FIFA World Cup 2022: পা পড়েছে সিআর সেভেনেরও… সব তারকাই কাতারে

Qatar 2022: কাতারে পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুক্রবার সতীর্থদের সঙ্গে হামাদ এয়ারপোর্টে পৌছন তিনি। আগামী ২৪ নভেম্বর ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। দোহার আল সামাল হোটেলের সামনে রোনাল্ডোদের স্বাগত জানান সমর্থকরা। মেসি-রোনাল্ডো দুই তারকাই কাতারে। বিশ্বকাপের মঞ্চ যেন পরিপূর্ণ হয়ে উঠল।

| Edited By: | Updated on: Nov 19, 2022 | 6:38 PM
কাতারে পা পড়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও। মেসি-রোনাল্ডো দুই তারকাই কাতারে। (ছবি : টুইটার)

কাতারে পা পড়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও। মেসি-রোনাল্ডো দুই তারকাই কাতারে। (ছবি : টুইটার)

1 / 5
আগামী ২৪ নভেম্বর ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।  (ছবি: টুইটার)

আগামী ২৪ নভেম্বর ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। (ছবি: টুইটার)

2 / 5
এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে রোনাল্ডোর। তাই এ বারই দেশকে বিশ্বকাপ খেতাব এনে দেওয়ার তাগিদ থাকবে আরও বেশি। (ছবি: টুইটার)

এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে রোনাল্ডোর। তাই এ বারই দেশকে বিশ্বকাপ খেতাব এনে দেওয়ার তাগিদ থাকবে আরও বেশি। (ছবি: টুইটার)

3 / 5
কোচ ফার্নান্দো স্যান্টোসও আশাবাদী এ বারের বিশ্বকাপে ভালো ফল করার বিষয়ে। (ছবি: টুইটার)

কোচ ফার্নান্দো স্যান্টোসও আশাবাদী এ বারের বিশ্বকাপে ভালো ফল করার বিষয়ে। (ছবি: টুইটার)

4 / 5
শুক্রবার দোহার আল সামাল হোটেলের সামনে রোনাল্ডোদের স্বাগত জানান সমর্থকরা। (ছবি : টুইটার)

শুক্রবার দোহার আল সামাল হোটেলের সামনে রোনাল্ডোদের স্বাগত জানান সমর্থকরা। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: