Bodybuilding: দুই দশক পরে কলকাতায় পূর্বাঞ্চলীয় জাতীয় দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা

রবিবার কলকাতায় অনুষ্ঠিত হয় ইস্টার্ন ইন্ডিয়া জাতীয় দেহ সৌষ্ঠব (Bodybuilding ) প্রতিযোগিতা। দীর্ঘ দুই দশক পরে কলকাতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বিভিন্ন রাজ‍্যের পুরুষ ও মহিলা প্রতিযোগীরা অংশ নেন। মোট ২৫০ জন প্রতিযোগী অংশ নেয়। বাংলার ছেলে-মেয়েরা ছাড়াও অসম,মণিপুর,বিহার, মিজোরাম, নাগাল্যান্ড সিকিম সহ অন্য রাজ্য থেকে প্রতিযোগীরা এসেছিলেন।

| Edited By: | Updated on: Nov 13, 2022 | 9:18 PM
রবিবার কলকাতায় অনুষ্ঠিত হয় ইস্টার্ন ইন্ডিয়া জাতীয় দেহ সৌষ্ঠব (Bodybuilding ) প্রতিযোগিতা। (ছবি : নিজস্ব)

রবিবার কলকাতায় অনুষ্ঠিত হয় ইস্টার্ন ইন্ডিয়া জাতীয় দেহ সৌষ্ঠব (Bodybuilding ) প্রতিযোগিতা। (ছবি : নিজস্ব)

1 / 5
দীর্ঘ দুই দশক পরে কলকাতায় (Kolkata) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বিভিন্ন রাজ‍্যের পুরুষ ও মহিলা প্রতিযোগীরা অংশ নেয়। (ছবি : নিজস্ব)

দীর্ঘ দুই দশক পরে কলকাতায় (Kolkata) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বিভিন্ন রাজ‍্যের পুরুষ ও মহিলা প্রতিযোগীরা অংশ নেয়। (ছবি : নিজস্ব)

2 / 5
মোট ২৫০ জন প্রতিযোগী অংশ নেন। বাংলার ছেলে-মেয়েরাও ছাড়াও অসম,মণিপুর,বিহার, মিজোরাম, নাগাল্যান্ড সিকিম সহ অন্য রাজ্য থেকে প্রতিযোগীরা এসেছিলেন। (ছবি : নিজস্ব)

মোট ২৫০ জন প্রতিযোগী অংশ নেন। বাংলার ছেলে-মেয়েরাও ছাড়াও অসম,মণিপুর,বিহার, মিজোরাম, নাগাল্যান্ড সিকিম সহ অন্য রাজ্য থেকে প্রতিযোগীরা এসেছিলেন। (ছবি : নিজস্ব)

3 / 5
 প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং পশ্চিমবঙ্গ বডি বিল্ডিং অ‍্যান্ড ফিজিক স্পোর্টস অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। প্রতিযোগীদের ভূয়সী প্রশংসা করেন অরূপ বিশ্বাস। (ছবি : নিজস্ব)

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং পশ্চিমবঙ্গ বডি বিল্ডিং অ‍্যান্ড ফিজিক স্পোর্টস অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। প্রতিযোগীদের ভূয়সী প্রশংসা করেন অরূপ বিশ্বাস। (ছবি : নিজস্ব)

4 / 5
 উপস্থিত ছিলেন বিশ্ব বডি বিল্ডিং ফেডারেশনের সচিব চেতন পাঠান। এ ছাড়া তিন বারের 'বিশ্বশ্রী' ও  ৯  বারের 'ভারতশ্রী' প্রেমচাঁদ ডেকরাও উপস্থিত ছিলেন। (ছবি : নিজস্ব)

উপস্থিত ছিলেন বিশ্ব বডি বিল্ডিং ফেডারেশনের সচিব চেতন পাঠান। এ ছাড়া তিন বারের 'বিশ্বশ্রী' ও ৯ বারের 'ভারতশ্রী' প্রেমচাঁদ ডেকরাও উপস্থিত ছিলেন। (ছবি : নিজস্ব)

5 / 5
Follow Us: