ্গে জরুরি বাক্যালাপ সেরে নেওয়া- ক্যামেরার লেন্সে আটকা পড়ল সবটাই।

4 / 7
প্রথমে পরেছিলেন ফ্লোরাল ড্রেস। খানিক পরেই ভোলবদল। পোশাক হল হলুদ। খোলা চুল আর হাল্কা মেকআপে ইয়ামি যেন 'গার্লস টু দু নেক্সট ডোর।'

প্রথমে পরেছিলেন ফ্লোরাল ড্রেস। খানিক পরেই ভোলবদল। পোশাক হল হলুদ। খোলা চুল আর হাল্কা মেকআপে ইয়ামি যেন 'গার্লস টু দু নেক্সট ডোর।'

5 / 7
 দক্ষিণ কলকাতায় হয়েছিল শুটিং। মুক্ত অঙ্গনে দেখা মিলেছিল ইয়ামির। ছবিতে থিয়েটারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রঙ্গালয় নাট্যমঞ্চের সামনে টাঙানো হয়েছিল দু'টি হিন্দি নাটকের পোস্টার।

দক্ষিণ কলকাতায় হয়েছিল শুটিং। মুক্ত অঙ্গনে দেখা মিলেছিল ইয়ামির। ছবিতে থিয়েটারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রঙ্গালয় নাট্যমঞ্চের সামনে টাঙানো হয়েছিল দু'টি হিন্দি নাটকের পোস্টার।

6 / 7
ব্যস্তসমস্ত অনিরুদ্ধ রায় চৌধুরীরও দেখা মিলল পাশেই। পিঙ্ক এর পর লস্ট। যে লস্টের অনেকটা জুড়ে কলকাতা। পরিচালকের ছুটি নেই। সারাদিন কেটে গেল অঢেল ব্যস্ততায়।

ব্যস্তসমস্ত অনিরুদ্ধ রায় চৌধুরীরও দেখা মিলল পাশেই। পিঙ্ক এর পর লস্ট। যে লস্টের অনেকটা জুড়ে কলকাতা। পরিচালকের ছুটি নেই। সারাদিন কেটে গেল অঢেল ব্যস্ততায়।

7 / 7
Follow Us: