Cristiano Ronaldo: রোনাল্ডো আল নাসেরে কী কী সুবিধে পেতে চলেছেন?
Al Nassr: নতুন বছরে নতুন ক্লাবে খেলতে চলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরে রেকর্ড অর্থে যোগ দিয়েছেন সিআর সেভেন। সৌদির এই জনপ্রিয় ক্লাব থেকে প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো করে পাবেন প্রাক্তন ম্যান ইউ তারকা রোনাল্ডো। ভারতীয় মুদ্রায় হিসেব করলে প্রতি বছর আল নাসের থেকে ১৭৭৫ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার ২২৬ টাকা পেতে চলেছেন রোনাল্ডো। এ তো গেল টাকার অঙ্ক। আল নাসের থেকে আর কী কী পেতে চলেছেন সিআর সেভেন?
Most Read Stories