Face Mapping: ফেস ম্যাপিংয়ের মাধ্যমে বোঝা যায় শরীরের কোথায় কী রোগ হয়েছে, কীভাবে? জেনে নিন…

ফেস ম্যাপিংয়ের মাধ্যমে শরীরের কোনও ভারসাম্যহীনতা হলে তা মুখের নির্দিষ্ট অংশে ব্রন, লালভাব, শুষ্কতার মাধ্যমে ত্বকই জানিয়ে দেয়। অর্থাৎ মুখের ত্বক দেখেই শরীর ঠিক আছে কি না জানা যাবে।

| Edited By: | Updated on: Nov 27, 2021 | 1:41 PM
ঠোঁটের চারিদিকে-হরমোন ও অন্ত্র, ঠোঁটের চারিদিকে ব্রন কিংবা শুষ্কতার সঙ্গে হরমোনাল ভারসাম্যহীনতা, প্রজননের অঙ্গ, ওভুলেশন চক্র এবং পাকস্থলী সংক্রান্ত সমস্যার যোগাযোগ রয়েছে।

ঠোঁটের চারিদিকে-হরমোন ও অন্ত্র, ঠোঁটের চারিদিকে ব্রন কিংবা শুষ্কতার সঙ্গে হরমোনাল ভারসাম্যহীনতা, প্রজননের অঙ্গ, ওভুলেশন চক্র এবং পাকস্থলী সংক্রান্ত সমস্যার যোগাযোগ রয়েছে।

1 / 6
চোখের তলা এবং ভ্রূ-র মাঝখান-লিভার এবং পাকস্থলী, অত্যাধিক অ্যালকোহল খেলে, ঘুম কম হলে, ডিহাইড্রেশনের কারণে সাধারণত চোখের তলায় এবং ভ্রূ-র মাঝখানের ত্বকে প্রভাব পড়ে।

চোখের তলা এবং ভ্রূ-র মাঝখান-লিভার এবং পাকস্থলী, অত্যাধিক অ্যালকোহল খেলে, ঘুম কম হলে, ডিহাইড্রেশনের কারণে সাধারণত চোখের তলায় এবং ভ্রূ-র মাঝখানের ত্বকে প্রভাব পড়ে।

2 / 6
কান এবং কপালের পার্শ্বস্থান-কিডনি, কানে এবং কপালের পাশে সংক্রমন হলে তা লিম্ফ্যাটিক সঞ্চালনে সমস্যা, অস্বাস্থ্যকর ডায়েট, ডিহাইড্রেশন এবং অতিরিক্ত চিন্তার ইঙ্গিত দেয়।

কান এবং কপালের পার্শ্বস্থান-কিডনি, কানে এবং কপালের পাশে সংক্রমন হলে তা লিম্ফ্যাটিক সঞ্চালনে সমস্যা, অস্বাস্থ্যকর ডায়েট, ডিহাইড্রেশন এবং অতিরিক্ত চিন্তার ইঙ্গিত দেয়।

3 / 6
কপাল-মূত্রাশয় এবং অন্ত্র, কপালে কোনও ত্বকের সমস্যা হলে তার পিছনে মূত্রাশয় বা হজমের সমস্যা থাকতে পারে। ঘুম কম হলে কিংবা দুশ্চিন্তা বাড়লেও কপালে প্রভাব পড়তে পারে।

কপাল-মূত্রাশয় এবং অন্ত্র, কপালে কোনও ত্বকের সমস্যা হলে তার পিছনে মূত্রাশয় বা হজমের সমস্যা থাকতে পারে। ঘুম কম হলে কিংবা দুশ্চিন্তা বাড়লেও কপালে প্রভাব পড়তে পারে।

4 / 6
নাক-হার্ট, নাকের সঙ্গে হার্টের যোগসূত্র রয়েছে। তাই নাকের ত্বক ব্লাড প্রেসারের মাত্রা এবং রক্ত সঞ্চালন চিহ্নিত করতে পারে। নাকের ত্বক দেখে আমাদের খাদ্যাভাস এবং নুন খাওয়ার পরিমাণও বোঝা যায়।

নাক-হার্ট, নাকের সঙ্গে হার্টের যোগসূত্র রয়েছে। তাই নাকের ত্বক ব্লাড প্রেসারের মাত্রা এবং রক্ত সঞ্চালন চিহ্নিত করতে পারে। নাকের ত্বক দেখে আমাদের খাদ্যাভাস এবং নুন খাওয়ার পরিমাণও বোঝা যায়।

5 / 6
ফেস ম্যাপিং হল ৩০০০ বছরের পুরনো একটি চিনা অভ্যাস। যা মুখের অবস্থা পর্যবেক্ষণ করে অনেক মারণ রোগ চিহ্নিত করতে এবং নিরাময়ে সাহায্য করে।

ফেস ম্যাপিং হল ৩০০০ বছরের পুরনো একটি চিনা অভ্যাস। যা মুখের অবস্থা পর্যবেক্ষণ করে অনেক মারণ রোগ চিহ্নিত করতে এবং নিরাময়ে সাহায্য করে।

6 / 6
Follow Us: