২৪ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে ফুটবল বিশ্বকাপের প্রথম ম্য়াচ ব্রাজিলের। স্বাভাবিকভাবেই এইসময়ে প্রস্তুতিতে মগ্ন থাকার কথা সেলেকাওদের। কিন্তু কোথায় কী? ব্রাজিল শিবিরে দেখা গেল উল্টো ছবি। (ছবি:FIFA Video Screengrab)
ফুটবল ছেড়ে বাস্কেটবলে মেতেছেন নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র। সঙ্গী লুকাস পাকুয়েতা। জাতীয় দলের সতীর্থর সঙ্গে বাস্কেটবলে মজলেন নেইমার।(ছবি:FIFA Video Screengrab)
নেইমার-পাকুয়েতাকে বাস্কেটবল উপভোগ করতে দেখে বাকিরাও থাকতে পারেননি। ব্রাজিল দলের বাকি সদস্যরাও যোগ দেন। (ছবি:FIFA Video Screengrab)
নেইমারদের হাসি, মজা, খুনসুটিতে মেতে উঠতে দেখা গিয়েছে।(ছবি:FIFA Video Screengrab)
ফুটবল বিশ্বকাপে প্রতিবারই অতিরিক্ত চাপ মাথায় থাকে সেলেকাওদের। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে ব্রাজিল সমর্থক। হেক্সার লক্ষ্যে কাতারে যাওয়া নেইমাররা বিশ্বকাপ অভিযান শুরুর আগে এভাবেই চাপ কিছুটা কমানোর চেষ্টা করলেন।(ছবি:FIFA Video Screengrab)