১৯৯০ সালের পর থেকে বাম্পার বক্স অফিস ওপেনার হিসেবে ১৬টি ছবি রয়েছে শাহরুখ খানের।
ভারতে সবচেয়ে বেশি ব্যবসা করে শাহরুখ খান।
১৯৯০ সাল থেকে শাহরুখের অধিকাংশ ছবিই হিট করেছিল।
তাই শাহরুখ খানের ছবির প্রতি দর্শকদের খিদে বেড়ে গেল আরও বেশ খানিকটা। ঝড়ের গতিতে ভাইরাল এই খবর। ছবি মুক্তির ঠিক দুমাস পরই তা মিলবে নেটফ্লিক্সে। পাঠানের পরই জাওয়ান, নজরে এখন কিং খান।
বর্তমানে শাহরুখ খান পাঠান ছবির শেষ অংশের কাজ নিয়ে ব্যস্ত। হাতে আর মাত্র তিন মাস। তারপরই দীর্ঘ অপেক্ষার ইতি। মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ছবি পাঠান। এই ছবিতে ভিন্ন স্বাদে পাওয়া যাবে বি-টাউনের রোম্যান্স কিং-কে।
১০ মিলিয়ান ডলারের সাফল্য দিয়েছে শাহরুখের একের পর-এক ছবি। 'মাই নেম ইজ় খান' থেকে 'হিরো'... প্রতিটি ছবিই ছিল মারাত্মক হিট।
একটা সময় ১০ কোটিরও বেশি টিকিট বিক্রি হয়েছে শাহরুখের ছবির। সেটি একটি রেকর্ড।