Smartphone Features 2023: ফাস্ট চার্জিং থেকে স্যাটেলাইট কলিং, 2023-এ স্মার্টফোন জগতে যে সব বিপ্লব ঘটবে

Upcoming Smartphone Features: নতুন বছরে স্মার্টফোনে নতুন কিছু প্রযুক্তি অফার করা হবে।

| Edited By: | Updated on: Jan 01, 2023 | 9:00 AM
স্মার্টফোন নির্মাতারা 2023 সালে ডিভাইসগুলিতে বেশ কয়েকটি নতুন ফিচার চালু করবে বলে আশা করা হচ্ছে। নতুন বছরে স্মার্টফোনে নতুন প্রযুক্তি অফার করা হবে। এবার দেখে নেওয়া যাক স্মার্টফোন সংস্থাগুলি নতুন কী-কী প্রযুক্তি অফার করবে।

স্মার্টফোন নির্মাতারা 2023 সালে ডিভাইসগুলিতে বেশ কয়েকটি নতুন ফিচার চালু করবে বলে আশা করা হচ্ছে। নতুন বছরে স্মার্টফোনে নতুন প্রযুক্তি অফার করা হবে। এবার দেখে নেওয়া যাক স্মার্টফোন সংস্থাগুলি নতুন কী-কী প্রযুক্তি অফার করবে।

1 / 7
স্যাটেলাইট  সাপোর্ট (Satellite support): গুগল অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গে স্যাটেলাইট যোগাযোগ চালু করতে পারে। এতদিন স্যাটেলাইট  সাপোর্ট শুধুমাত্র অ্যাপলের ফোনগুলিতেই ছিল। গুগলের অ্যান্ড্রয়েডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশিমা লকহেইমার বলেন, 2023-এ অ্যান্ড্রয়েড 14-এ স্যাটেলাইট সংযোগ যোগ করা হবে।

স্যাটেলাইট সাপোর্ট (Satellite support): গুগল অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গে স্যাটেলাইট যোগাযোগ চালু করতে পারে। এতদিন স্যাটেলাইট সাপোর্ট শুধুমাত্র অ্যাপলের ফোনগুলিতেই ছিল। গুগলের অ্যান্ড্রয়েডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশিমা লকহেইমার বলেন, 2023-এ অ্যান্ড্রয়েড 14-এ স্যাটেলাইট সংযোগ যোগ করা হবে।

2 / 7
আপডেটযোগ্য রুট সার্টিফিকেট (Updatable root certificates): মূল পরিবর্তনগুলির মধ্যে একটি হল রুট সার্টিফিকেট আপডেট করার ক্ষমতা। গুগল প্লে সিস্টেম আপডেট (Play System Update) ব্যবহার করে ব্যবহারকারীরা রুট সার্টিফিকেট আপডেট করতে পারবে।

আপডেটযোগ্য রুট সার্টিফিকেট (Updatable root certificates): মূল পরিবর্তনগুলির মধ্যে একটি হল রুট সার্টিফিকেট আপডেট করার ক্ষমতা। গুগল প্লে সিস্টেম আপডেট (Play System Update) ব্যবহার করে ব্যবহারকারীরা রুট সার্টিফিকেট আপডেট করতে পারবে।

3 / 7
উন্নত ক্যামেরা (Improved cameras): 2023 সালে স্মার্টফোনের ক্যামেরাগুলি আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। গত কয়েক বছরে ক্যামেরাগুলি অনেক উন্নত হয়েছে। স্মার্টফোন কোম্পানিগুলি প্রতি বছর সফ্টওয়্যার এবং হার্ডওয়্যারের সঙ্গে ক্যামেরারও উন্নতি করে চলেছে।

উন্নত ক্যামেরা (Improved cameras): 2023 সালে স্মার্টফোনের ক্যামেরাগুলি আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। গত কয়েক বছরে ক্যামেরাগুলি অনেক উন্নত হয়েছে। স্মার্টফোন কোম্পানিগুলি প্রতি বছর সফ্টওয়্যার এবং হার্ডওয়্যারের সঙ্গে ক্যামেরারও উন্নতি করে চলেছে।

4 / 7
 ইউএসবি টাইপ-সি পোর্ট সহ আইফোন (iPhones with USB Type-C ports): অ্যাপল অবশেষে USB টাইপ-সি পোর্ট আনবে বলে আশা করা হচ্ছে। যেহেতু আইফোনগুলি চার্জার সহ বাজারে আসে না, তাই 2023 সালে USB টাইপ-সি পোর্ট সহ আইফোন আসবে। এতে ব্যবহারকারীদের আর আলাদা করে অ্যাপল থেকে চার্জার কিনতে হবে না।

ইউএসবি টাইপ-সি পোর্ট সহ আইফোন (iPhones with USB Type-C ports): অ্যাপল অবশেষে USB টাইপ-সি পোর্ট আনবে বলে আশা করা হচ্ছে। যেহেতু আইফোনগুলি চার্জার সহ বাজারে আসে না, তাই 2023 সালে USB টাইপ-সি পোর্ট সহ আইফোন আসবে। এতে ব্যবহারকারীদের আর আলাদা করে অ্যাপল থেকে চার্জার কিনতে হবে না।

5 / 7
উন্নত ফাস্ট চার্জিং (Improved fast charging): ফাস্ট চার্জিং বর্তমান স্মার্টফোন মার্কেটে একটি ফিচাররূপে দেখা হয়। স্মার্টফোন ব্র‍্যান্ডগুলো কে কার চেয়ে অধিক ফাস্ট চার্জিং ফিচার প্রদান করতে পারে তা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত। 2023 সালে বেশিরভাগ ফোনের মূল আকর্ষণ হবে ফাস্ট চার্জিং।

উন্নত ফাস্ট চার্জিং (Improved fast charging): ফাস্ট চার্জিং বর্তমান স্মার্টফোন মার্কেটে একটি ফিচাররূপে দেখা হয়। স্মার্টফোন ব্র‍্যান্ডগুলো কে কার চেয়ে অধিক ফাস্ট চার্জিং ফিচার প্রদান করতে পারে তা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত। 2023 সালে বেশিরভাগ ফোনের মূল আকর্ষণ হবে ফাস্ট চার্জিং।

6 / 7
Realme, GT Neo 5, 240W দ্রুত চার্জিং অফার করবে বলে আশা করা হচ্ছে। শুধু Realme নয়, Xiaomi ও Redmi Note 12  200W ও 210W ফাস্ট চার্জিং অফার করবে। 210W ফাস্ট চার্জিং প্রযুক্তি মাত্র নয় মিনিটের মধ্যে ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ করতে পারে।

Realme, GT Neo 5, 240W দ্রুত চার্জিং অফার করবে বলে আশা করা হচ্ছে। শুধু Realme নয়, Xiaomi ও Redmi Note 12 200W ও 210W ফাস্ট চার্জিং অফার করবে। 210W ফাস্ট চার্জিং প্রযুক্তি মাত্র নয় মিনিটের মধ্যে ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ করতে পারে।

7 / 7
Follow Us: