Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanjay-Madhuri: মাধুরীর পিছনে ঘুরে ঘুরে প্রেমের প্রস্তাব সঞ্জয়ের, শেষে কি না পেলেন ‘জোকার’-এর তকমা

Relationship Gossip: সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত কোথাও গিয়ে যেন খুব চেনা ছন্দে সম্পর্কে এসেছিলেন। বলিপাড়ার চর্চিত এই জুটি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে বাস্তবে তাঁদের সেই সম্পর্কের সমীকরণ খুব বেশিদিন স্থায়ী হয়নি।

| Edited By: | Updated on: Oct 15, 2023 | 9:00 PM
পর্দায় তখন মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত মানেই অন্য মেজাজ। এই জুটির রসায়ন দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাতেন সকলেই। আর সেই জুটি যখন বাস্তবে একে অন্যের প্রেমে পড়লেন, তখন সবটাই ইতিহাস।

পর্দায় তখন মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত মানেই অন্য মেজাজ। এই জুটির রসায়ন দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাতেন সকলেই। আর সেই জুটি যখন বাস্তবে একে অন্যের প্রেমে পড়লেন, তখন সবটাই ইতিহাস।

1 / 8
সঞ্জয় দত্ত প্রথম থেকেই মন দিয়েছিলেন মাধুরী দীক্ষিতকে। শোনা যায় তিনি নাকি সারাদিন মাধুরী দীক্ষিতের পিছনে পিছনে ঘুরতেন। আর চুপি সাড়ে বলতেন I LOVE YOU.

সঞ্জয় দত্ত প্রথম থেকেই মন দিয়েছিলেন মাধুরী দীক্ষিতকে। শোনা যায় তিনি নাকি সারাদিন মাধুরী দীক্ষিতের পিছনে পিছনে ঘুরতেন। আর চুপি সাড়ে বলতেন I LOVE YOU.

2 / 8
বিষয়টা বিন্দুমাত্র অস্বীকার করেননি মাধুরী দীক্ষিত। তিনি জানিয়েছিলেন, সত্যি এমনটা ঘটেছিল। তবে তিনি বিষয়টা বেশ উপভোগ করতেন। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখও খোলেন তিনি।

বিষয়টা বিন্দুমাত্র অস্বীকার করেননি মাধুরী দীক্ষিত। তিনি জানিয়েছিলেন, সত্যি এমনটা ঘটেছিল। তবে তিনি বিষয়টা বেশ উপভোগ করতেন। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখও খোলেন তিনি।

3 / 8
বলেছিলেন, 'আমার প্রিয় পার্টনার। সে সত্যি জোকার। ওর গল্প আমায় সব সময় হাসাত। তবে ও একজন জেন্টালম্যানও বটে। সঞ্জু দারুণ মনের মানুষ।'

বলেছিলেন, 'আমার প্রিয় পার্টনার। সে সত্যি জোকার। ওর গল্প আমায় সব সময় হাসাত। তবে ও একজন জেন্টালম্যানও বটে। সঞ্জু দারুণ মনের মানুষ।'

4 / 8
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, 'ওর খুব ভাল মনের মানুষ। ওর খুব ভাল রসিকতা বোধ রয়েছে। ও একমাত্র মানুষ যে আমায় হাসাতে পারে।'

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, 'ওর খুব ভাল মনের মানুষ। ওর খুব ভাল রসিকতা বোধ রয়েছে। ও একমাত্র মানুষ যে আমায় হাসাতে পারে।'

5 / 8
'ও কোনও গেম খেলে না। ও খোলা মনের মানুষ।' মাধুরীও তখন মন দিয়েছিলেন সঞ্জয় দত্তকে। তাঁদের বিয়ের কথাও চলছিল। যদিও সবটা পাল্টে যায় সঞ্জয়ের নামে অভিযোগ দায়ের পর।

'ও কোনও গেম খেলে না। ও খোলা মনের মানুষ।' মাধুরীও তখন মন দিয়েছিলেন সঞ্জয় দত্তকে। তাঁদের বিয়ের কথাও চলছিল। যদিও সবটা পাল্টে যায় সঞ্জয়ের নামে অভিযোগ দায়ের পর।

6 / 8
যদিও সঞ্জয় দত্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিলেও তিনি মাধুরীকে নিজের জীবনে পাননি। তাঁরে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। তারপর সবটাই সকলের জানা।

যদিও সঞ্জয় দত্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিলেও তিনি মাধুরীকে নিজের জীবনে পাননি। তাঁরে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। তারপর সবটাই সকলের জানা।

7 / 8
সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত কোথাও গিয়ে যেন খুব চেনা ছন্দে সম্পর্কে এসেছিলেন। বলিপাড়ার চর্চিত এই জুটি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে বাস্তবে তাঁদের সেই সম্পর্কের সমীকরণ খুব বেশিদিন স্থায়ী হয়নি।

সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত কোথাও গিয়ে যেন খুব চেনা ছন্দে সম্পর্কে এসেছিলেন। বলিপাড়ার চর্চিত এই জুটি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে বাস্তবে তাঁদের সেই সম্পর্কের সমীকরণ খুব বেশিদিন স্থায়ী হয়নি।

8 / 8
Follow Us: