HBD SRK: শাহরুখের সঙ্গে ছবির অফার প্রত্যাহার করেছেন যে ৬ নায়িকা!

অনেক অভিনেত্রী রয়েছেন যারা শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে না করে দিয়েছেন। তাঁরা কারা? এক ঝলকে দেখে নিন...

| Edited By: | Updated on: Nov 02, 2021 | 10:07 PM
তাঁর সঙ্গে এক ঝলক স্ক্রিন শেয়ার করা জন্য মুখিয়ে থাকে বলিউড। কিন্তু এমনও অনেক অভিনেত্রী রয়েছেন যারা শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে না করে দিয়েছেন। তাঁরা কারা? এক ঝলকে দেখে নিন...

তাঁর সঙ্গে এক ঝলক স্ক্রিন শেয়ার করা জন্য মুখিয়ে থাকে বলিউড। কিন্তু এমনও অনেক অভিনেত্রী রয়েছেন যারা শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে না করে দিয়েছেন। তাঁরা কারা? এক ঝলকে দেখে নিন...

1 / 7
ডর ছবিতে জুহি চাওলার জায়গায় অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। কোনও এক অজানা কারণে তিনি রাজি হননি।

ডর ছবিতে জুহি চাওলার জায়গায় অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। কোনও এক অজানা কারণে তিনি রাজি হননি।

2 / 7
বলিপাড়ার অন্দর বলছে অফার পেলেও সোনম কাপুর নাকি শাহরুখের সঙ্গে ছবি করতে চাননি। তাঁর ও শাহরুখের অনস্ক্রিন কেমিস্ট্রি আদপে দেখতে ভাল লাগবে কিনা তিনি সন্দিহান।

বলিপাড়ার অন্দর বলছে অফার পেলেও সোনম কাপুর নাকি শাহরুখের সঙ্গে ছবি করতে চাননি। তাঁর ও শাহরুখের অনস্ক্রিন কেমিস্ট্রি আদপে দেখতে ভাল লাগবে কিনা তিনি সন্দিহান।

3 / 7
সাম্প্রতিক খবর, শাহরুখের সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে নাকি না বলে দিয়েছিলেন সামান্থা। নেপথ্যে ছিল ব্যক্তিগত কারণ। তাঁর জায়গা দখল করেছিলেন আর এক দক্ষিণী অভিনেত্রী। কিন্তু সাম্প্রতিক খবর, নয়নতারাও নাকি সেই ছবিটিতে অভিনয় করছেন না।

সাম্প্রতিক খবর, শাহরুখের সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে নাকি না বলে দিয়েছিলেন সামান্থা। নেপথ্যে ছিল ব্যক্তিগত কারণ। তাঁর জায়গা দখল করেছিলেন আর এক দক্ষিণী অভিনেত্রী। কিন্তু সাম্প্রতিক খবর, নয়নতারাও নাকি সেই ছবিটিতে অভিনয় করছেন না।

4 / 7
হেমা মালিনী নাকি মনে করেন শাহরুখ খান অতি নাটকীয়, আর সেই কারণেই কোনও ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁকে।

হেমা মালিনী নাকি মনে করেন শাহরুখ খান অতি নাটকীয়, আর সেই কারণেই কোনও ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁকে।

5 / 7
শুধু শাহরুখ নয়, কোনও খানের সঙ্গেই কাজ করেননি কঙ্গনা। হিরোইন কেন্দ্রিক ছবিতে অভিনয় করা কঙ্গনা চান না তাঁর গুরুত্ব খানেদের কাছে ম্রিয়মাণ হয়ে যাক।

শুধু শাহরুখ নয়, কোনও খানের সঙ্গেই কাজ করেননি কঙ্গনা। হিরোইন কেন্দ্রিক ছবিতে অভিনয় করা কঙ্গনা চান না তাঁর গুরুত্ব খানেদের কাছে ম্রিয়মাণ হয়ে যাক।

6 / 7
কুছ কুছ হোতা হ্যায় ছবিতে টিনা চরিত্রটি যে করিশ্মা কাপুরকে দেওয়া হয়েছিল এ কথা তো কারও অজানা নয়। যদিও তিনি না করায় সেই চরিত্রটি গিয়েছিল রানি মুখোপাধ্যায়ের কাছে। অশোকা ছবির অফারও গিয়েছিল তাঁর কাছে। তিনি ফিরিয়ে দেন তাঁর জায়গা নেন বোন করিনা কাপুর।

কুছ কুছ হোতা হ্যায় ছবিতে টিনা চরিত্রটি যে করিশ্মা কাপুরকে দেওয়া হয়েছিল এ কথা তো কারও অজানা নয়। যদিও তিনি না করায় সেই চরিত্রটি গিয়েছিল রানি মুখোপাধ্যায়ের কাছে। অশোকা ছবির অফারও গিয়েছিল তাঁর কাছে। তিনি ফিরিয়ে দেন তাঁর জায়গা নেন বোন করিনা কাপুর।

7 / 7
Follow Us: