Priyanka Chopra: শাড়ির তলায় গরম জলের বালতি, শুট করতে গিয়ে বিপত্তিতে যখন প্রিয়াঙ্কা

Bollywood Gossip: গানের দৃশ্য, পাহাড় কোলে সিফন শাড়ি পরে রোম্যান্স, এ যেন স্বপ্নের মতো সুন্দর। তবে বাস্তবে এই শুট করতে গিয়ে অনেকের মতোই বেগ পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতিতে ফিরলেন তিনি। কখনও শ্রীদেবী, কখনও আবার মাধুরী দীক্ষিত, প্রতিটা পদক্ষেপেই সেলেবরা এই চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন।

| Edited By: | Updated on: Nov 07, 2023 | 8:00 PM
মূল ধারার অভিনেত্রীদের কাজের ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। বিশেষ করে যে সকল দৃশ্য মধুর মনে হয়, তাতেই জড়িয়ে থাকে নানা গল্প।

মূল ধারার অভিনেত্রীদের কাজের ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। বিশেষ করে যে সকল দৃশ্য মধুর মনে হয়, তাতেই জড়িয়ে থাকে নানা গল্প।

1 / 8
যেমন গানের দৃশ্য, পাহাড় কোলে সিফন শাড়ি পরে রোম্যান্স, এ যেন স্বপ্নের মতো সুন্দর। তবে বাস্তবে এই শুট করতে গিয়ে অনেকের মতোই বেগ পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

যেমন গানের দৃশ্য, পাহাড় কোলে সিফন শাড়ি পরে রোম্যান্স, এ যেন স্বপ্নের মতো সুন্দর। তবে বাস্তবে এই শুট করতে গিয়ে অনেকের মতোই বেগ পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

2 / 8
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতিতে ফিরলেন তিনি। কখনও শ্রীদেবী, কখনও আবার মাধুরী দীক্ষিত, প্রতিটা পদক্ষেপেই সেলেবরা এই চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতিতে ফিরলেন তিনি। কখনও শ্রীদেবী, কখনও আবার মাধুরী দীক্ষিত, প্রতিটা পদক্ষেপেই সেলেবরা এই চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন।

3 / 8
প্রিয়াঙ্কা চোপড়াও তার ব্যতিক্রম নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন একবার তাঁরও ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল। তিনি ছিলেন সুইজ্যারল্যান্ডে

প্রিয়াঙ্কা চোপড়াও তার ব্যতিক্রম নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন একবার তাঁরও ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল। তিনি ছিলেন সুইজ্যারল্যান্ডে

4 / 8
সেখানেই গানের শুট চলছিল। তবে এতটাই ঠাণ্ডা ছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না প্রিয়াঙ্কা চোপড়া। রীতিমত কাঁপছিলেন।

সেখানেই গানের শুট চলছিল। তবে এতটাই ঠাণ্ডা ছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না প্রিয়াঙ্কা চোপড়া। রীতিমত কাঁপছিলেন।

5 / 8
তবে কাঁপুনি ফ্রেমে ধরা পড়লে চলবে না, তার ওপর মাথার ওপর ঘুরছিল হেলিকাপ্টার, বার্ড আই ভিউ নেবে বলে। তার পাখার হওয়া।

তবে কাঁপুনি ফ্রেমে ধরা পড়লে চলবে না, তার ওপর মাথার ওপর ঘুরছিল হেলিকাপ্টার, বার্ড আই ভিউ নেবে বলে। তার পাখার হওয়া।

6 / 8
প্রিয়াঙ্কা চোপড়া- একবার ইরফান খানের সঙ্গে এক ছবির শুটিং-এ ঘটে বড় ঘটনা। একে অন্যের গালে সপাটে চড় মারার দৃশ্যে এতটা জোরে মেরে বসেন, যে তা সহ্য করতে না পেরে, উল্টে সপাটে চড় মেরে দেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা চোপড়া- একবার ইরফান খানের সঙ্গে এক ছবির শুটিং-এ ঘটে বড় ঘটনা। একে অন্যের গালে সপাটে চড় মারার দৃশ্যে এতটা জোরে মেরে বসেন, যে তা সহ্য করতে না পেরে, উল্টে সপাটে চড় মেরে দেন প্রিয়াঙ্কা।

7 / 8
শুট সেভাবেই চলতে থাকে। ২০০৫ সালের ইয়াকিইন ছবির গানের দৃশ্যে এমনটাই ঘটেছিল বলে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

শুট সেভাবেই চলতে থাকে। ২০০৫ সালের ইয়াকিইন ছবির গানের দৃশ্যে এমনটাই ঘটেছিল বলে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

8 / 8
Follow Us: