Kapoor Family: এক বছর পূর্ণ করল রাহা, রইল ছবি, মেন্যুতে কী হয়েছিল জানেন?

Kapoor Family: মেয়ে রাহা কাপুরের মুখ এখনও দেখাননি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে তাই বলে তাঁর জন্মদিনের ঝলকও দেখা যাবে না তা কী করে হয়?

| Edited By: | Updated on: Nov 08, 2023 | 8:38 AM
মেয়ে রাহা কাপুরের মুখ এখনও দেখাননি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে তাই বলে তাঁর জন্মদিনের ঝলকও দেখা যাবে না তা কী করে হয়?

মেয়ে রাহা কাপুরের মুখ এখনও দেখাননি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে তাই বলে তাঁর জন্মদিনের ঝলকও দেখা যাবে না তা কী করে হয়?

1 / 8
 কাপুর ও ভাট পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে ছোট পরিসরেই পালিত হল রাহার প্রথম জন্মদিন। বাহারি সাজে সাজানো হয়েছিল ঘর।

কাপুর ও ভাট পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে ছোট পরিসরেই পালিত হল রাহার প্রথম জন্মদিন। বাহারি সাজে সাজানো হয়েছিল ঘর।

2 / 8
 শুধু কি তাই? এক লেখা কেক থেকে শুরু করে মিষ্টি বেলুন, আয়োজন ছিল পরিপাটি। হাজির ছিলেন রণবীরের দুই দিদি করিনা কাপুর ও করিশ্মা কাপুর।

শুধু কি তাই? এক লেখা কেক থেকে শুরু করে মিষ্টি বেলুন, আয়োজন ছিল পরিপাটি। হাজির ছিলেন রণবীরের দুই দিদি করিনা কাপুর ও করিশ্মা কাপুর।

3 / 8
এ ছাড়াও আলিয়ার দুই দিদি পূজা ভাট ও শাহীন ভাটও কিন্তু পৌঁছে গিয়েছিলেন ছোট্ট রাহার জন্মদিন পালনে। এখানেই কিন্তু শেষ নয়, তালিকা আরও লম্বা।

এ ছাড়াও আলিয়ার দুই দিদি পূজা ভাট ও শাহীন ভাটও কিন্তু পৌঁছে গিয়েছিলেন ছোট্ট রাহার জন্মদিন পালনে। এখানেই কিন্তু শেষ নয়, তালিকা আরও লম্বা।

4 / 8
ঠাকুমা নিতু কাপুর, দিদা সোনি রাজদান ও দাদু মহেশ ভাটও হাজির ছিলেন রাহা কাপুরের জন্মদিনে। তবে প্রথম বছর হলেও বলিউডের বাকি তারকাদের আধিক্য সেখানে দেখা যায়নি। আর খাওয়াদাওয়া?

ঠাকুমা নিতু কাপুর, দিদা সোনি রাজদান ও দাদু মহেশ ভাটও হাজির ছিলেন রাহা কাপুরের জন্মদিনে। তবে প্রথম বছর হলেও বলিউডের বাকি তারকাদের আধিক্য সেখানে দেখা যায়নি। আর খাওয়াদাওয়া?

5 / 8
 রালিয়ার প্রধান রাঁধুনি হর্ষ দীক্ষিত মেনুর কিছু ঝলক শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, রিবন সেন্ডুইচ থেকে শুরু করে ব্রি চিলি চিজ টোস্ট, ফ্রাইস-- সবই ছিল সেখানে।

রালিয়ার প্রধান রাঁধুনি হর্ষ দীক্ষিত মেনুর কিছু ঝলক শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, রিবন সেন্ডুইচ থেকে শুরু করে ব্রি চিলি চিজ টোস্ট, ফ্রাইস-- সবই ছিল সেখানে।

6 / 8
 বরাবরই নিজেদের পরিবারের সঙ্গেই বিশেষ দিনগুলো পালন করতে চান রণবীর আলিয়া। বিয়ের জন্যও নিজেদের বাড়িই বেছে নিয়েছিলেন তাঁরা।

বরাবরই নিজেদের পরিবারের সঙ্গেই বিশেষ দিনগুলো পালন করতে চান রণবীর আলিয়া। বিয়ের জন্যও নিজেদের বাড়িই বেছে নিয়েছিলেন তাঁরা।

7 / 8
মেয়ের মুখ এখনও দেখাননি ওঁরা দু'জনেই। পাপারাৎজির কাছেও রেখেছেন একই অনুরোধ। তাঁদের কথাকে সম্মান জানিয়ে এখনও পর্যন্ত রাহার মুখ ফাঁস করেননি মুম্বইয়ের কোনও পাপারাৎজিই।

মেয়ের মুখ এখনও দেখাননি ওঁরা দু'জনেই। পাপারাৎজির কাছেও রেখেছেন একই অনুরোধ। তাঁদের কথাকে সম্মান জানিয়ে এখনও পর্যন্ত রাহার মুখ ফাঁস করেননি মুম্বইয়ের কোনও পাপারাৎজিই।

8 / 8
Follow Us: