তাই তারা যখন কোনও ছবির অভিনেতাকে পছন্দ করে, তখন সেই অভিনেতার সব কাজকেই গ্রহণ করে। শুধু তাই নয়, আমির খানের মতে, পুরো জেনরেশনটাই প্রায় ১৫ বছর সেই অভিনেতার ভক্ত হয়েই থেকে যায়।
সুস্মিতা সেন- বিয়ের আগে সঙ্গমে লিপ্ত হয়ে রীতিমত অস্বস্তিতে পড়তে হয় সুস্মিতা সেনকে। ব্যক্তিগত জীবনে তিনি ঠিক কী করছেন, তার জেরে এফআইআর, নিজেই অবাক হয়েছিলেন সুস্মিতা।
ঐশ্বর্য রাই বচ্চন- ঐশ্বর্য রাই বচ্চন ধুম ছবিতে হৃত্বিকের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বন করতেই তা ভাইরাল সর্বত্র। তা নিয়ে ওঠে রীতিমত আপত্তি। এফআইআর-ও দায়ের করা হয় ঐশ্বর্য রাই বচ্চনের বিরুদ্ধে।
ভিকি কৌশল- ২০২২ সালের শুরুতেই ঘটে বিপত্তি। রাস্তার মাঝে লুকাছুপি ২ ছবির শুটিং করছিলেন ভিকি কৌশল ও সারা আলি খান। শুটিং সেটে ব্যবহার করা স্কুটারের নম্বর মিলে যায় এক স্থানীয় ব্যক্তির সঙ্গে। তারপরই দায়ের এফআইআর।
অমিতাভ বচ্চন- নিয়ম মেনে জাতীয় সঙ্গীত গাননি অমিতাভ বচ্চন। একবার ১ মিনিট ৫২ সেকেন্ডের বদলে এই গান তিনি শেষ করেছিলেন ১ মিনিট ২৬ সেকেন্ডে। তারপরই আইনীজটে পড়তে হয় তাঁকে।