বুধবার সকালে স্থানীয় গ্রামবাসীরা হাতির দেহ দেখতে পায়। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড ও মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিন্নাগুরি বন্যপ্রাণী স্কোয়াডে রেঞ্জার শুভাশিস রায়, মরাঘাটের রেঞ্জার রাজ কুমার পাল,এ সি এফ বিপাশা পারুল, জলপাইগুড়ি এ ডি এফ ও জন্মেজয় পাল। বনদফতর সূত্রের খবর মৃত হাতিটি পুরুষ সাব অ্যাডাল্ট।