Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aishwarya Assets: বচ্চন পরিবারের সম্পত্তি থেকে বঞ্চিত হলে কত কোটি পড়ে থাকবে ঐশ্বর্যের হাতে?

Aishwarya Rai Bachchan: ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের মোট সম্পত্তির চারগুন বেশি সম্পত্তি হল জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের। যদি বচ্চন পরিবারের টাকা তিনি না নেন, সেক্ষেত্রে কত কোটি থাকবে ঐশ্বর্যের কাছে?

| Edited By: | Updated on: Dec 18, 2023 | 7:37 PM
বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই জল্পনা তুঙ্গে। আর তা হল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর। দিন দিন নাকি দূরত্ব বাড়ছে তাঁদের।

বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই জল্পনা তুঙ্গে। আর তা হল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর। দিন দিন নাকি দূরত্ব বাড়ছে তাঁদের।

1 / 8
বচ্চন পরিবার নাকি ছেড়েছেন ঐশ্বর্য। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে ঐশ্বর্য রাই বচ্চন নাকি থাকছেন না আর বচ্চন পরিবারে। যদিও তাঁরা নাকি এই দূরত্বের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না।

বচ্চন পরিবার নাকি ছেড়েছেন ঐশ্বর্য। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে ঐশ্বর্য রাই বচ্চন নাকি থাকছেন না আর বচ্চন পরিবারে। যদিও তাঁরা নাকি এই দূরত্বের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না।

2 / 8
সূত্রের খবর সন্তানের মুখ চেয়ে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন নিজেদের সমস্যার কথা সামনে আনতে চাইছেন না। তবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে থাকেন যদি, তবে ঐশ্বর্যের বরাদে থাকবে কত কোটি?

সূত্রের খবর সন্তানের মুখ চেয়ে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন নিজেদের সমস্যার কথা সামনে আনতে চাইছেন না। তবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে থাকেন যদি, তবে ঐশ্বর্যের বরাদে থাকবে কত কোটি?

3 / 8
ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের মোট সম্পত্তির চারগুন বেশি সম্পত্তি হল জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের। যদি বচ্চন পরিবারের টাকা তিনি না নেন, সেক্ষেত্রে কত কোটি থাকবে ঐশ্বর্যের কাছে?

ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের মোট সম্পত্তির চারগুন বেশি সম্পত্তি হল জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের। যদি বচ্চন পরিবারের টাকা তিনি না নেন, সেক্ষেত্রে কত কোটি থাকবে ঐশ্বর্যের কাছে?

4 / 8
২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, ৭৭৬ কোটি টাকা। ঐশ্বর্য ছবি করে একচা সময় মোটা টাকা আয় করেছেন। ছবির জগত থেকে এখন তিনি বেশ কিছুটা দূরে।

২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, ৭৭৬ কোটি টাকা। ঐশ্বর্য ছবি করে একচা সময় মোটা টাকা আয় করেছেন। ছবির জগত থেকে এখন তিনি বেশ কিছুটা দূরে।

5 / 8
তবে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত তিনি। মাঝে মধ্যে বেশ কিছু ইভেন্টেও উপস্থিত হতে দেখা যায় তাঁকে। সেখান থেকেও আয় হয় তাঁর।

তবে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত তিনি। মাঝে মধ্যে বেশ কিছু ইভেন্টেও উপস্থিত হতে দেখা যায় তাঁকে। সেখান থেকেও আয় হয় তাঁর।

6 / 8
ঐশ্বর্য রাই বচ্চনের এই পরিমাণ টাকা সঙ্গে থেকে যাবে। পাশাপাশি তাঁদের দুটি গাড়ি রয়েছে নিজের। রয়েছে একটি বড় বাড়িও। সেখানেই এখন থাকছেন ঐশ্বর্য বলে বলিউড সূত্রে খবর।

ঐশ্বর্য রাই বচ্চনের এই পরিমাণ টাকা সঙ্গে থেকে যাবে। পাশাপাশি তাঁদের দুটি গাড়ি রয়েছে নিজের। রয়েছে একটি বড় বাড়িও। সেখানেই এখন থাকছেন ঐশ্বর্য বলে বলিউড সূত্রে খবর।

7 / 8
ফলে বচ্চন পরিবারের সম্পত্তি যদি তিনি নাও পান, তবে বেশ মোটা টাকাই রয়েছে তাঁর ঝুলিতে। যা অস্বীকার করার কোনও জায়গাই নেই।

ফলে বচ্চন পরিবারের সম্পত্তি যদি তিনি নাও পান, তবে বেশ মোটা টাকাই রয়েছে তাঁর ঝুলিতে। যা অস্বীকার করার কোনও জায়গাই নেই।

8 / 8
Follow Us:
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
'শেখা উচিত', শুভেন্দুকে সার্টিফিকেট হিরণ্ময় মহারাজের
'শেখা উচিত', শুভেন্দুকে সার্টিফিকেট হিরণ্ময় মহারাজের
১৯ বছরে বিয়ে, ৬ সন্তান, কে এই নাখোদার ইমাম?
১৯ বছরে বিয়ে, ৬ সন্তান, কে এই নাখোদার ইমাম?
স্কুলবাস নেই, 'গরু-ছাগলের মত নিয়ে যাওয়া হয়', অভিযোগ অভিভাবকদের
স্কুলবাস নেই, 'গরু-ছাগলের মত নিয়ে যাওয়া হয়', অভিযোগ অভিভাবকদের
জীবনের দাম ৩৫০ টাকা? 'ছেলেরাই কথা শোনে না...' আক্ষেপ বৃদ্ধের
জীবনের দাম ৩৫০ টাকা? 'ছেলেরাই কথা শোনে না...' আক্ষেপ বৃদ্ধের
৫২০ পয়েন্ট বাড়ল নিফটি ব্যাঙ্ক, পড়েছে ২ সরকারি ব্যাঙ্কের শেয়ারের দামও!
৫২০ পয়েন্ট বাড়ল নিফটি ব্যাঙ্ক, পড়েছে ২ সরকারি ব্যাঙ্কের শেয়ারের দামও!
যা রটে, কিছু তো ঘটে! এই প্রবাদ কি প্রযোজ্য?
যা রটে, কিছু তো ঘটে! এই প্রবাদ কি প্রযোজ্য?
ব্যর্থতা না থাকলে উপভোগ করা যায় না সাফল্য
ব্যর্থতা না থাকলে উপভোগ করা যায় না সাফল্য