Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo: রোনাল্ডো আল নাসেরে কী কী সুবিধে পেতে চলেছেন?

Al Nassr: নতুন বছরে নতুন ক্লাবে খেলতে চলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরে রেকর্ড অর্থে যোগ দিয়েছেন সিআর সেভেন। সৌদির এই জনপ্রিয় ক্লাব থেকে প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো করে পাবেন প্রাক্তন ম্যান ইউ তারকা রোনাল্ডো। ভারতীয় মুদ্রায় হিসেব করলে প্রতি বছর আল নাসের থেকে ১৭৭৫ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার ২২৬ টাকা পেতে চলেছেন রোনাল্ডো। এ তো গেল টাকার অঙ্ক। আল নাসের থেকে আর কী কী পেতে চলেছেন সিআর সেভেন?

| Edited By: | Updated on: Jan 01, 2023 | 5:08 PM
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর পরিবারের এ বার নতুন ঠিকানা হতে চলেছে। সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে সিআর সেভেনের নতুন চুক্তি হওয়ার পর, স্বাভাবিকভাবেই রোনাল্ডোকে পাড়ি দিতে হচ্ছে মধ্য প্রাচ্যে। Credit - Twitter

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর পরিবারের এ বার নতুন ঠিকানা হতে চলেছে। সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে সিআর সেভেনের নতুন চুক্তি হওয়ার পর, স্বাভাবিকভাবেই রোনাল্ডোকে পাড়ি দিতে হচ্ছে মধ্য প্রাচ্যে। Credit - Twitter

1 / 7
সৌদি আরবের ক্লাব আল নাসেরে সিআর সেভেন যোগ দেওয়ায়, সেখানে তিনি বিপুল পরিমাণ অর্থ তো পাচ্ছেনই, পাশাপাশি নতুন ক্লাবে যোগ দিয়ে তাঁর সম্পত্তির সঙ্গে জুড়তে চলেছে দারুণ ম্যানসন। যেখানে রোনাল্ডো ও তাঁর পরিবারের নিরাপত্তার দিকটিও বিশেষ নজরে রাখা হবে। Credit: www.propertyfinder.sa

সৌদি আরবের ক্লাব আল নাসেরে সিআর সেভেন যোগ দেওয়ায়, সেখানে তিনি বিপুল পরিমাণ অর্থ তো পাচ্ছেনই, পাশাপাশি নতুন ক্লাবে যোগ দিয়ে তাঁর সম্পত্তির সঙ্গে জুড়তে চলেছে দারুণ ম্যানসন। যেখানে রোনাল্ডো ও তাঁর পরিবারের নিরাপত্তার দিকটিও বিশেষ নজরে রাখা হবে। Credit: www.propertyfinder.sa

2 / 7
সিআর সেভেনের নতুন ক্লাব আল নাসের রিয়াদে অবস্থিত। সৌদি আরবের রাজধানী। যেখানে তাপমাত্রা ৫০ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে এবং সেখানে বালুঝড় হওয়া সাধারণ ব্যপার। এক সময় রিয়াদ ছিল তাল গাছে ঘেরা বিস্তীর্ণ মরুভূমি। সেখানে এখন গগনচুম্বী অট্টালিকা, শপিং মল এবং ঐতিহাসিক মসজিদের সমাহার। Credit - Twitter

সিআর সেভেনের নতুন ক্লাব আল নাসের রিয়াদে অবস্থিত। সৌদি আরবের রাজধানী। যেখানে তাপমাত্রা ৫০ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে এবং সেখানে বালুঝড় হওয়া সাধারণ ব্যপার। এক সময় রিয়াদ ছিল তাল গাছে ঘেরা বিস্তীর্ণ মরুভূমি। সেখানে এখন গগনচুম্বী অট্টালিকা, শপিং মল এবং ঐতিহাসিক মসজিদের সমাহার। Credit - Twitter

3 / 7
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন তাঁর দেশকে আরও আধুনিক করতে যান। যে কারণে, সেখানে দিন দিন বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর বন্দোবস্ত করছেন। Credit: www.propertyfinder.sa

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন তাঁর দেশকে আরও আধুনিক করতে যান। যে কারণে, সেখানে দিন দিন বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর বন্দোবস্ত করছেন। Credit: www.propertyfinder.sa

4 / 7
রিয়াদে অনেক ধনী এলাকা রয়েছে। রোনাল্ডো এবং তাঁর পরিবার আল মুহাম্মদিয়াতে থাকতে পারেন। যেখানে শহরের সেরা রেস্তোরাঁ রয়েছে। এখানে আসা সকলেই দারুণ সময় কাটান বলেই জানা গিয়েছে। Credit - Twitter

রিয়াদে অনেক ধনী এলাকা রয়েছে। রোনাল্ডো এবং তাঁর পরিবার আল মুহাম্মদিয়াতে থাকতে পারেন। যেখানে শহরের সেরা রেস্তোরাঁ রয়েছে। এখানে আসা সকলেই দারুণ সময় কাটান বলেই জানা গিয়েছে। Credit - Twitter

5 / 7
তা ছাড়া রোনাল্ডোর নতুন ঠিকানা হতে পারে আল নাখিল। যেখানে রোনাল্ডো ও জর্জিনা তাঁদের বাচ্চাদের জন্য সেরা আন্তর্জাতিক স্কুল বেছে নিতে পারবে। ওই এলাকাটি ঊচ্চশিক্ষার জন্য সঠিক জায়গা। Credit - Twitter

তা ছাড়া রোনাল্ডোর নতুন ঠিকানা হতে পারে আল নাখিল। যেখানে রোনাল্ডো ও জর্জিনা তাঁদের বাচ্চাদের জন্য সেরা আন্তর্জাতিক স্কুল বেছে নিতে পারবে। ওই এলাকাটি ঊচ্চশিক্ষার জন্য সঠিক জায়গা। Credit - Twitter

6 / 7
রিয়াদে প্রচুর অত্যাধুনিক ম্যানসন রয়েছে। যেখানে রোনাল্ডোরা আরামে থাকতে পারবেন, যা পশ্চিমিদের জন্য আদর্শ। এই ধরণের প্রাসাদপম প্যালেসের বেশিরভাগেই নিজস্ব সুইমিং পুল, প্রি-স্কুল, দোকান, ক্লিনিক, জিম এবং রেস্তোরাঁ রয়েছে। যার অর্থ আপনাকে কখনই কম্পাউন্ড ছেড়ে যেতে হবে না। একটি আট বেডরুমের মেগা ম্যানসন রোনাল্ডোর নতুন ঠিকানা হতে পারে। যেখানে ব্যক্তিগত অলিম্পিক-আকারের সুইমিং পুল, একটি অসামান্য জলপ্রপাত সহ একটি অভ্যর্থনা কক্ষ রয়েছে। Credit: www.propertyfinder.sa

রিয়াদে প্রচুর অত্যাধুনিক ম্যানসন রয়েছে। যেখানে রোনাল্ডোরা আরামে থাকতে পারবেন, যা পশ্চিমিদের জন্য আদর্শ। এই ধরণের প্রাসাদপম প্যালেসের বেশিরভাগেই নিজস্ব সুইমিং পুল, প্রি-স্কুল, দোকান, ক্লিনিক, জিম এবং রেস্তোরাঁ রয়েছে। যার অর্থ আপনাকে কখনই কম্পাউন্ড ছেড়ে যেতে হবে না। একটি আট বেডরুমের মেগা ম্যানসন রোনাল্ডোর নতুন ঠিকানা হতে পারে। যেখানে ব্যক্তিগত অলিম্পিক-আকারের সুইমিং পুল, একটি অসামান্য জলপ্রপাত সহ একটি অভ্যর্থনা কক্ষ রয়েছে। Credit: www.propertyfinder.sa

7 / 7
Follow Us: