Pics: দীপাবলিতে সেজে উঠেছে দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ, কালী আরাধনায় মুখ্যমন্ত্রীও

Kali Puja: রবিবার, কালীপুজোয় রঙিন আলোয় সেজে উঠেছে দক্ষিণেশ্বর, কঙ্কালীতলা, তারাপীঠ থেকে বিভিন্ন মন্দির। দীপান্বিতা অমাবস্যার বিশেষ তিথিতে পুজো দিতে বিভিন্ন সতীপীঠ ও কালী মন্দিরগুলিতে ভক্তদের ঢল নেমেছে। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর বাড়িতে কালীপুজোয় মেতে উঠেছেন।

| Edited By: | Updated on: Nov 12, 2023 | 8:44 PM
কালীপুজোয় বিশেষ পুজো দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর।

কালীপুজোয় বিশেষ পুজো দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর।

1 / 9
দীপাবলি উপলক্ষ্যে রঙিন আলোয় সেজে উঠেছে দক্ষিণেশ্বর মন্দির। এই বিশেষ দিনে মা ভবতারিণীকে পুজো দিতে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ঢল নেমেছে।

দীপাবলি উপলক্ষ্যে রঙিন আলোয় সেজে উঠেছে দক্ষিণেশ্বর মন্দির। এই বিশেষ দিনে মা ভবতারিণীকে পুজো দিতে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ঢল নেমেছে।

2 / 9
কালীপুজো উপলক্ষ্যে এদিন দক্ষিণেশ্বর, তারাপীঠের পাশাপাশি কামাখ্যা, কঙ্কালীতলা-সহ বিভিন্ন সতীপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকে পুণ্যার্থীদের ঢল নেমেছে কামাখ্যা মন্দিরে।

কালীপুজো উপলক্ষ্যে এদিন দক্ষিণেশ্বর, তারাপীঠের পাশাপাশি কামাখ্যা, কঙ্কালীতলা-সহ বিভিন্ন সতীপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকে পুণ্যার্থীদের ঢল নেমেছে কামাখ্যা মন্দিরে।

3 / 9
তারাপীছে

তারাপীছে

4 / 9
কালীপুজোর অমাবস্যা তিথিতে বিশেষ পুজো দিতে তারাপীঠে ভক্তদের ঢল নেমেছে।

কালীপুজোর অমাবস্যা তিথিতে বিশেষ পুজো দিতে তারাপীঠে ভক্তদের ঢল নেমেছে।

5 / 9
সতীপীঠের শেষ পীঠ হল কঙ্কালীতলা। দীপাবলির রাতে রঙিন আলোয় সেজে উঠেছে বীরভূমের এই সতীপীঠটি।

সতীপীঠের শেষ পীঠ হল কঙ্কালীতলা। দীপাবলির রাতে রঙিন আলোয় সেজে উঠেছে বীরভূমের এই সতীপীঠটি।

6 / 9
হিন্দুদের বিশ্বাস, কঙ্কালীতলায় সতীর কাঁখ বা কোমর পড়েছে। এখানে কোনও প্রার্থনা করলে সেটি পূর্ণ হয়। তাই মনস্কামনা পূরণের আশায় কালীপুজোর তিথিতে কঙ্কালীতলায় পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা।

হিন্দুদের বিশ্বাস, কঙ্কালীতলায় সতীর কাঁখ বা কোমর পড়েছে। এখানে কোনও প্রার্থনা করলে সেটি পূর্ণ হয়। তাই মনস্কামনা পূরণের আশায় কালীপুজোর তিথিতে কঙ্কালীতলায় পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা।

7 / 9
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও মহাসমারোহে পালিত হয় কালীপুজো। মুখ্যমন্ত্রী দেবীকে তাঁর বাড়িতে ব্রহ্মময়ী বলে উল্লেখ করেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও মহাসমারোহে পালিত হয় কালীপুজো। মুখ্যমন্ত্রী দেবীকে তাঁর বাড়িতে ব্রহ্মময়ী বলে উল্লেখ করেছেন।

8 / 9
কালীপুজো উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে বহু অতিথির সমাগম হয়েছে। সারাদিন উপবাস করে, নিজের হাতে ভোগ নিবেদন করে দেবীকে অর্পণ করেন মুখ্যমন্ত্রী।

কালীপুজো উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে বহু অতিথির সমাগম হয়েছে। সারাদিন উপবাস করে, নিজের হাতে ভোগ নিবেদন করে দেবীকে অর্পণ করেন মুখ্যমন্ত্রী।

9 / 9
Follow Us: