Allu Arjun assets: মোট কত কোটির মালিক জানেন পুষ্পা স্টার? বাংলোর দাম শুনলে অবাক হবেন

Total Assets: 'পুষ্পা' মুক্তি পাওয়ার পর থেকেই একটা প্রশ্ন বার বার উঠে এসেছে, কবে মুক্তি পেতে চলেছে পুষ্পা ২ ছবি। খুব বেশি অপেক্ষা না করিয়ে, আল্লু অর্জুন জানিয়েছিলেন, ১৫ অগস্ট ২০২৪ সালে মুক্তি পাবে এই ছবি।

| Edited By: | Updated on: Oct 17, 2023 | 5:05 PM
আল্লু অর্জুন প্রথম থেকেই দক্ষিণী দুনিয়ায় ঝড় তুলেছেন। একের পর এক ছবি তাঁর সুপারহিট। তবে প্যান ইন্ডিয়া অভিনেতা হয়ে ওঠা তাঁর পুষ্পা ছবি মুক্তির পর থেকে।

আল্লু অর্জুন প্রথম থেকেই দক্ষিণী দুনিয়ায় ঝড় তুলেছেন। একের পর এক ছবি তাঁর সুপারহিট। তবে প্যান ইন্ডিয়া অভিনেতা হয়ে ওঠা তাঁর পুষ্পা ছবি মুক্তির পর থেকে।

1 / 8
এই ছবি করার পর থেকেই দ্বিগুণ হয়েছে অভিনেতার পারিশ্রিম। আগে একটি ছবি করতে আল্লু অর্জুন পারিশ্রমিক বাবদ নিতেন ৩৫ থেকে ৪০ কোটি টাকা।

এই ছবি করার পর থেকেই দ্বিগুণ হয়েছে অভিনেতার পারিশ্রিম। আগে একটি ছবি করতে আল্লু অর্জুন পারিশ্রমিক বাবদ নিতেন ৩৫ থেকে ৪০ কোটি টাকা।

2 / 8
বর্তমানে তাঁর সেই পারিশ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ কোটি টাকা।  পুষ্পা ছবির জন্য তিনি নিয়েছিলেন ৩৫ কোটি। যদিও শোনা যাচ্ছে তিনি বর্তমানে তাঁর পারিশ্রমিক বাড়িয়ে করেছেন ১০০ কোটি।

বর্তমানে তাঁর সেই পারিশ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ কোটি টাকা। পুষ্পা ছবির জন্য তিনি নিয়েছিলেন ৩৫ কোটি। যদিও শোনা যাচ্ছে তিনি বর্তমানে তাঁর পারিশ্রমিক বাড়িয়ে করেছেন ১০০ কোটি।

3 / 8
 আল্লু অর্জুনের মোট সম্পত্তির পরিমাণ ৪৫০ কোটি টাকা। মোটি বারোটি ব্র্যান্ডে অ্যাম্বাসাডর তিনি। তাঁর বাবার সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকা।

আল্লু অর্জুনের মোট সম্পত্তির পরিমাণ ৪৫০ কোটি টাকা। মোটি বারোটি ব্র্যান্ডে অ্যাম্বাসাডর তিনি। তাঁর বাবার সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকা।

4 / 8
তাও আল্লুর দখলে। বছরে তাঁর গড় আয় ৯০ কোটি টাকা। বিজ্ঞাপন পিছু তিনি পেয়ে থাকেন ১০ কোটি টাকা। আল্লুর রয়েছে বিলাস বহুল এক বাংলো।

তাও আল্লুর দখলে। বছরে তাঁর গড় আয় ৯০ কোটি টাকা। বিজ্ঞাপন পিছু তিনি পেয়ে থাকেন ১০ কোটি টাকা। আল্লুর রয়েছে বিলাস বহুল এক বাংলো।

5 / 8
যেখানে অধিকাংশই AA ট্যাগ দেওয়া। এটাই অভিনেতার সিগনেচার। ৮০০০ বর্গ ফুট জায়গা নিয়ে তৈরি আল্লুর বাংলো। যার দাম ১০০ কোটি টাকা।

যেখানে অধিকাংশই AA ট্যাগ দেওয়া। এটাই অভিনেতার সিগনেচার। ৮০০০ বর্গ ফুট জায়গা নিয়ে তৈরি আল্লুর বাংলো। যার দাম ১০০ কোটি টাকা।

6 / 8
তেলুগু সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও অভিনেতা জাতীয় পুরস্কার জিতে নিলেন। অতীতে তেলুগু সিনেমা জাতীয় পুরস্কার পেয়েছে বটে, তবে সেক্ষেত্রে কোনও অভিনেতা এই পুরস্কার পাননি।

তেলুগু সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও অভিনেতা জাতীয় পুরস্কার জিতে নিলেন। অতীতে তেলুগু সিনেমা জাতীয় পুরস্কার পেয়েছে বটে, তবে সেক্ষেত্রে কোনও অভিনেতা এই পুরস্কার পাননি।

7 / 8
তবে থেকেই একটা প্রশ্ন বার বার উঠে এসেছে, কবে মুক্তি পেতে চলেছে পুষ্পা ২ ছবি। খুব বেশি অপেক্ষা না করিয়ে, আল্লু অর্জুন জানিয়েছিলেন, ১৫ অগস্ট ২০২৪ সালে মুক্তি পাবে এই ছবি।

তবে থেকেই একটা প্রশ্ন বার বার উঠে এসেছে, কবে মুক্তি পেতে চলেছে পুষ্পা ২ ছবি। খুব বেশি অপেক্ষা না করিয়ে, আল্লু অর্জুন জানিয়েছিলেন, ১৫ অগস্ট ২০২৪ সালে মুক্তি পাবে এই ছবি।

8 / 8
Follow Us: