সোনম কাপুর- বাড়ি থেকেই সোনমের হীরের নেকলেস চুরি হয়ে যায়। যার দাম ছিল ৫ লাখ টাকা। একটি পার্টিতে তিনি সেই নেটলেসটা পরেছিলেন। যদিও পরবর্তীতে তা আর পাননি তিনি।
দিয়া মির্জা- প্রথম পক্ষের বিয়ে ভাঙার পর দিয়ার জীবনে আসে সাহিল সংঘ। মুম্বইয়ের এই ব্যবসায়ীকেই মন দিয়েছেন দিয়া। ২০২১ সালে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। রাতারাতি খবর হয়েছিল ভাইরাল।
মৌনি রায়- জীবনে একাধিক প্রেম আসলেও মৌনি রায় বিয়ে করেন ব্যবসায়ী সূরজ নাম্বিয়াকে। চলতি বছরের শুরুতেই এই জুটি বসেছিলেন বিয়ের পিঁড়িতে। গোয়াতে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর।
প্রীতি জিন্টা- প্রীতি জিন্টার মন কেড়েছেন ব্যবসায়ী জিন গুডএনাফের। তাঁর সঙ্গেই বিয়ে পিঁড়িয়ে বসেছিলেন প্রীতি জিন্টা। লস অ্যাঞ্জেলেসেই এখন অধিকাংশ সময় থাকেন প্রীতি।
শিল্পা শেট্টি- ভারতীয় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা শেট্টি। দুবাইয়ের বাসিন্দা রাজের সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা।
ললিত সুস্মিতা-সম্প্রতি বিটাউনের খবরের হটকেক হল ললিত-সুস্মিতার সম্পর্ক। এই জুটির মধ্যে থাকা বয়সের ফারাক মোট ১২ বছরের। সোশ্যাল মিডিয়ায় এরা এখন ভাইরাল স্টার। যদিও সম্পর্ক নিয়ে এখনও সেভাবে মুখ খোলেননি সুস্মিতা সেন।