আজ মৈনাক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তবে জন্মদিনে কলকাতায় নেই অভিনেতা। তিনি পাড়ি দিয়েছেন পুরীতে।
তিনি 'ধুলোকণা' সিরিয়ালে অভিনয় করেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ধারাবাহিকের শুটিং চলছে পুরীই। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ও সেখানেই আছেন।
তাই অনেক আগেই পুরী উড়ে গিয়েছেন অভিনেতা ও 'ধুলোকণা'র গোটা টিম।
জন্মদিনের আগের রাতে হোটেলের ঘরেই পালন করা হয় মৈনাকের জন্মদিন।
তারপর জন্মদিনটা গোটাটাই মৈনাকের কাটে 'ধুলোকণা'র সেটে। এটাই অভিনেতাদের জীবন। ইচ্ছা থাকলেও পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন না পেশাদারিত্বের কারণে।
বিয়ের পর এটাই মৈনাকের প্রথম জন্মদিন। শুটিংয়ের কারণে স্ত্রীয়ের থাকে দূরে আছেন বলে মন খারাপ তাঁর।