Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ivana Knoll: বিশ্বকাপে স্বল্প পোশাকে ঝড় তুলেছিলেন, সেই ইভানার জীবনে এল ‘প্রেম’

রক্ষণশীল কাতারকেও নিজের ফ্যান বানিয়ে ছেড়েছিলেন। কাতার বিশ্বকাপে শিরোনামে ছিলেন ক্রোয়েশিয়ান মডেল ইভানা নোল। চড়চড় করে বেড়েছিল ইভানার ফ্যান ফলোয়িং। বিশ্বকাপ তো শেষ। এ বার ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে ইভানা।

| Edited By: | Updated on: Jan 09, 2023 | 3:46 PM
চোখের কোণে টলমলে জল নিয়ে কাতার ছেড়েছিলেন ক্রোয়েশিয়ান মডেল ইভানা নোল। রাশিয়া বিশ্বকাপের পর কাতারেও ট্রফি ঘরে নিয়ে যেতে পারেনি তাঁর দেশ। একইসঙ্গে হতাশ ও কাতারের ভালোবাসা পেয়ে ইমোশনাল হয়ে পড়েছিলেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

চোখের কোণে টলমলে জল নিয়ে কাতার ছেড়েছিলেন ক্রোয়েশিয়ান মডেল ইভানা নোল। রাশিয়া বিশ্বকাপের পর কাতারেও ট্রফি ঘরে নিয়ে যেতে পারেনি তাঁর দেশ। একইসঙ্গে হতাশ ও কাতারের ভালোবাসা পেয়ে ইমোশনাল হয়ে পড়েছিলেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 6
স্টেডিয়ামে ইভানার পোশাক যত খাটো হয়েছে কাতারের উষ্ণতা বেড়েছে ততই। ক্রোয়েশিয়ার ম্যাচ মানেই লাল-সাদা চৌকো প্রিন্টের পোশাকে গ্যালারিতে ইভানা।(ছবি:ইনস্টাগ্রাম)

স্টেডিয়ামে ইভানার পোশাক যত খাটো হয়েছে কাতারের উষ্ণতা বেড়েছে ততই। ক্রোয়েশিয়ার ম্যাচ মানেই লাল-সাদা চৌকো প্রিন্টের পোশাকে গ্যালারিতে ইভানা।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 6
যাইহোক হতাশা ভুলে নিজ জগতে ফিরে গিয়েছেন ইভানা। বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের মন থেকে মুছে যাচ্ছেন না তিনি। ক্রোট মডেলকে সম্প্রতি জনপ্রিয় কানাডিয়ান ব়্যাপার ড্রেক এক্সের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে দেখা গিয়েছে। দু'জনে সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন।(ছবি:ইনস্টাগ্রাম)

যাইহোক হতাশা ভুলে নিজ জগতে ফিরে গিয়েছেন ইভানা। বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের মন থেকে মুছে যাচ্ছেন না তিনি। ক্রোট মডেলকে সম্প্রতি জনপ্রিয় কানাডিয়ান ব়্যাপার ড্রেক এক্সের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে দেখা গিয়েছে। দু'জনে সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 6
নতুন বছরটা ফ্লোরিডায় কাটিয়েছেন ইভানা নোল। সেখানে হলিউড স্টার লিওনার্দো ডি ক্যাপ্রিওর ঝলমলে পার্টিতে কালো পোশাকে সেজে উপস্থিত হয়েছিলেন ক্রোট মডেল। পার্টিতে ইভানার সঙ্গী ছিলেন ব়্যাপার ড্রেক।(ছবি:ইনস্টাগ্রাম)

নতুন বছরটা ফ্লোরিডায় কাটিয়েছেন ইভানা নোল। সেখানে হলিউড স্টার লিওনার্দো ডি ক্যাপ্রিওর ঝলমলে পার্টিতে কালো পোশাকে সেজে উপস্থিত হয়েছিলেন ক্রোট মডেল। পার্টিতে ইভানার সঙ্গী ছিলেন ব়্যাপার ড্রেক।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 6
যুগলে একসঙ্গে বসে ডিনার করেন ও পার্টি উপভোগ করেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে ভোলেননি ইভানা।(ছবি:ইনস্টাগ্রাম)

যুগলে একসঙ্গে বসে ডিনার করেন ও পার্টি উপভোগ করেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে ভোলেননি ইভানা।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 6
ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে দৌড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ইভানা নোল। আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে ক্রোয়েশিয়া হেরে যাওয়ায় প্রতিশ্রুতি পূরণ করার সুযোগ পাননি ইভানা। (ছবি:ইনস্টাগ্রাম)

ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে দৌড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ইভানা নোল। আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে ক্রোয়েশিয়া হেরে যাওয়ায় প্রতিশ্রুতি পূরণ করার সুযোগ পাননি ইভানা। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 6
Follow Us: