দীপিকা থেকে শ্রুতি … বলিউডের এই ৪ অভিনেত্রীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রভাস

কোন চার অভিনেতার সঙ্গে কী ছবিতে জুটি বাঁধছেন প্রভাস? আসুন, দেখে নেওয়া যাক।

| Edited By: | Updated on: Aug 22, 2021 | 9:34 AM
একসঙ্গে চার চারটে বিগ বাজেট ছবি। আর ওই চার ছবিতে আনকোরা নতুন জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। একদিকে দীপিকা পাড়ুকোনের মতো প্রথম সারির অভিনেত্রী ঠিক তেমনি রয়েছেন শ্রুতি হাসানের মতো দক্ষিণী অভিনেত্রীও। কোন চার অভিনেতার সঙ্গে কী ছবিতে জুটি বাঁধছেন প্রভাস? আসুন, দেখে নেওয়া যাক।

একসঙ্গে চার চারটে বিগ বাজেট ছবি। আর ওই চার ছবিতে আনকোরা নতুন জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। একদিকে দীপিকা পাড়ুকোনের মতো প্রথম সারির অভিনেত্রী ঠিক তেমনি রয়েছেন শ্রুতি হাসানের মতো দক্ষিণী অভিনেত্রীও। কোন চার অভিনেতার সঙ্গে কী ছবিতে জুটি বাঁধছেন প্রভাস? আসুন, দেখে নেওয়া যাক।

1 / 6
সাইন্স ফিকশন ছবি 'কে' তে থাকছেন প্রভাস-দীপিকা। এই প্রথম বার একসঙ্গে দেখা যাবে তাঁকে। ফ্যানেদের উৎসাহ থামছেই না।

সাইন্স ফিকশন ছবি 'কে' তে থাকছেন প্রভাস-দীপিকা। এই প্রথম বার একসঙ্গে দেখা যাবে তাঁকে। ফ্যানেদের উৎসাহ থামছেই না।

2 / 6
কৃতি শ্যাননের হিট মেশিন অব্যাহত। আর হিট মেশিনেই অন্যতম সংযোজন আদিপুরুষ। এই ছবিতে কৃতির বিপরীতে রয়েছেন প্রভাস। এটি আদপে মিথোলজিকাল ছবি। আর প্রভাসের এই ধারার ছবিতে অভিনয়ের দক্ষতা আগেই দেখা গিয়েছে বাহুবলীতে।

কৃতি শ্যাননের হিট মেশিন অব্যাহত। আর হিট মেশিনেই অন্যতম সংযোজন আদিপুরুষ। এই ছবিতে কৃতির বিপরীতে রয়েছেন প্রভাস। এটি আদপে মিথোলজিকাল ছবি। আর প্রভাসের এই ধারার ছবিতে অভিনয়ের দক্ষতা আগেই দেখা গিয়েছে বাহুবলীতে।

3 / 6
রাধে শ্যাম ছবিতে আবার পূজা হেগড়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। পোস্টার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।

রাধে শ্যাম ছবিতে আবার পূজা হেগড়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। পোস্টার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।

4 / 6
চমকে দিয়েছে ছবির পোস্টার। ছবির নাম সালার। ছবিতে প্রভাসের বিপরীতে শ্রুতি। শোনা যাচ্ছে ছবিটি নাকি থ্রিলার। অপেক্ষায় ফ্যানেরা।

চমকে দিয়েছে ছবির পোস্টার। ছবির নাম সালার। ছবিতে প্রভাসের বিপরীতে শ্রুতি। শোনা যাচ্ছে ছবিটি নাকি থ্রিলার। অপেক্ষায় ফ্যানেরা।

5 / 6
চার নতুন জুটি দেখতে চলেছে সিনেপ্রেমীরা। তবু কোথাও গিয়ে মন খারাপ প্রভাস ভক্তদের। তাঁরা অপেক্ষা করে আছেন অনস্ক্রিন হিট জুটি প্রভাস ও অনুষ্কার রোম্যান্স দেখবার জন্য। দিল্লি কি অনেক দূর?

চার নতুন জুটি দেখতে চলেছে সিনেপ্রেমীরা। তবু কোথাও গিয়ে মন খারাপ প্রভাস ভক্তদের। তাঁরা অপেক্ষা করে আছেন অনস্ক্রিন হিট জুটি প্রভাস ও অনুষ্কার রোম্যান্স দেখবার জন্য। দিল্লি কি অনেক দূর?

6 / 6
Follow Us: